QuizQuiz

বাংলা কুইজ – সেট ৩২

Bengali Quiz – Set 32

১. ১৯৪৬ সালের নৌবিদ্রোহে যে তিনটি পতাকা জাহাজগুলিতে উত্তোলন করা হতো সেগুলো কোন কোন দলের ছিল?

উত্তর :
জাতীয় কংগ্রেস , মুসলিম লীগ, ভারতের কমিউনিস্ট পার্টি

২. ভারতের কোন প্রধানমন্ত্রীকে তার দুই দেহরক্ষী হত্যা করেন?

উত্তর :
ইন্দিরা গান্ধী ( হত্যাকারীরা ছিলেন – Satwant Sing ও Beant Singh )

৩. হিব্রূ বাইবেলে (Old Testament) ভগবানের ক্রোধ ( Wrath of God ) বলতে অগ্নি ও ব্রিমস্টোন কে বোঝানো হয়েছে | এই ব্রিমস্টোন আসলে কোন মৌল?

উত্তর :
সালফার

৪. আলেক্সজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল কোন নদীর ধারে?

উত্তর :
ঝিলাম (বিতস্তা )

৫. লাফিং গ্যাস আসলে কি?

উত্তর :
নাইট্রাস অক্সাইড

৬. হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়?

উত্তর :
ফিনল্যাণ্ড

৭. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের ডাকনাম কি ছিল?

উত্তর :
মনু

৮. নোবেল প্রাইজ , ভারতরত্ন , টেম্পলটন প্রাইজ, রমন ম্যাগশাসায় প্রাইজ , নেহেরু পুরস্কার, পদ্মশ্রী – এই সবগুলি পুরস্কার একমাত্র কে পেয়েছেন?

উত্তর :
মাদার টেরেজা

৯. জহরলাল নেহুরুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হন?

উত্তর :
লাল বাহাদুর শাস্ত্রী

১০. ২০০১ সালে নেপালের কোন রাজা সপরিবারে পুত্রের গুলিতে নিহত হন?

উত্তর :
রাজা বীরেন্দ্র (রাজার বড়ছেলে দীপেন্দ্র সবাইকে গুলি করে নিজে আত্মহত্যা করেন )

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button