Bengali Quiz – Set 31
১. ভারতের জীবনরেখা কাকে বলে?
উত্তর :
ভারতীয় রেলকে
২. মুর্শিদকুলি খাঁর পরে বাংলার নবাব কে হন?
উত্তর :
সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ ( মুর্শিদকুলি খাঁর জামাতা)
৩. হুগলি থেকে পর্তুগিজদের কোন মুঘল সম্রাট বিতাড়িত করেন?
উত্তর :
শাহজাহান ( বাংলার সুবাদার কাসিম আলির সহায়তায় )
৪. রাজ্যপালকে “সোনার খাঁচায় বন্দী পাখি” কে বলেছিলেন?
উত্তর :
সরোজিনী নাইডু
৫. ভারতের জাতীয় সংগীত গাওয়ার জন্য ধার্য্য সময় কত?
উত্তর :
৫২ সেকেন্ড
৬. বিশ্বের সর্ববৃহৎ বস্তির নাম কি?
উত্তর :
খায়েলিৎসা, দক্ষিণ আফ্রিকা ( এশিয়ার সর্ববৃহৎ – করাচির ওরাঙ্গি টাউন , ভারতের সর্ববৃহৎ – মুম্বাইয়ের ধারাভি)
৭. ভারতের কোন স্টেডিয়ামের বসবার আসন সর্বাধিক?
উত্তর :
যুব ভারতী (Salt Lake Stadium)
৮. টিপু সুলতানের নিলাম হওয়া তলোয়ার কোন শিল্পপতি কিনেছেন?
উত্তর :
বিজয় মালিয়া
৯. ২০১৩ সালে কোন বিদেশির মৃত্যুতে ভারতে ৫ দিন ধরে জাতীয় শোক পালন করা হয় এবং জাতীয় পতাকা দিল্লিতে অর্ধনির্মিত রাখা হয়?
উত্তর :
নেলসন ম্যান্ডেলা
১০. ১৯৪৬ সালে ভারতের নৌবিদ্রোহ প্রথম যে জাহাজে হয়েছিল তার নাম কি ছিল?
উত্তর :
তলোয়ার
To check our latest Posts - Click Here