বাংলা কুইজ – সেট ২৪
১. “The Complete Man” – কোন কোম্পানির স্লোগান?
উত্তর :
Raymond
২. শাহজাহান শব্দের অর্থ কি?
উত্তর :
জগতের রাজা ( King of the World)
৩. ১৫ই আগস্ট, ভারত ছাড়া আর কোন দেশের স্বাধীনতা দিবস পালন করা হয়?
উত্তর :
দক্ষিণ কোরিয়া
৪. “Death of a City” বইটি কার লেখা?
উত্তর :
অমৃতা প্রীতম
৫. ভারতের যোগের শহর ( Yoga City ) কাকে বলা হয়?
উত্তর :
ঋষিকেশ
৬. কোন দেশ গান পাউডার আবিষ্কার করে?
উত্তর :
চীন
৭. স্টেট ব্যাঙ্ক অফ্ ইণ্ডিয়া কবে স্থাপিত হয়?
উত্তর :
১৯৫৫
৮. মালবিকাগ্নি মিত্রম্ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর :
কালিদাস
৯. ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন ?
উত্তর :
শিবাজীকে
১০. কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে নারদের ভূমিকায় অভিনয় করেন?
উত্তর :
ধ্রুব ( Dhrubo)
আরো দেখে নাও: [ বাংলা কুইজ – সেট ২৩ ]
To check our latest Posts - Click Here