
বাংলা মিথোলজি – সেট ৫
১. পাশা খেলায় শকুনি এক বিশেষ ধরণের গুঠির ব্যবহার করতেন যেটা তাঁর খুব প্রিয় ছিল | এই গুঠিটি কি দিয়ে তৈরী ছিল?
শকুনি তাঁর মৃত পিতার হাঁড় থেকে এই গুঠি বানিয়েছিলেন | কথিত আছে এই গুঠি তাঁর কথামতো সব সময় চাল দিয়ে তাঁকে জিতিয়ে দিতো |
২. মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ “বারবারিক” নামক এক বিশেষ ব্যক্তি পুরোটা পর্যবেক্ষণ করেছিলেন | তিনি কার পুত্র ছিলেন?
ঘটোৎকচ
৩. দেবী যমুনা কার কন্যা ছিলেন?
সূর্যদেব
৪. রামায়ণে কুম্বকর্ণকে বধ কে করেন?
শ্রীরাম
৫. শ্রীকৃষ্ণের স্ত্রীদের মধ্যে অন্যতম ছিলেন “জাম্বুবতী” | তিনি কার কন্যা ছিলেন?
জাম্বুবানের
৬. লক্ষ্মণের স্ত্রীর নাম কি ছিল?
উর্মিলা
৭. পুরাণমতে রাম ও লক্ষ্মণ কার অবতার?
রাম বিষ্ণুর অবতার, লক্ষ্মণ অনন্তনাগ বা শেষনাগ এর অবতার
৮. হনুমান কার অবতার?
মহাদেব
৯. অঙ্গদ কার পুত্র ছিলেন?
বালি
১০. মহাদেবের আরাধ্য দেবতা কে ?
মহাবিষ্ণু
Comments are closed.