NotesEnglish

বিভিন্ন পাখির বৈজ্ঞানিক নাম ও তাদের ইংরেজি নামের তালিকা

Birds Common Name and Scientific Name

বিভিন্ন পাখির বৈজ্ঞানিক নাম ও তাদের ইংরেজি নামের তালিকা

পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ – কতরকম নামে আমরা চিনি এদের। কিন্তু শুধু বাংলা নাম বা প্রতিশব্দ না, আজ আমরা জানব বিভিন্ন পাখির বিজ্ঞানসম্মত নাম এবং প্রচলিত ইংরাজি নামের সম্পর্কেবিভিন্ন পাখির বৈজ্ঞানিক নাম ও তাদের ইংরেজি নামের তালিকা

পক্ষীজগৎ সমগ্র প্রাণীজগতের মধ্যে একটি অন্যতম শাখা। শুরুতেই আমরা জেনে নেব পাখিদের সম্পর্কে কিছু সাধারণ বিষয়। 

প্রশ্নঃ পাখি কাদের বলে?

উত্তরঃ পাখির কোনো বিজ্ঞানসম্মত সংজ্ঞা নেই, তবে প্রধানতঃ বলা যায় 

  • পালকবিশিষ্ট ‘আর্কোসরিয়া’ (Archosauria) -দের পাখি বলা যায়। ‘আর্কোসরিয়া’-র অন্তর্গত প্রাণী হল পাখি এবং কুমীর।
  • উড্ডয়নে সক্ষম ডাইনোসরদের পাখি বলা যায়।

সমস্ত পাখি অভিব্যক্তিগতভাবে (evolution) ডাইনোসর। এই কারণে পাখিদের Living Dinosaurs বলা হয়ে থাকে।

প্রশ্নঃ সর্বাপেক্ষা বড় এবং ছোট পাখির নাম কী?

উত্তরঃ উটপাখি এবং হামিং বার্ড।

প্রশ্নঃ পরিযায়ী পাখি কাদের বলে?

উত্তরঃ পাখি পরিযান বলতে নির্দিষ্ট প্রজাতির কিছু পাখির প্রতি বছর বা কয়েক বছর পর পর একটি নির্দিষ্ট ঋতুতে বা সময়ে কম করে দু’টি অঞ্চলের মধ্যে আসা-যাওয়াকেই বোঝায়। জীবজন্তুর ক্ষেত্রে মাইগ্রেশন (migration) এর সঠিক পরিভাষা ‘পরিযান’। যেসব প্রজাতির পাখি পরিযানে অংশ নেয়, তাদেরকে পরিযায়ী পাখি বলে।  

মনে রাখতে হবে, আমরা অনেক পাখিকে কেবলমাত্র একটি নামে চিনলেও বিজ্ঞানসম্মতভাবে এক একটি পাখির অজস্র প্রজাতি থাকতে পারে। কেবলমাত্র ভারতেই কুড়িটির অধিক প্রজাতির হাঁস আছে। এখানে শুধুমাত্র একটি প্রজাতির (ভারতীয় / বঙ্গীয় / সাধারণ প্রজাতির) বিজ্ঞানসম্মত নাম দেওয়া হল। 

উটপাখি

উটপাখি

ইংরেজি : Common ostrich

বিজ্ঞানসম্মত নাম : Struthio camelus

পৃথিবীর বৃহত্তম পাখি উটপাখি উড়তে অক্ষম। আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণের তৃণভূমি এদের বিচরণস্থল।

হামিং বার্ড

হামিং বার্ড

ইংরেজি : Bee hummingbird

বিজ্ঞানসম্মত নাম : Mellisuga helenae

পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হামিং বার্ড। প্রধানত আমেরিকার ট্রপিক্যাল অঞ্চলে দেখতে পাওয়া যায়।

বিভিন্ন পাখির বিজ্ঞানসম্মত নাম

বিভিন্ন পাখির বিজ্ঞানসম্মত নাম ও সাধারণ নামের তালিকা নিচে দেওয়া রইলো।

পাখির সাধারণ বাংলা নামইংরাজি নামবিজ্ঞানসম্মত নাম
আমেরিকান ঈগলBald eagleHaliaeetus leucocephalus
ইউরোপীয় রবিনEuropean robinErithacus rubecula
উটপাখি (বৃহত্তম পাখি)Common ostrichStruthio camelus
এমুEmuDromaius novaehollandiae
এম্পেরর পেঙ্গুইনEmperor penguinAptenodytes forsteri
কিউয়িKiwiApteryx australis
কোকিলCuckooCuculus canorus
ঘুঘুSpotted doveSpilopelia chinensis
চড়ুইHouse sparrowPasser domesticus
ছাতারেJungle babblerArgya striata
টার্কিTurkeyMeleagris gallopavo
টুনটুনিTailorbirdOrthotommus sutoriu
ডোডো (অবলুপ্ত)DodoRaphus cucullatus
দাঁড়কাকLarge-billed crow, RavenCorvus macrorhynchos
দেশী টিয়াRose-ringed parakeet, ParrotPsittacula krameri
পাতিকাকHouse crow, Common crowCorvus splendens
পাতিহাঁসIndian spot-billed duckAnas poecilorhyncha
পায়রাPigeon, Rock doveColumba livia
বকHeronArdea purpurea
বন মোরগJunglefowlGallus gallus
ভারতীয় ঈগলIndian spotted eagle Clanga hastata
ভারতীয় কালো চিলKiteMilvus migrans
ভারতীয় পেঁচাIndian eagle-owlBubo bengalensis
ভারতীয় বাজShikra, GoshawkAccipiter badius
ভারতীয় ময়ূরPeacock, PeafowlPavo cristatus
ভারতীয় শকুনIndian vultureGyps indicus
মুরগিChickenGallus domesticus
রাজহাঁসSwanCygnus cygnus
শ্যামা, দোয়েলMagpie-robinCopsychus saularis
সবুজ টিয়াNorfolk parakeetCyanoramphus cookii
সাধারণ ময়নাIndian mynaAcridotheres tristis
সারসCraneGrus grus
হামিং বার্ড (ক্ষুদ্রতম পাখি)Bee hummingbirdMellisuga helenae
পাখির প্রচলিত ও বিজ্ঞানসম্মত নাম

আরও দেখে নাও :

বিজ্ঞানসম্মত নাম ( PDF ) – বৈজ্ঞানিক নাম

ইংরেজিতে বিভিন্ন প্রাণীর ডাক । Sounds of Different Animals – PDF

Download Section

  • File Name : বিভিন্ন পাখির বৈজ্ঞানিক নাম ও তাদের ইংরেজি নামের তালিকা – বাংলা কুইজ
  • File Size : 2 MB
  • No. of Pages : 04
  • Format : PDF

To check our latest Posts - Click Here

Telegram

কুদ্দুস ভাই

World History, Content Writer @ www.banglaquiz.in

Related Articles

Back to top button