Environmental Studies MCQ

50+ Environmental Science MCQ in Bengali – Primary TET Special

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর

50+ Environmental Science MCQ in Bengali – Primary TET Special

দেওয়া রইলো 50+ Environmental Science MCQ in Bengali – Primary TET Special. আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫০+ পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর । এই প্রশ্নোত্তর গুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ো। ভালো লাগলে এমন প্রাকটিস সেট আরও পোস্ট করা হবে ।

পরিবেশ বিজ্ঞান MCQ প্রাকটিস সেট 

১. খাদ্য পিরামিডের প্রথম ধারণা দেন-

(A) জি. এলটন
(B) ডব্লু ডব্লু নিয়ুই
(C) সি. সি. পার্ক
(D) এদের কেউই নন,

উত্তর
(A) জি. এলটন

দেখে নাওপরিবেশ কাকে বলে? পরিবেশ কত প্রকার ও কি কি?


২. পরিবেশ বিজ্ঞানে জীবনের ভিত্তি বলা হয়-

(A) উদ্ভিদ জগৎকে
(B) প্রাণী জগৎকে
(C) জৈব-অজৈব পদার্থ সমূহকে
(D) সূর্যকে

উত্তর
(D) সূর্যকে

৩. ‘Ecology’ (বাস্তুবিদ্যা) শব্দটি এসেছে ‘Oikos’ থেকে। ‘Oikos’ একটি—

(A) ল্যাটিন শব্দ
(B) গ্রীক শব্দ
(C) ইংলিশ শব্দ
(D) জার্মান শব্দ

উত্তর
(B) গ্রীক শব্দ

৪. জীবদেহ গঠনে পরিবেশের কতগুলি মৌল কাজে লাগে?

(A) 30 টি
(B) 25 টি
(C) 45 টি
(D) 20 টি.

উত্তর
(B) 25 টি

৫. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ—

(A) একমুখী
(B) বহুমুখী
(C) দ্বিমুখী
(D) উপরের কোনোটিই নয়

উত্তর
(A) একমুখী

দেখে নাওবিশ্ব পরিবেশ দিবস –  ৫ই জুন । ইতিহাস ,গুরুত্ব ও থিম


৬. বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদান হলো-

(A) আম গাছ
(B) ছত্রাক
(C) লিপিড/ফ্যাট
(D) সালফার

উত্তর
(C) লিপিড/ফ্যাট

৭. একটি সর্বভুক প্রাণীর উদাহরণ হলো—

(A) হাতি
(B) কুকুর
(C) ছত্রাক
(D) মানুষ

উত্তর
(D) মানুষ

৮. ব্যাকটেরিয়া দিয়ে শোধন করা হয় এমন একটি শিল্প হলো—

(A) ডেয়ারী শিল্প
(B) পাট শিল্প
(C) আচার তৈরি শিল্প
(D) কাগজ তৈরি শিল্প

উত্তর
(A) ডেয়ারী শিল্প

দেখে নাওভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আইন-  Indian Environmental Act and Rules


৯. একটি পরিবর্তকের উদাহরণ হলো—

(A) নাইট্রোসোমোনাস
(B) ফার্ণ
(C) জলজ পতঙ্গ
(D) জীবাণু

উত্তর
(A) নাইট্রোসোমোনাস

১০. অনুজীবগুলি দেহ থেকে কী নিঃসৃত করে মৃতদেহের বিয়োজন ঘটাতে সাহায্য করে—

(A) প্রোটিন
(B) ভিটামিন
(C) উৎসেচক
(D) লিপিড

উত্তর
(C) উৎসেচক

১১. ইকোলোজি বা বস্তুসংস্থান বিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন—

(A) ই. পি. ওডাম
(B) আর জে চোরলে
(C) আর্নস্ট হেকেল
(D) আর. এল লিণ্ডারম্যান

উত্তর
(C) আর্নস্ট হেকেল

১২. ১০ শতাংশের সূত্রের প্রবর্তন করেন-

(A) লিণ্ডেম্যান
(B) ওডাম
(C) এ. জি. ট্রান্সলে
(D) স্ট্রলার ও স্টলারে

উত্তর
(A) লিণ্ডেম্যান

দেখে নাওপরিবেশ দূষণ ও তার প্রতিকার –  রচনা


১৩. সবুজ উদ্ভিদ সূর্যালোকের বিকিরিত আলোর কত অংশ শোষণ করে ?

(A) 1%
(B) 0.05%
(C) 0.02%
(D) 0.01%

উত্তর
(C) 0.02%

১৪. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ যে জাতীয় খাদ্য সংশ্লেষ করে তা হলো—

(A) ফ্যাট জাতীয়
(B) শর্করা জাতীয়
(C) কার্বোহাইড্রেট জাতীয়
(D) প্রোটিন জাতীয়

উত্তর
(B) শর্করা জাতীয়

১৫. একটি উভয়ভোজী প্রাণী হলো-

(A) বাঘ
(B) কুকুর
(C) বেবুন
(D) চিংড়ি

উত্তর
(C) বেবুন

১৬. খাদ্য পিরামিডের কোন্ স্তরে শক্তির পরিমাণ, জীবের সংখ্যা ও জীবভর সবই সর্বাধিক থাকে?

(A) উৎপাদক স্তর
(B) প্রাথমিক খাদক স্তর
(C) বিয়োজক স্তর
(D) সর্বোচ্চ খাদক স্তর

উত্তর
(A) উৎপাদক স্তর

১৭. একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো-

(A) পুকুরের বাস্তুতন্ত্র
(B) ঘন অরণ্যের বাস্তুতন্ত্র যেখানে মানুষের প্রবেশ নিষেধ
(C) অন্ধকারাচ্ছন্ন গুহার বাস্তুতন্ত্র
(D) সমুদ্রের তলদেশের বাস্তুতন্ত্র

উত্তর
(C) অন্ধকারাচ্ছন্ন গুহার বাস্তুতন্ত্র

দেখে নাওভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন


১৮. বাস্তুতন্ত্রের অন্তর্গত একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জীবদেহের মোট ভরকে বলে—

(A) জীব বৈচিত্র্য
(B) জীব ওজন
(C) জীব ভর
(D) জীব সংখ্যার সূচক

উত্তর
(C) জীব ভর

১৯. জীবদেহে শক্তি উৎপন্ন হয়—

(A) সাইটোপ্লাজমে
(B) কোষের মাইটোকনড্রিয়ায়
(C) পাকস্থলীতে
(D) যকৃতে

উত্তর
(B) কোষের মাইটোকনড্রিয়ায়

২০. কর্কর খাদ্যশৃঙ্খলে কোন্ স্তর থেকে শক্তি ধাপে ধাপে সঞ্চারিত হয় ?

(A) ডেট্রিইটাস কনজিউমার
(B) পচনশীল জৈববস্তু
(C) সবুজ উদ্ভিদ
(D) ফার্ন

উত্তর
(B) পচনশীল জৈববস্তু

২১. বাস্তুতন্ত্র একটি—

(A) বন্ধ প্রণালী
(B) মুক্ত প্রণালী
(C) প্রণালী বহিঃর্ভূত বিষয়
(D) মুক্ত বা বন্ধ উভয় প্রণালীর অন্তর্গত বিষয়

উত্তর
(B) মুক্ত প্রণালী

২২. পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ মোট জলের

(A) 10%
(B) 1%
(C) 0.93%
(D) 0.69%

উত্তর
(D) 0.69%

২৩. পরভোজী দুটি উদ্ভিদ হলো—

(A) আমগাছ ও কচুরীপানা
(B) ইউক্যালিপটাস ও সুন্দরী
(C) স্বর্ণলতা ও ব্যাঙের ছাতা
(D) পদ্ম ও নিমাটোডস

উত্তর
(C) স্বর্ণলতা ও ব্যাঙের ছাতা

২৪. দুটি পৃথক বাস্তুতন্ত্র যেখানে মিলিত হয় সেই পরিবর্তনশীল অঞ্চলকে বলে-

(A) ইকোক্সাইন
(B) ইকোটোন
(C) ইকোস্ফিয়ার
(D) ইকোরিজিয়ান

উত্তর
(B) ইকোটোন

২৫. কর্কর খাদ্যশৃঙ্খল দেখা যায় এমন একটি স্থান—

(A) ভারত মহাসাগরের ২০০ মিটার গভীরতায় অবস্থিত অঞ্চল
(B) সাহারা মরুভূমির উত্তর-মধ্য অঞ্চল
(C) দক্ষিণ ফ্লোরিডার ব্র্যাকীশ অঞ্চল
(D) উত্তর আমেরিকার তৈগা বনভূমি

উত্তর
(C) দক্ষিণ ফ্লোরিডার ব্র্যাকীশ অঞ্চল

২৬. মৌমাছি কোন্ প্রকারের খাদক—

(A) স্বভোজী
(B) প্রাথমিক খাদক
(C) গৌণ খাদক
(D) এর কোনোটিই নয়

উত্তর
(B) প্রাথমিক খাদক

২৭. একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে শুধুমাত্র-

(A) সমস্ত উদ্ভিদ ও প্রাণীর আন্তঃক্রিয়ায় উদ্ভূত পদার্থের বিনিময় ঘটে
(B) সমস্ত জৈব অজৈব পদার্থ জীবমণ্ডলের পারস্পরিক অন্তঃক্রিয়ায় উদ্ভূত পদার্থের বিনিময়ে ঘটে
(C) জড় উপাদান ও প্রাণীর পারস্পরিক আন্তঃক্রিয়ায় উদ্ভূত পদার্থের বিনিময় ঘটে
(D) উদ্ভিদ ও সূর্যালোকের পারস্পরিক আন্তঃক্রিয়ায় উদ্ভূত পদার্থের বিনিময় ঘটে

উত্তর
(B) সমস্ত জৈব অজৈব পদার্থ জীবমণ্ডলের পারস্পরিক অন্তঃক্রিয়ায় উদ্ভূত পদার্থের বিনিময়ে ঘটে

২৮. অন্ধকারাচ্ছন্ন গুহার বাস্তুতন্ত্রে কোন্ পুষ্টিস্তর অনুপস্থিত থাকে—

(A) খাদক
(B) উৎপাদক
(C) বিয়োজক
(D) সর্বভুক

উত্তর
(C) বিয়োজক

২৯. একটি প্রাথমিক খাদকের উদাহরণ হলো-

(A) হরিণ
(B) ব্যাঙ
(C) বাঘ
(D) সবুজ উদ্ভিদ

উত্তর
(A) হরিণ

৩০. উদ্ভিদ মোট উৎপাদনের কত শতাংশ শক্তি NPP হিসাবে সংগ্রহ করে ?

(A) 60-70%
(B) 80-90%
(C) 50-60%
(D) 50-70%

উত্তর
(D) 50-70%

৩১. একটি দ্বিতীয় শ্রেণির খাদক হলো-

(A) মানুষ
(B) হরিণ
(C) ব্যাঙ
(D) বাজপাখি

উত্তর
(C) ব্যাঙ

৩২. বিয়োজকরা হলো এক ধরনের-

(A) পরজীবি প্রাণী
(B) মৃতজীবি প্রাণী
(C) তৃণভোজী প্রাণী
(D) উৎপাদক

উত্তর
(B) মৃতজীবি প্রাণী

৩৩. Ecology বা বাস্তুবিদ্যা হলো-

(A) পরিবেশ বিজ্ঞানের একটি শাখা
(B) উদ্ভিদ বিজ্ঞানের একটি শাখা
(C) জীব বিজ্ঞানের একটি শাখা
(D) ভূগোলের একটি শাখা

উত্তর
(C) জীব বিজ্ঞানের একটি শাখা

৩৪. বাস্তুতন্ত্রের একটি উদাহরণ হলো—

(A) জীবমণ্ডল
(B) জল
(C) ডিসকভারি চ্যানেল
(D) একটি চারতলা পাকা বাড়ির ছাদ

উত্তর
(A) জীবমণ্ডল

৩৫. বাস্তুতন্ত্রে একটি সজীব উপাদান হলো-

(A) সালফার ব্যাকটেরিয়া
(B) প্রোটিন
(C) ফসফরাস
(D) সৌর শক্তি

উত্তর
(A) সালফার ব্যাকটেরিয়া

৩৬. জীবমণ্ডলে বিস্তার–

(A) 18 km
(B) 13 km
(C) 15 km
(D) 16 km

উত্তর
(B) 13 km

৩৭. রাসায়নিক স্বভোজীরা খাদ্য তৈরিতে ব্যবহার করে-

(A) সূর্যালোক থেকে প্রাপ্ত শক্তি
(B) সমুদ্র থেকে প্রাপ্ত শক্তি
(C) সমুদ্র জলের জোয়ার-ভাঁটা জনিত কারণে প্রাপ্ত শক্তি
(D) খনিজ পদার্থের জারণ-বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভুত শক্তি

উত্তর
(D) খনিজ পদার্থের জারণ-বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভুত শক্তি

৩৮. পৃথিবীতে মোট কটি মৌল আছে?

(A) 105 টি
(B) 120 টি
(C) 110 টি
(D) 109 টি

উত্তর
(A) 105 টি

৩৯. একটি মাংসাশী বা carnivore প্রাণীর উদাহরণ হলো-

(A) ঈগল
(B) হাতি
(C) খরগোশ
(D) ইঁদুর

উত্তর
(A) ঈগল

৪০. বাস্তুতন্ত্রের একটি অনুখাদকের উদাহরণ হলো—

(A) ব্যাঙ
(B) অ্যাকটিনোমাইসেটিস
(C) আয়রন ব্যাকটেরিয়া
(D) ফার্ণ

উত্তর
(B) অ্যাকটিনোমাইসেটিস

৪১. খাদ্য পিরামিড কয় প্রকার-

(A) চার প্রকার
(B) তিন প্রকার
(C) পাঁচ প্রকার
(D) দুই প্রকার

উত্তর
(B) তিন প্রকার

৪২. প্রকৃতিতে মোট প্রজাতির সংখ্যা——

(A) 50 মিলিয়ন
(B) 25 মিলিয়ন
(C) 10 মিলিয়ন
(D) 33 মিলিয়ন

উত্তর
(C) 10 মিলিয়ন

৪৩. ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন—

(A) এ. জি. ট্রান্সলে
(B) আর্নেস্ট হেকেল
(C) ই. পি. ওডাম
(D) ই. ডবল্লু জিম্যরমান

উত্তর
(A) এ. জি. ট্রান্সলে

৪৪. ভারতের একটি Biodiversity Hot Spot-এর উদাহরণ হলো ――

(A) সুন্দরবন অঞ্চল
(B) বঙ্গোপসাগর
(C) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
(D) জীম করবেট ন্যাশনাল পার্ক

উত্তর
(A) সুন্দরবন অঞ্চল

৪৫. ফটোসিথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেন-

(A) বিজ্ঞানী বার্নেস
(B) বিজ্ঞানী হেকেল
(C) বিজ্ঞানী ওডাম
(D) এ. এইচ. স্ট্রলার

উত্তর
(A) বিজ্ঞানী বার্নেস

৪৬. বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে অবস্থান করে-

(A) প্রাথমিক খাদক
(B) উৎপাদক
(C) বিয়োজক
(D) সালোক স্বভোজী

উত্তর
(B) উৎপাদক

৪৭. উৎপাদক হলো–

(A) একাধিক স্তরযুক্ত
(B) একক স্তরযুক্ত
(C) তিনটি স্তরযুক্ত
(D) ভাসংখ্য স্তরযুক্ত

উত্তর
(B) একক স্তরযুক্ত

৪৮. খাদ্যশৃঙ্খলে এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে শক্তির অপচয় হয় –

(A) 90% হারে
(B) 50% হারে
(C) 10% হারে
(D) 60% হারে

উত্তর
(C) 10% হারে

৪৯. একটি খাদ্যশৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা-

(A) অসংখ্য
(B) তিন থেকে আট-এর মধ্যে
(C) তিন থেকে পাঁচ-এর মধ্যে
(D) শুধুমাত্র চারটি

উত্তর
(C) তিন থেকে পাঁচ-এর মধ্যে

৫০. মৃত প্রাণীর দেহে যে দুর্গন্ধ ছড়ায় তার মূল কারণ-

(A) দেহ পচে যায়
(B) দেহে রক্তচলাচল বন্ধ হয়ে যায়
(C) হৃৎপিণ্ড কাজ করে না
(D) জীবাণুরা ক্রিয়া করে

উত্তর
(D) জীবাণুরা ক্রিয়া করে

৫১. কোনো বাস্তুতন্ত্রে একাধিক খাদ্যশৃঙ্খলকে বলে—

(A) খাদ্যশৃঙ্খলের সমষ্টি
(B) খাদ্য জাল
(C) জীব বৈচিত্র্য
(D) খাদ্য সমষ্টি

উত্তর
(B) খাদ্য জাল

৫২. একটি পুকুরের বাস্তুরীতির সর্বোচ্চ খাদক কে?

(A) বড় মাছ
(B) কাঁকড়া
(C) চিংড়ি
(D) বক

উত্তর
(D) বক

To check our latest Posts - Click Here

Telegram
Back to top button