Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th & 14th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th & 14th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ ও ১৪ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th & 14th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 12th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোন শহর বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা পেয়েছে ?

(A) সিঙ্গাপুর
(B) ভিয়েনা
(C) টোকিও
(D) মুম্বাই

উত্তর
(B) ভিয়েনা

  • বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হল ভিয়েনা (Vienna)। সম্প্রতি প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)-এর সমীক্ষায় এমনটাই প্রকাশিত হয়েছে।
  • বিশ্বের বাসযোগ্য শহরের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগ।
  • আর তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়ার দুটি শহর, মেলবোর্ন ও সিডনি।
  • ভারতেরও কতকগুলি শহর অবশ্য রয়েছে এই তালিকায়। যার মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি (Delhi)। এছাড়া রয়েছে বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই ও মুম্বই। ঠাঁই হয়নি কলকাতার।

২. ২০২৩ সালের বিশ্ব অঙ্গ দান দিবস (World Organ Donation Day)-এর থিম কী?

(A) Step up to volunteer; need more organ donors to fill the lacunae
(B) Answering the Call: Mobilizing Volunteers for Change
(C) Rise for Change: Bridging Gaps and Inspiring Action
(D) Be the Solution: Empowering Communities through Active Participation

উত্তর
(A) Step up to volunteer; need more organ donors to fill the lacunae

  • অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর ১৩ই আগস্ট বিশ্ব অঙ্গ দান দিবস পালন করা হয়।
  • দিবসটি প্রথম ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অর্গান ডোনেশন (ISOD) দ্বারা পালিত হয়।
  • ২০২৩ সালে এই দিসবের থিম হল – “Step up to volunteer; need more organ donors to fill the lacunae ৷”
  • প্রথম অঙ্গ দান প্রতিস্থাপন সফল হয়েছিল ১৯৫৪ সালে ৷

৩. সম্প্রতি কতগুলি কেন্দ্রীয় সরকার PSU অরুণাচল প্রদেশের সাথে একটি মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট (MoA) স্বাক্ষর করেছে?

(A)
(B)
(C)
(D)

উত্তর
(B)
১২টি নতুন জলবিদ্যুৎ প্রকল্প-এর জন্য তিনটি কেন্দ্রীয় সরকারের PSU (NHPC Ltd., SJVN Ltd. এবং NEEPCO Ltd.) এর সাথে সম্প্রতি মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট (MOA) স্বাক্ষর করেছে অরুণাচল প্রদেশ সরকার।

৪. নিম্নলিখিত কোন ড্রোন ভারতীয় বিমান বাহিনী দ্বারা নর্দান সেক্টরে অন্তর্ভুক্ত করা হয়েছে ?

(A) DRDO TAPAS
(B) DRDO Abhyas
(C) DRDO Rustom
(D) Heron Mark 2

উত্তর
(D) Heron Mark 2
চীন ও পাকিস্তান উভয়ের সীমান্তে নজরদারি চালানোর জন্য ভারত সম্প্রতি অত্যাধুনিক হেরন মার্ক ২ ড্রোন ডিপ্লয় করেছে ।

৫. গুগল ডুডল সম্প্রতি অভিনেত্রী শ্রীদেবীর ৬০তম জন্মদিন উদযাপন করেছে। শ্রীদেবীর পুরো নাম কি ছিল?

(A) শ্রীনিবাসন কবিতা আইয়ার
(B) শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপান
(C) শ্রী অনন্যা কৃষ্ণান
(D) শান্তি রঙ্গনাথন

উত্তর
(B) শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপান

  • Google Doodle সম্প্রতি অভিনেত্রী শ্রীদেবীর ৬০তম জন্মদিন উদযাপন করেছে৷
  • চিত্রটি ডিজাইন করেছেন মুম্বাই-ভিত্তিক শিল্পী ভূমিকা মুখার্জি।

দেখে নাও : ভারতীয় অভিনেতা/ অভিনেত্রীর আসল নাম তালিকা

৬. ফাইনালে কাকে হারিয়ে ভারত সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি জিতে নিয়েছে ?

(A) দক্ষিণ কোরিয়া
(B) জাপান
(C) চীন
(D) মালয়েশিয়া

উত্তর
(D) মালয়েশিয়া

  • চেন্নাইয়ের মেজর রাধাকৃষ্ণন স্টেডিয়ামে ফাইনালে পিছিয়ে পড়েও অনবদ্য কামব্যাক করে মালয়েশিয়াকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন হরমনপ্রীত সিংরা।
  • মালয়েশিয়াকে ভারত ফাইনালে হারায় ৪-৩ ফলে।

৭. দেশের বৃহত্তম IT হাব সম্প্রতি কোথায় প্রস্তাব করা হয়েছে ?

(A) মুম্বাই
(B) লখনউ
(C) ব্যাঙ্গালোর
(D) নতুন দিল্লি

উত্তর
(B) লখনউ

  • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার রাজধানী লখনউতে উত্তরপ্রদেশের নতুন তথ্য প্রযুক্তি কেন্দ্র স্থাপনের প্রস্তুতি শুরু করেছে।
  • এটি ভারতের বৃহত্তম IT হাব হতে চলেছে।

৮. তৃতীয় খেলো ইন্ডিয়া জুনিয়র মহিলা হকি লীগ সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) ব্যাঙ্গালোর
(B) কলকাতা
(C) মুম্বাই
(D) নতুন দিল্লি

উত্তর
(D) নতুন দিল্লি

  • তৃতীয় খেলো ইন্ডিয়া জুনিয়র মহিলা লিগ সম্প্রতি নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে।
  • অর্জুন পুরস্কার বিজয়ী এবং ১৯৭২ অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী অশোক ধ্যানচাঁদ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।

৯. দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস (Partition Horrors Remembrance Day) কোন দিন পালন করা হয়?

(A) ১২ আগস্ট
(B) ১৩ আগস্ট
(C) ১৪ আগস্ট
(D) ১৫ আগস্ট

উত্তর
(C) ১৪ আগস্ট

  • ২০২১ সাল থেকে স্বাধীনতা দিবসের আগের দিনটি ‘পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।
  • ১৪ই আগস্ট পালন করা হয় ‘পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে’।

১০. কোন IAS অফিসার তার “কুছ আধুরে শব্দ” বইটি সম্প্রতি প্রকাশ করেছেন ?

(A) অমিতাভ কান্ত
(B) আশুতোষ অগ্নিহোত্রী
(C) অশোক খেমকা
(D) দীপক রাওয়াত

উত্তর
(B) আশুতোষ অগ্নিহোত্রী

  • আশুতোষ অগ্নিহোত্রীর বই “কুছ আধুরে শব্দ” হিন্দি কবিতার একটি সংকলন।
  • ১৯৭৪ সালে কানপুরে জন্মগ্রহণ করেন আশুতোষ অগ্নিহোত্রী।
  • তিনি একজন ১৯৯৯ ব্যাচের আইএএস অফিসার, একজন প্রখ্যাত লেখক এবং একজন আগ্রহী পাঠক।

১১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের কোন স্থানে সন্ত রবিদাস মন্দিরের ভিত্তি স্থাপন করেন?

(A) জামুনিয়া
(B) বনসা
(C) দেউরি
(D) বদতুমা

উত্তর
(A) জামুনিয়া
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের সাগর জেলার বদতুমা গ্রামে ₹১০০ কোটিরও বেশি ব্যয়ে নির্মিত সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাস জি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

১২. ‘ভারতীয় বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য কেন্দ্র (Indian Buddhist Culture and Heritage Centre)’ কোন দেশে নির্মিত হচ্ছে?

(A) শ্রীলঙ্কা
(B) থাইল্যান্ড
(C) নেপাল
(D) মায়ানমার

উত্তর
(C) নেপাল
নেপালে, বৌদ্ধ ভিক্ষুদের বিশেষ আবৃত্তির মাধ্যমে ভূমিপূজন অনুষ্ঠানের পর লুম্বিনিতে ভারতীয় বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে।

১৩. ভারত কোন দেশের ডিজিটাল পরিচয় প্রকল্প (digital identity project)-কে সমর্থন করার জন্য ৪৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে ?

(A) শ্রীলঙ্কা
(B) কম্বোডিয়া
(C) বাংলাদেশ
(D) লাওস

উত্তর
(A) শ্রীলঙ্কা
ভারত তার অনন্য ডিজিটাল পরিচয় প্রকল্পে অর্থায়নের জন্য শ্রীলঙ্কাকে ₹৪৫ কোটি টাকা অগ্রিম হস্তান্তর করেছে। এটি এই প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের প্রায় ১৫%।

১৪. সূর্য অধ্যয়নের জন্য ISRO এর মিশনের নাম কি?

(A) Aditya- 1
(B) Surya Mission
(C) Aditya-L1
(D) Bhaskar-1

উত্তর
(C) Aditya-L1

  • সূর্য অধ্যয়নের জন্য ISRO দ্বারা পাঠানো প্রথম ভারতীয় মিশন Aditya-L1 (Aditya-L1) আগামী মাসে চালু হবে।
  • ইসরোর তরফে জানানো হয়েছে যে UR Rao স্যাটেলাইট সেন্টার, বেঙ্গালুরুতে তৈরি স্যাটেলাইটটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেসপোর্টে পৌঁছে দেওয়া হয়েছে।
  • এই স্যাটেলাইটটি পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত সূর্য-আর্থ সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1 এর কাছে হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে।

১৫. ২০বছর বা তার কম বয়সে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড কোন খেলোয়াড়ের?

(A) তিলক ভার্মা
(B) শুভমান গিল
(C) ইশান কিষাণ
(D) যশস্বী জয়সওয়াল

উত্তর
(A) তিলক ভার্মা

  • ভারতের তরুণ ব্যাটসম্যান তিলক ভার্মা ২০ বছর বা তার কম বয়সে T20I তে ভারতের হয়ে সর্বাধিক ছয় মারার একটি নতুন রেকর্ড গড়েছেন।
  • এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৭টি ছক্কা মেরেছেন তিনি।
  • এর আগে এই রেকর্ডটি ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার নামে যিনি ২০ বছর বা তার কম বয়সে ভারতের হয়ে ৪টি ছক্কা মেরেছিলেন।

১৬. পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) আসিফ আলী জারদারি
(B) মামনুন হুসাইন
(C) আনোয়ারুল হক কাকার
(D) ইমরান খান

উত্তর
(C) আনোয়ারুল হক কাকার

  • পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনের জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালোচিস্তান প্রদেশের স্বল্প-পরিচিত সেনেটর আনোয়ারুল হক কাকার।
  • আনোয়ারুল হক কাকার হচ্ছেন বালোচিস্তান আওয়ামী পার্টি নামে একটি দলের প্রতিষ্ঠাতাদের একজন ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button