Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 4th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিল ২০২৩ অনুসারে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে কে রাজ্যপালের স্থলাভিষিক্ত হবেন?

(A) পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী
(B) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
(C) উপরাষ্ট্রপতি
(D) ভারতের প্রধানমন্ত্রী

উত্তর
(B) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

  • পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিল ২০২৩ সম্প্রতি বিধানসভায় পাস হয়েছে।
  • এই বিল অনুযায়ী রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে সমস্ত রাজ্য-সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে নিয়োগ করা হয়েছে।

২. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ক্রিকেটার জ্ঞানেন্দ্র মাল্লা। তিনি কোন দেশের ক্রিকেটদলের অধিনায়ক ছিলেন ?

(A) বাংলাদেশ
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) আফগানিস্তান
(D) নেপাল

উত্তর
(D) নেপাল
নেপালি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা সম্প্রতি ঘোষণা করেছেন ।

৩. সুপ্রিম কোর্ট সম্প্রতি দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন (DERC) এর অন্তর্বর্তী চেয়ারপার্সন হিসেবে কাকে নিযুক্ত করেছেন ?

(A) বিচারপতি রাজীব শ্রীবাস্তব
(B) বিচারপতি জয়ন্ত নাথ
(C) বিচারপতি সাবিহুল হাসনাইন
(D) বিচারপতি উমেশ কুমার

উত্তর
(B) বিচারপতি জয়ন্ত নাথ
সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বিচারপতি জয়ন্ত নাথকে দিল্লি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের (ডিইআরসি) অন্তর্বর্তী চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করেছে।

৪. কোন ফুড জয়েন্ট আউটলেট সম্প্রতি মুম্বাই-এ ভারতের প্রথম বিমানবন্দর ড্রাইভ-থ্রু রেস্তোরাঁ উন্মোচন করেছে ?

(A) KFC
(B) McDonald’s
(C) Subway
(D) Burger King

উত্তর
(B) McDonald’s

  • McDonald’s India (ওয়েস্ট সাউথ) মুম্বাইতে দেশের প্রথম এয়ারপোর্ট ড্রাইভ-থ্রু রেস্তোরাঁ চালু করেছে।
  • রেস্টুরেন্টটি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (CSMIA) এর টার্মিনাল ২ (T2) থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত।

৫. সুব্রত মুখার্জি স্পোর্টস এডুকেশন সোসাইটি (SMSES) কোন সংস্থার সাথে গ্রাসরুট পর্যায়ে ফুটবলের প্রচারের জন্য একটি MoU স্বাক্ষর করেছে?

(A) FIFA
(B) UEFA
(C) AIFF
(D) AFC

উত্তর
(C) AIFF

  • AIFF = All India Football Federation
  • সুব্রত মুখার্জি স্পোর্টস এডুকেশন সোসাইটি (SMSES) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সাথে এই MoU স্বাক্ষর করেছে।

৬. ইতালীয় গোলরক্ষক জিয়ানলুইজি বুফন সম্প্রতি ফুটবল থেকে অবসর নিয়েছেন। অবসর নেওয়ার সময় জিয়ানলুইজি বুফন কোন ক্লাবের হয়ে খেলেছিলেন?

(A) প্যারিস সেন্ট জার্মেই
(B) এসি মিলান
(C) জুভেন্টাস
(D) পরমা

উত্তর
(D) পরমা

  • দীর্ঘ ২৮ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন (Gianluigi Buffon)।
  • একজন অবিশ্বাস্য প্রতিভা এবং অসাধারণ নেতা বুফন ২০০৬ সালে বিশ্বকাপ (FIFA World Cup 2006) জিতেছিলেন।
  • জুভেন্তাসের (Juventus) হয়ে ১০ বার ইতালিয়ান সিরি আ (Serie A) জিতেছেন এবং প্যারিস সাঁ সারমাঁর (Paris Saint Germain) হয়ে একবার লিগ ওয়ান।

৭. স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, জুনের শেষ অবধি তাপপ্রবাহের কারণে কোন রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে?

(A) বিহার
(B) রাজস্থান
(C) কেরালা
(D) গুজরাট

উত্তর
(C) কেরালা

  • লোকসভায় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, জুনের শেষ পর্যন্ত তাপপ্রবাহের কারণে কেরালায় ১২০ জনেরও বেশি লোক মারা গেছে, যা দেশের সর্বোচ্চ।
  • গুজরাটে তাপপ্রবাহে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর পরেই রয়েছে তেলেঙ্গানা (২০টি)।

৮. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২২ সালে জলাতঙ্কের কারণে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে ?

(A) অন্ধ্র প্রদেশ
(B) পশ্চিমবঙ্গ
(C) নতুন দিল্লি
(D) মহারাষ্ট্র

উত্তর
(C) নতুন দিল্লি
সম্প্রতি লোকসভায় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, দিল্লিতে ২০২২ সালে দেশে জলাতঙ্কের কারণে সর্বাধিক সংখ্যক মৃত্যু (৪৮ জন ) হয়েছিল।

৯. সম্প্রতি প্রকাশিত ‘Memories Never Die” বইটি কাকে উৎসর্গ করা হয়েছে ?

(A) অটল বিহারী বাজপেয়ী
(B) আব্দুল কালাম
(C) প্রণব মুখার্জি
(D) মনমোহন সিং

উত্তর
(B) আব্দুল কালাম

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মেমোরিস নেভার ডাই’ শিরোনামের এই বইটি প্রকাশ করেছেন।
  • বইটি লিখেছেন ড. এপিজেএম নাসিমা মারাইকায়ার এবং বিজ্ঞানী ড. ওয়াই এস রাজন।

১০. কোন ব্যাডমিন্টন খেলোয়াড় জাপান ওপেন ২০২৩ এ একক পুরুষদের শিরোপা জিতেছেন?

(A) কিদাম্বি শ্রীকান্ত
(B) চেন লং
(C) ভিক্টর অ্যাক্সেলসেন
(D) লক্ষ্য সেন

উত্তর
(C) ভিক্টর অ্যাক্সেলসেন
জাপান ওপেনের ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাটান ক্রিস্টিকে হারিয়ে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন এই শিরোপা জিতে নিয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button