Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  22nd September Current Affairs Quiz 2023 – Bengali


১. ব্রিটেনে পুরুষদের প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচে কে প্রথম মহিলা আম্পায়ার হতে চলেছে ?

(A) ক্যাথি ক্রস
(B) মার্গারেট জন
(C) সু রেডফার্ন
(D) ক্যারোলিন জিনিয়া

উত্তর
(C) সু রেডফার্ন

  • ইতিহাস গড়তে যাচ্ছেন ইংল্যান্ডের নারী আম্পায়ার সু রেডফার্ন।
  • কাউন্টি ডিভিশন টু তে সম্প্রতি কার্ডিফে শুরু হচ্ছে গ্লামরগান-ডার্বিশায়ার ম্যাচ। এই ম্যাচে আম্পায়ারিং করতে যাচ্ছেন রেডফার্ন।
  • ইংল্যান্ডের ইতিহাসে ছেলেদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার হচ্ছেন তিনি।
  • মেয়েদের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টেও আম্পায়ারিং করার রেকর্ড রয়েছে রেডফার্নের।

২. ওড়িশা বিধানসভার প্রথম মহিলা স্পিকার হয়েছেন –

(A) নয়না লাল কিদওয়াই
(B) প্রমীলা মল্লিক
(C) প্রমিত পট্টনায়ক
(D) যমুনা সাহা

উত্তর
(B) প্রমীলা মল্লিক

  • সম্প্রতি ওড়িশা বিধানসভার নতুন স্পিকার হিসেবে বিজু জনতা দলের সিনিয়র নেতা প্রমীলা মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
  • ওড়িশার বিধানসভার প্রথম মহিলা স্পিকার তিনি।
  • মল্লিককে মনোনীত করেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী ও বিজেডি সভাপতি নবীন পট্টনায়েক।

৩. ‘Free From Food’ অনুষ্ঠান সম্প্রতি কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে ?

(A) সিডনি
(B) নতুন দিল্লি
(C) দুবাই
(D) আবু ধাবি

উত্তর
(C) দুবাই
‘Free From Food’ অনুষ্ঠান সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত হয়েছে।

৪. সম্প্রতি ভারপ্তের কে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু আরোহণ করেছেন?

(A) সুনীল কুমার
(B) বাচেন্দ্রী পাল
(C) নরেন্দ্র ধর জয়াল
(D) মোহন সিং গুঞ্জিয়াল

উত্তর
(A) সুনীল কুমার
হরিয়ানার সুনীল কুমার সম্প্রতি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার উঁচু মাউন্ট মানাসলু জয় করেছেন।

৫. আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস (International Day of Sign Languages) , ২০২৩-এর থিম কি ছিল ?

(A) Sign Languages are for Everyone!
(B) We Sign For Human Rights
(C) Sign Languages Unite Us!
(D) A World Where Deaf People Everywhere Can Sign Anywhere!

উত্তর
(D) A World Where Deaf People Everywhere Can Sign Anywhere!
সাংকেতিক ভাষার তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৩শে সেপ্টেম্বর আন্তর্জাতিক সাইন ল্যাঙ্গুয়েজ দিবস পালিত হয়। ২০২৩ সালে এই দিবসের থিম – A World Where Deaf People Everywhere Can Sign Anywhere!

৬. নিচের কোন দেশটি ৫৩বছর পর হংকংকে স্থানচ্যুত করে বিশ্বের মুক্ততম অর্থনীতিতে (world’s freest economy) পরিণত হয়েছে?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) নিউজিল্যান্ড
(C) সুইজারল্যান্ড
(D) সিঙ্গাপুর

উত্তর
(D) সিঙ্গাপুর
কানাডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ফ্রেজার ইনস্টিটিউটের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে সিঙ্গাপুর হংকংকে হারিয়ে বিশ্বের সবচেয়ে মুক্ততম অর্থনীতিতে পরিণত হয়েছে।

৭. ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে একটি সামুদ্রিক টার্ডিগ্রেড (tardigrade) প্রজাতির নামকরণ করা হয়েছে ?

(A) এ.পি.জে. আব্দুল কালাম
(B) কে আর নারায়ণন
(C) সর্বপল্লী রাধাকৃষ্ণন
(D) রাজেন্দ্র প্রসাদ

উত্তর
(A) এ.পি.জে. আব্দুল কালাম
নতুন সামুদ্রিক টার্ডিগ্রেড প্রজাতির নামকরণ করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি A.P.J. আব্দুল কালামের নামে ।

৮. বিহারের নিচের কোন শহরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ( International convention center) নির্মিত হবে?

(A) বাগাহা
(B) দানাপুর
(C) মধুবনী
(D) বোধগয়া

উত্তর
(A) বাগাহা
বাগাহাতে ভিটিআর-এর মধ্যে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরি করা হবে।

৯. ডঃ স্বাতী নায়েক ২০২৩ সালের জন্য মর্যাদাপূর্ণ নরম্যান বোরলাগ ফিল্ড অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা?

(A) ওড়িশা
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) ঝাড়খণ্ড

উত্তর
(A) ওড়িশা

  • ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (ইরি) এর বিজ্ঞানী ড. স্বাতী নায়েক কৃষি ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য নরম্যান বোরলাগ ফিল্ড অ্যাওয়ার্ড জিতেছেন।
  • প্রখ্যাত কৃষি বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী ড. নরম্যান বোরলাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বোরলাগ ফিল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়, বৈজ্ঞানিক কাজে ব্যতিক্রমী অবদানের জন্য ৪০ বছরের কম বয়সী ব্যক্তিদের প্রতি বছর প্রদান করা হয় যা বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এবং ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই করে।

১০. নিচের কোন ভারতীয় নৌ জাহাজ প্রথম ভারত-ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়া ত্রিপক্ষীয় মহড়ায় অংশগ্রহণ করেছে ?

(A) INS তলোয়ার
(B) INS শিবালিক
(C) INS সাতপুরা
(D) INS সহ্যাদ্রি

উত্তর
(D) INS সহ্যাদ্রি
ভারতীয় নৌবাহিনীর দেশীয় তৈরি যুদ্ধজাহাজ INS সহ্যাদ্রি, ইন্দো-প্রশান্ত মহাসাগরে মোতায়েন, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি (RAN) এবং ইন্দোনেশিয়ান নৌবাহিনীর সাথে প্রথম ত্রিপক্ষীয় মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজে অংশগ্রহণ করে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button