Current Topics

নীরজ চোপড়া নিয়ে এলেন টোকিও অলিম্পিকে ভারতের প্রথম সোনা

India got first Gold Medal in Tokyo Olympics

Story Highlights
  • ১. প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্স এর ফিল্ড অ্যান্ড ট্র্যাক ইভেন্টে সোনা জয়।
  • ২. কনিষ্ঠ ভারতীয় হিসেবে অলিম্পিক্স এ পদক জয়।
  • ৩. দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয় ।

নীরজ চোপড়া নিয়ে এলেন টোকিও অলিম্পিকে ভারতের প্রথম সোনা

সোনা জয়ের মধ্যে দিয়ে টোকিও অলিম্পিক্স এর যাত্রা শেষ করলো ভারত।  অবশেষে অলিম্পিকে ভারতের সোনার খরা খাটলো। ১৩ বছর পর অলিম্পিকে ভারতে সোনা এনে দিলেন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

Niraj Chopra wins Gold
Niraj Chopra wins Gold

কুস্তিতে বজরং পুনিয়ার ব্রোঞ্জের পরেই জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে তিনি সোনা জিতলেন। এবারের অলিম্পিক্সে এই প্রথম সোনা পেল ভারত। অলিম্পিক ২০২০ তে এই নিয়ে ভারতের ঝুলিতে  পদক সংখ্যা  হল ৭।

দেখে নাওঅলিম্পিকে ভারত –  অলিম্পিকে ভারতের পদকজয়ীদের তালিকা

এর আগে পর্যন্ত অলিম্পিক্সে মাত্র ৯টি সোনা ছিল ভারতের। এর মধ্যে আটটি ছিল হকিতে। ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে জিতেছিলেন অভিনব বিন্দ্রা। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন নিরাজ ।

আজ ফাইনালে নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দেন। এই থ্রো-ই সোনা এনে দিল। পরের থ্রোগুলিতে দূরত্ব বাড়েনি।

এই ইভেন্টে রুপো পেয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভ্যাডলেখ। তিনি ৮৬.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে রুপো পেয়েছেন।

নিরাজ চোপড়ার কিছু উল্লেখযোগ্য অবদান :

  • ২০১৬ সাল – সাউথ এশিয়ান গেমসে স্বর্ণ জয়
  • ২০১৬ সাল – এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জয়
  • ২০১৬ সাল – ওয়ার্ল্ড আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়
  • ২০১৭ সাল – এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়
  • ২০১৮ সাল – কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়
  • ২০১৮ সাল – এশিয়ান গেমসে স্বর্ণ জয়
  • ২০২১ সাল – টোকিও অলিম্পিকে স্বর্ণ জয়

আরও দেখে নাও : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button