Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 26th October Current Affairs Quiz 2023 – Bengali


১. সম্প্রতি নতুন দিল্লিতে যে হ্যাকাথন চালু হয়েছে তার নাম কী?

(A) Vimarsh
(B) Tara
(C) Sangarsh
(D) Vichaar

উত্তর
(A) Vimarsh
সম্প্রতি নয়াদিল্লিতে 5G প্রযুক্তির উপর জাতীয় হ্যাকাথন “Vimarsh” অনুষ্ঠিত হয়েছে।

২. প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক বামন সচেতনতা দিবস (International Dwarfism Awareness Day) পালিত হয়?

(A) অক্টোবর ২৫
(B) অক্টোবর ২৬
(C) অক্টোবর ২৭
(D) অক্টোবর ২৮

উত্তর
(A) অক্টোবর ২৫
প্রতি বছর ২৫শে অক্টোবর আন্তর্জাতিক বামন সচেতনতা দিবস (International Dwarfism Awareness Day) পালিত হয় ।

৩. ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সের কনসাল জেনারেলের কাছ থেকে নিম্নলিখিত কে পুরস্কার গ্রহণ করতে চলেছে ?

(A) দীপিকা পাড়ুকোন
(B) কিয়ারা আদভানি
(C) রিচা চাড্ডা
(D) প্রিয়ঙ্কা চোপড়া

উত্তর
(C) রিচা চাড্ডা

  • মর্যাদাপূর্ণ ‘শেভালিয়ার ডেস আর্টস এট ডেস লেটারে’ ভূষিত হলেন অভিনেত্রী রিচা চাড্ডা। যা ফরাসি সরকারের দেওয়া সর্বোচ্চ পুরস্কারের মধ্যে একটি।
  • শাহরুখ খান, ঐশ্বর্য রাই এবং গুনীত মঙ্গার -এর মতো ব্যক্তিত্বরাও সিনেমাটিক ল্যান্ডস্কেপে তাঁদের অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি পেয়েছেন।

৪. সাম্প্রতিক জাতীয় গেমসে মহিলাদের সাবার (sabre ) ব্যক্তিগত ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন?

(A) সিএ ভবানী দেবী
(B) এস সোমিয়া
(C) শিক্ষা বলৌরিয়া
(D) জগমিত কৌর

উত্তর
(A) সিএ ভবানী দেবী

  • অলিম্পিয়ান ফেন্সার CA ভাবানি দেবী, তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করছেন।
  •  ফাইনালে কেরালার এস সোমিয়াকে ১৫-৫-এ পরাজিত করে মহিলাদের সাবার ব্যক্তিগত ইভেন্টে তিনি সোনা জিতে নিয়েছেন।

৫. নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি নয়া দিল্লিতে ভারতের প্রথম গৃহ-উত্পাদিত রেফারেন্স ফুয়েল চালু করেছে?

(A) BPCL
(B) ONGC
(C) IOL
(D) HPCL

উত্তর
(C) IOL

  • ইন্ডিয়ান অয়েল দেশের প্রথম রেফারেন্স জ্বালানি চালু করেছে।
  • এটির উদ্বোধন করেছেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ।

৬. সম্প্রতি খবরে আসা ‘আরাত্তু’ উৎসব কোন রাজ্যের বিখ্যাত উৎসব?

(A) কর্ণাটক
(B) বিহার
(C) কেরালা
(D) ওড়িশা

উত্তর
(C) কেরালা

  • সম্প্রতি পালিত হল আরাত্তু উৎসব।
  • তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে ‘আরাত্তু’ উৎসব উদযাপনের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।
  •  ‘আরাত্তু’ উত্সবের স্বতন্ত্রতা হল যে পূর্ববর্তী ত্রাভাঙ্কোর রাজ্যের রাজপরিবারের প্রধান এখনও ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রার সময় দেব-দেবীদের মূর্তি নিয়ে যান। আরাত্তু উৎসব প্রতি বছর দুবার পালিত হয়।

৭. সম্প্রতি কোন সংস্থা ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক ২০২৩’ প্রকাশ করেছে?

(A) IMF
(B) OECD
(C) WEF
(D) World Bank

উত্তর
(B) OECD
সম্প্রতি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (Organisation for Economic Co-operation and Development) দ্বারা প্রকাশিত হয়েছে দ্য ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক ২০২৩ রিপোর্ট।
এটি প্রকাশ করেছে যে ভারতীয়রা, যারা OECD দেশগুলিতে অভিবাসনের ক্ষেত্রে বিশিষ্ট, তারা বিদেশী নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রেও তালিকার শীর্ষে রয়েছে৷

৮. ২০২৩-২৪ অর্থবছরে এপ্রিল-সেপ্টেম্বর সময়ে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার কোন দেশ?

(A) চীন
(B) ইসরাইল
(C) USA
(D) UAE

উত্তর
(C) USA
চলতি অর্থবছরের এপ্রিল-সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।
২০২২-২৩ সালে আমেরিকা ছিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।

৯. কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক চালু করা তুলার ব্র্যান্ড নাম কি?

(A) কস্তুরী কটন ইন্ডিয়া
(B) ক্রিয়া কটন ইন্ডিয়া
(C) টেক্সো কটন ভারত
(D) নমো কটন ইন্ডিয়া

উত্তর
(A) কস্তুরী কটন ইন্ডিয়া
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি “কস্তুরী কটন ইন্ডিয়া”-এর ওয়েবসাইট প্রকাশ করেছেন। নতুন চালু হওয়া ওয়েবসাইটটি কস্তুরী কটন ইন্ডিয়া উদ্যোগ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য এবং আপডেটগুলি অফার করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে ।

১০. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি ‘মিশন মহিলা সারথি’ উদ্বোধন করেছে?

(A) বিহার
(B) কর্ণাটক
(C) উত্তর প্রদেশ
(D) কেরালা

উত্তর
(C) উত্তর প্রদেশ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি অযোধ্যায় “মিশন মহিলা সারথি” উদ্বোধন করেছেন।
এই প্রকল্পের অধীনে, রাজ্য পরিবহন নিগমের ৫১টি বাস মহিলা চালক এবং কন্ডাক্টর দ্বারা পরিচালিত হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button