QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৬

Bangla Quiz - Set 16

প্রিয় পাঠকরা তোমাদের জন্য দেওয়া রইল বাংলা কুইজ এর প্রশ্নোত্তরের সেট।

১. কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়?
[spoiler title=”উত্তর : “]১৯৩০[/spoiler]


২. মহাবীর কার কাছে সন্যাস ধর্ম গ্রহণ করেন?
[spoiler title=”উত্তর : “]গোসাল[/spoiler]


৩. ধাতুর যে পাতলা ত্বক মিষ্টি সাজাতে সাধারণত ব্যবহৃত হয় সেটি হলো?
[spoiler title=”উত্তর : “]রুপা[/spoiler]


৪. কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো
[spoiler title=”উত্তর : “]সোডিয়াম [/spoiler]


৫. দুখু মিঞা নামে আমরা কোন কবি কে চিনি?
[spoiler title=”উত্তর : “]কবি কাজী নজরুল ইসলাম [/spoiler]


৬. পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরো নাম কি?
[spoiler title=”উত্তর : “]জ্যোতিরিন্দ্র বসু [/spoiler]


৭. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
[spoiler title=”উত্তর : “]ভিটামিন বি-১২[/spoiler]


৮. মুর্শিদাবাদের হাজার দুয়ারী নির্মান করেন কে?
[spoiler title=”উত্তর : “]নবাব নাজিম হুমায়ুন জাহ[/spoiler]


৯. তানপুরা বাদ্য যন্ত্রে কটি তার থাকে?
[spoiler title=”উত্তর : “]৪ ( 4 ) টি [/spoiler]


১০. মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালক কে?
[spoiler title=”উত্তর : “]মেহেবুব খান [/spoiler]


 

আরো দেখে নাও :  বাংলা কুইজ – সেট ১৫ 

   বাংলা কুইজ – সেট ১৪   

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button