Current Topics
দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ – পুরস্কার বিজয়ীদের তালিকা
Dadasaheb Phalke Award 2023

দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩
ঘোষণা করা হয়েছে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর পুরস্কার বিজয়ীদের তালিকা । দেখে নেওয়া যাক এবারের এই ফিল্ম ফেস্টিভ্যালে কে কোন পুরস্কার জিতে নিয়েছেন ।
| নং | বিভাগ | বিজেতা |
|---|---|---|
| ১ | সেরা চলচিত্র | দ্য কাশ্মীর ফাইলস |
| ২ | বছরের সেরা ছবি | আরআরআর |
| ৩ | সেরা অভিনেতা | রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা) |
| ৪ | সেরা অভিনেত্রী | আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি) |
| ৫ | সমালোচকদের চোখে সেরা অভিনেতা | বরুণ ধাওয়ান (ভেড়িয়া) |
| ৬ | সমালোচকদের চোখে সেরা অভিনেত্রী | বিদ্যা বালন |
| ৭ | শ্রেষ্ঠ পরিচালক | আর বাল্কি (চুপ) |
| ৮ | সেরা চিত্রগ্রাহক | পিএস বিনোদ (বিক্রম বেদা) |
| ৯ | মোস্ট প্রমিসিং অ্যাক্টর | ঋষভ শেট্টি (কান্তারা) |
| ১০ | পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা | মনীশ পল (জুগ জুগ জিও) |
| ১১ | সেরা নেপথ্য় গায়ক | সচেত ট্যান্ডন (মায়া মনু) |
| ১২ | সেরা নেপথ্য় গায়িকা | নীতি মোহন (মেরি জান) |
| ১৩ | সেরা ওয়েব সিরিজ | রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস |
| ১৪ | মোস্ট ভার্সেটাইল অ্যাকটর | অনুপম খের |
| ১৫ | বছরের সেরা টেলিভিশন সিরিজ | অনুপমা |
| ১৬ | টিভি সিরিজের সেরা অভিনেত্রী | জৈন ইমাম (ইশক মে মারজাওয়ান) |
| ১৭ | টিভি সিরিজের সেরা অভিনেত্রী | তেজস্বী প্রকাশ (নাগিন) |
এরকম আরও কিছু পোস্ট :
- দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২
- দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২১ । | Dadasaheb Phalke Award 2021
To check our latest Posts - Click Here








