Googly Quiz – Set 3 । দাদাগিরি গুগলি । গুগলি প্রশ্ন ও উত্তর
দাদাগিরি নিশ্চয় তোমার সবাই দেখো বা দেখেছো । এই টিভি সিরিয়ালটির একটি মজাদার এবং আকর্ষণীয় রাউন্ড হলো গুগলি রাউন্ড। আমাদের কুইজ প্রেমী বন্ধুরা অনেকদিন থেকেই আমাদের বলছিলো কিছু দাদাগিরি গুগলি প্রশ্ন ছাড়তে। আজকে দেওয়া রইলো গুগলির তৃতীয় সেটটি। এই গুগলি ধাঁধা / গুগলি প্রশ্ন ও উত্তর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ো। ভালো লাগলে আমরা চেষ্টা করবো আরো অনেক গুগলি সেট দেওয়ার।
২.কোন ফল নিজে ফল আবার অন্য ফলের সাথে বসলেও একটা ফল ?
উত্তর :
নারকেল কুল।
৩.দুপুর ১২ টা’য় সব কিছুর ছায়া ছোট থাকে,কিন্তু কীসের ছায়া সব থেকে বড়ো হয়?
উত্তর :
মেঘ।
৪.আমরা জানি ১০ কখনো ২ এর সমান হয় না, কিন্তু কখন ২=১০ হয়?
উত্তর :
ঘড়ির কাঁটায়। [যখন মিনিটের কাটা ২ এর ঘরে থাকে ]
৫.সবুজ কিন্তু সবুজ রঙের বলিনা কী?
উত্তর :
কাচা কমলালেবু।
আরো দেখে নাও : Googly Quiz Set 1 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর
৬.ভারতবর্ষের P.M. কখন প্রেসিডেন্ট হতে পারেন?
উত্তর :
প্রণব মুখার্জি [Pranab Mukharjee =P .M .]
৭.A দিয়ে শুরু K দিয়ে শেষ,মাঝে 7 আছে কী
উত্তর :
তাসের পাতা। [A =Ace ,K =King ]
৮.1 3 5
2 4 ?
এখানে যদি 6 না বসে তাহলে কী বসবে?
উত্তর :
R [গাড়ির গিয়ার্]
৯.টেবিলের উপর খাবার রেখে খাওয়া হয়, কিন্তু কখন টেবিল খাওয়া হয়?
উত্তর :
Vegetable
১০.মহারাষ্ট্রের নামে ব্যাঙ্ক আছে,পাঞ্জাবের নামে ব্যাঙ্ক আছে ,পশ্চিমবঙ্গের কোন জেলার নামে ব্যাঙ্ক রয়েছে?
উত্তর :
বাঁকুড়া। [Bank-ura ]
আরো দেখে নাও : Googly Quiz Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর
To check our latest Posts - Click Here