Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ Special ASEAN-India Foreign Ministers’ Meeting (SAIFMM) হোস্ট করতে চলেছে?

(A) থাইল্যান্ড
(B) ভারত
(C) ভিয়েতনাম
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(B) ভারত

  • ভারত ১৬-১৭ই জুন ২০২২ পর্যন্ত Special ASEAN-India Foreign Ministers’ Meeting (SAIFMM) আয়োজন করবে।
  • এটি নয়াদিল্লিতে ভারতের দ্বারা আয়োজিত ASEAN এর প্রথম বৈঠক হবে।
  • বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ASEAN এর মন্ত্রীরা উপস্থিত থাকবেন।
  • ASEAN দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির অ্যাসোসিয়েশন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি সদস্য রাষ্ট্রের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ইউনিয়ন, যা আন্তঃসরকারি সহযোগিতার প্রচার করে এবং অর্থনৈতিক সুবিধা দেয়।

২. কোন শহরে, জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ সম্প্রতি ‘সুফি উৎসব’-এর আয়োজন করেছে?

(A) শ্রীনগর
(B) পুঞ্চ
(C) রাজোরি
(D) জম্মু

উত্তর :
(A) শ্রীনগর

  • জম্মু ও কাশ্মীর পর্যটন বিভাগ ৯ই জুন ২০২২ এ শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (SKICC) সুফি উৎসবের আয়োজন করেছে।
  • কাশ্মীর উপত্যকায় সুফি ও ঋষিদের শিক্ষাকে তুলে ধরা এবং প্রচার করার লক্ষ্যে এই উৎসব পালিত হয়েছে।

৩. নিম্নোক্তদের মধ্যে কাকে সম্প্রতি ‘প্রসার ভারতী’-র CEO হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) রমেশ কুমার
(B) মায়াঙ্ক আগরওয়াল
(C) অঞ্জলি সিং
(D) সতীশ গুপ্ত

উত্তর :
(B) মায়াঙ্ক আগরওয়াল

  • দূরদর্শনের ডিরেক্টর জেনারেল মায়াঙ্ক কুমার আগরওয়ালকে, ৯ই জুন ২০২২-এ প্রসার ভারতীর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি শশী শেখর ভেম্পতির স্থলাভিষিক্ত হলেন।
  • প্রসার ভারতী ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

৪. কোন IIT সম্প্রতি HomoSEP নামে একটি রোবট তৈরি করেছে – যা ভারতে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং দূর করতে পারে?

(A) IIT মাদ্রাজ
(B) IIT কানপুর
(C) IIT দিল্লি
(D) IIT গুয়াহাটি

উত্তর :
(A) IIT মাদ্রাজ

  • রোবটটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে পারে।
  • এই রোবটটিকে গত কয়েক বছর ধরে IIT মাদ্রাজের অধ্যাপক প্রভু রাজাগোপালের নেতৃত্বে একটি বিজ্ঞানীদের দল তৈরি করেছে।
  • HomoSEP-এর মোট দশটি ইউনিট তামিলনাড়ু জুড়ে মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে।

৫. UNCTAD দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে সরাসরি বিদেশী বিনিয়োগ (FDI) পাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান কত?

(A) ৬তম
(B) ৯তম
(C) ১১তম
(D) ৭তম

উত্তর :
(D) ৭তম

  • ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (UNCTAD) দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে ২০২১ সালে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ পাওয়ার পরিপ্রেক্ষিতে ভারত ৭ তম স্থানে রয়েছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র এই তালিকায় শীর্ষে রয়েছে, চীন এবং হংকং যথাক্রমে ২য় এবং ৩য় অবস্থানে রয়েছে।

৬. কোন ইনস্টিটিউট সম্প্রতি স্পোর্টস মার্কেটিং এর উপর ভারতের প্রথম বই প্রকাশ করেছে?

(A) গ্লোবাল ইনস্টিটিউট অফ স্পোর্টস বিজনেস
(B) জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয়, মনিপুর
(C) ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট
(D) সিমবায়োসিস স্কুল অফ স্পোর্টস সায়েন্স

উত্তর :
(C) ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট

  • ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্ট (IISM) স্পোর্টস মার্কেটিং এর উপর ভারতের প্রথম বই প্রকাশিত হয়েছে।
  • বইটি স্পোর্টস মার্কেটার ভিনিত কার্নিক লিখেছেন।
  • ‘Business of Sports: The Winning Formula for Success’ নামের এই বইটি ৬ই জুন ২০২২-এ মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়ারি লঞ্চ করেছিলেন।

৭. ফোর্বসের “Real-Time Billionaires List” অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ আম্বানির স্থান কত?

(A) ষষ্ঠ
(B) পঞ্চম
(C) অষ্টম
(D) সপ্তম

উত্তর :
(A) ষষ্ঠ

  • এই তালিকায় গৌতম আদানি সপ্তম স্থানে রয়েছে।
  • ফোর্বসের “রিয়েল-টাইম বিলিয়নেয়ার লিস্ট” অনুসারে মুকেশ আম্বানির মোট মূলধন ১০৩.১ বিলিয়ন ডলার।
  • মুকেশ আম্বানি এবং গৌতম আদানি ভারতের পাশাপাশি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি।
  • Bloomberg Billionaires Index অনুযায়ী মুকেশ আম্বানির অবস্থান সারা বিশ্বে অষ্টম এবং গৌতম আদানির অবস্থান নবম।

৮. প্রথম ভারতীয় হিসাবে শ্রেয়াস জি হোসুর বিশ্বের সবচেয়ে কঠিন ট্রায়াথলন “আয়রনম্যান ট্রায়াথলন”-এর ফিনিশ লাইন অতিক্রম করেছেন। ইভেন্টটি কোথায় অনুষ্ঠিত হয়েছে?

(A) আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
(B) সেন্ট-ডেনিস ফ্রান্স
(C) হামবুর্গ, জার্মানি
(D) গ্লাসগো, স্কটল্যান্ড

উত্তর :
(C) হামবুর্গ, জার্মানি

  • দক্ষিণ পশ্চিম রেলওয়ের ৩৪ বছর বয়সী ডেপুটি ফাইন্যান্সিয়াল এডভাইসর এই ইভেন্টটি সম্পন্নকারী প্রথম ভারতীয় হয়ে উঠেছেন।
  • এক-দিনের এই স্পোর্ট ইভেন্টের মধ্যে রয়েছে ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটারের দৌড়।

৯. চার মাসের মেয়াদে শ্রীলঙ্কাকে মানবিক সহায়তা হিসাবে জাতিসংঘ কত অর্থ প্রদান করবে?

(A) ৬৮ মিলিয়ন ডলার
(B) ৭৮ মিলিয়ন ডলার
(C) ৫৮ মিলিয়ন ডলার
(D) ৪৮ মিলিয়ন ডলার

উত্তর :
(D) ৪৮ মিলিয়ন ডলার

  • ভারত সরকার খাদ্য, জ্বালানি, রান্নার গ্যাস এবং ওষুধ সহ অত্যাবশ্যকীয় জিনিস সরবরাহের জন্য জানুয়ারী ২০২২ সাল থেকে ৩ বিলিয়ন ডলার মূল্যের আর্থিক সহায়তা দিয়েছে।
  • শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণ ৫১ বিলিয়ন ডলার।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button