Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই জুলাই  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও :  4th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. আসামের ডিব্রুগড়ের বগিবিলে অভ্যন্তরীণ জলপথ পরিবহন (Inland Waterways Transport) টার্মিনালের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করলেন ?

(A) নরেন্দ্র মোদি
(B) রঞ্জিত কুমার দাস
(C) সর্বানন্দ সোনোয়াল
(D) রামেশ্বর তেলি

উত্তর
(C) সর্বানন্দ সোনোয়াল
বন্দর, নৌপরিবহন ও জলপথ এবং আয়ুশের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের ডিব্রুগড়ে ব্রহ্মপুত্র নদীর তীরে (জাতীয় জলপথ ২) ডিব্রুগড়ের বগিবিলে তৈরি করা অভ্যন্তরীণ জলপথ পরিবহন (IWT) টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। .

২. SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করেছিল?

(A) পাকিস্তান
(B) নেপাল
(C) বাংলাদেশ
(D) কুয়েত

উত্তর
(D) কুয়েত
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (SAFF) চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেনাল্টি শুটআউটে কুয়েতকে ৫-৪ গোলে হারিয়েছে ভারত।

৩. সম্প্রতি ক্রিকেটের সিনিয়র পুরুষ বাছাই কমিটি (senior men’s selection committee ) – র চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অজিত আগরকার
(B) বীরেন্দ্র শেবাগ
(C) সৌরভ গাঙ্গুলী
(D) শচীন টেন্ডুলকার

উত্তর
(A) অজিত আগরকার

  • বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট (BCCI) অজিত আগরকারকে সিনিয়র পুরুষদের নির্বাচন কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেছে।
  • সুলক্ষণ নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC) এই সিদ্ধান্ত নিয়েছে।

৪. সম্প্রতি ASICS-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে স্বাক্ষর করা হয়েছে?

(A) আলিয়া ভাট
(B) প্রিয়ঙ্কা চোপড়া
(C) দীপিকা পাড়ুকোন
(D) শ্রদ্ধা কাপুর

উত্তর
(D) শ্রদ্ধা কাপুর
Asics India Private Limited, একটি স্পোর্টস গিয়ার কোম্পানি যেটি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে৷

৫. জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান হিসেবে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন?

(A) লিউ হে
(B) কু ডংইউ
(C) লি কেকিয়াং
(D) শি জিনপিং

উত্তর
(B) কু ডংইউ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডংইউ সম্প্রতি এই সংস্থার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।

৬. সম্প্রতি কুইক হিল টেকনোলজিস ( Quick Heal Technologies ) এর CEO হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

(A) বিশাল সালভী
(B) সঞ্জয় কাটকার
(C) রাজেশ ঘোনাসগী
(D) কৈলাশ কাটকর

উত্তর
(A) বিশাল সালভী
গ্লোবাল সাইবার সিকিউরিটি সমাধান প্রদানকারী কুইক হিল টেকনোলজিস লিমিটেড এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে বিশাল সালভিকে নিয়োগ করা হয়েছে।

৭. কোন সংস্থা সার স্প্রে করার জন্য ২৫০০টি কৃষি ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে?

(A) NABARD
(B) KVK
(C) ICAR
(D) IFFCO

উত্তর
(D) IFFCO

  • IFFCO – Indian Farmers Fertiliser Cooperative
  • সারা দেশে ন্যানো সারের ব্যবহারকে উন্নীত করার জন্য, IFFCO ২,৫০০টি কৃষি-ড্রোন ক্রয় করবে এবং ৫,০০০ গ্রামীণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে তার জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে।

৮. ২০২২-২৩ সালের জন্য AIFF পুরুষদের বর্ষসেরা ফুটবলার হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) লালিয়ানজুয়ালা ছাংতে
(B) সুনীল ছেত্রী
(C) নন্দকুমার সেকার
(D) নওরেম মহেশ সিং

উত্তর
(A) লালিয়ানজুয়ালা ছাংতে

  • ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হিসেবে বেছে নিয়েছেন লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte) কে।
  • সেই সঙ্গে সেরা উঠতি ফুটবলারের পুরস্কার পেলেন তরুণ তারকা আকাশ মিশ্র (Akash Mishra) ।
  • এবারের পুরস্কার জেতার লড়াইয়ে প্রথম থেকেই সুনীল ছেত্রীর (Sunil Chhetri) নাম ছিল না। অনেকের মতে, আগামী প্রজন্মের কথা ভেবেই বর্ষসেরার দৌড়ে রাখা হয়নি সুনীলের নাম।

৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদ AI-এর বিপদ নিয়ে প্রথমবারের মতো বৈঠক করবে। কোন দেশ এটি আয়োজন করতে চলেছে ?

(A) ভারত
(B) অস্ট্রেলিয়া
(C) ব্রিটেন
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর
(C) ব্রিটেন
ব্রিটেনে ১৮ই জুলাই এই বৈঠক অনুষ্ঠিত হবে ।

১০. নিচের কোন ব্যক্তি ৭৬তম সিনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১,৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড ভাঙলেন?

(A) কুশাগ্র রাওয়াত
(B) শশাঙ্ক শিন্দে
(C) আরিয়ান নেহরা
(D) তাসনিম মীর

উত্তর
(C) আরিয়ান নেহরা
গুজরাটের আরিয়ান নেহরা ৭৬তম সিনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১,৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড-স্ক্রিপ্টিং সাঁতারে রেকর্ড করেছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button