Mixed MCQ

RRB Group D General Awareness Practice Set – 3 । 40 GK MCQ

RRB Group D General Awareness Practice Set

RRB Group D General Awareness Practice Set

প্রিয় ছাত্রেরা, আজকে তোমাদের  জন্য নিয়ে এসেছি একটি RRB Group D General Awareness Practice Set । ৪০ টি MCQ প্রশ্নের সেট। প্রশ্নগুলি বিগত বছরের RRB পরীক্ষাগুলির প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী সেট করা হয়েছে। ( যদিও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই সেট এ কোনো প্রশ্ন দেওয়া হয়নি )

আমাদের RRB Group D General Awareness Practice Set তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও । ভালো লাগলে আমরা এরকম আরো সেট তৈরী করে তোমাদের জন্য পোস্ট করবো ।

RRB Group D General Awareness Practice Set MCQ Questions

১. বিশ্বে কোন দেশ সবথেকে বেশি পরিমানে ইউরেনিয়াম উৎপন্ন করে ?

(A) কানাডা
(B) আমেরিকা
(C) ভারত
(D) কাজাখস্তান 

উত্তর :
(D) কাজাখস্তান 

২. ব্লিচিং পাউডার কোন ধাতুর যৌগ ?

(A) ক্যালসিয়াম
(B) সোডিয়াম
(C) ম্যাগনেসিয়াম
(D) সালফার

উত্তর :
(A) ক্যালসিয়াম

ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হলো – Ca(OCl)Cl


৩. মানব শরীরের বেশীর ভাগ ওজন – 

(A) হাঁড়ের জন্য
(B) জলের জন্য
(C) ত্বকের জন্য
(D) অক্সিজেনের জন্য

উত্তর :
(B) জলের জন্য

৪. রাজস্থানের পুস্কর হ্রদের নিকটে অবস্থিত মন্দিরটি কোন দেবতাকে উৎসর্গিত ?

(A) গনেশ
(B) বিষ্ণু
(C) মহেশ্বর
(D) ব্রহ্মা 

উত্তর :
(D) ব্রহ্মা

মন্দিরটি হল – জগৎপিতা ব্রহ্মা মন্দির ।


৫. ক্রিপস মিশন যখন ভারতে এসেছিলো তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ?

(A) লর্ড আরউইন
(B) লর্ড উইলিংডন
(C) লর্ড লিনলিথগো
(D) লর্ড ওয়াভেল 

উত্তর :
(C) লর্ড লিনলিথগো

ক্রিসপ মিশন ভারতে এসেছিলো ১৯৪২ খ্রিস্টাব্দে এবং তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো


৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO)-এর নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হল – 

(A) 0.01 mg/litre
(B) 0.1 mg/litre
(C) 0.001 mg/litre
(D) 1 mg/litre 

উত্তর :
(A) 0.01 mg/litre 

৭. কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন ?

(A) ৫৮ বছর
(B) ৬২ বছর
(C) ৬৫ বছর
(D) ৭০ বছর 

উত্তর :
(B) ৬২ বছর 

৮. নীচের কোন নদীটি  বাম দিক থেকে গঙ্গা নদীতে যোগদান করে না ?

(A) গোমতী
(B) ঘর্ঘরা
(C) কোশী
(D) শোন্

উত্তর :
(D) শোন্

৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় ?

(A) মহাত্মা গান্ধী
(B) এলান অক্টাভিয়ান হিউম
(C) বাল গঙ্গাধর তিলক
(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী 

উত্তর :
(B) এলান অক্টাভিয়ান হিউম

১৮৮৫ খ্রিস্টাব্দের ২৮সে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন এলান অক্টাভিয়ান হিউম ।


১০. কবাডি খেলায় প্রতিটি দলে কজন করে খেলোয়াড় থাকে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(B)

১১. এস বালাচন্দ্র কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত ? 

(A) সেতার
(B) সন্তুর
(C) বীনা
(D) সারঙ্গী 

উত্তর :
(C) বীনা

এস বালাচন্দ্র ১৯৮২ খ্রিস্টাব্দে পদ্ম ভূষণ পুরস্কার পান ।


১২. “রাইডার কাপ” কোন খেলার সাথে যুক্ত ?

(A) ফুটবল
(B) গল্ফ
(C) ব্যাডমিনটন
(D) ক্রিকেট

উত্তর :
(B) গল্ফ

১৩. অস্ট্রেলিয়ার রাজধানী হল – 

(A) সিডনি
(B) নাসাউ
(C) ব্রিজটাউন
(D) ক্যানবেরা 

উত্তর :
(D) ক্যানবেরা 

১৪. নিম্নলিখিত কোন পদার্থটি জলের সাথে মেশালে তাপ উৎপন্ন করবে ?

(A) পটাসিয়াম নাইট্রেট
(B) সোডিয়াম ক্লোরাইড
(C) গ্লুকোজ
(D) ক্যালসিয়াম অক্সাইড 

উত্তর :
(D) ক্যালসিয়াম অক্সাইড 

১৫. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল 

(A) কেরল
(B) বিহার
(C) পশ্চিমবঙ্গ
(D) উত্তরপ্রদেশ 

উত্তর :
(B) বিহার 

১৬. “Anosmia” হল – 

(A) স্বাদের অনুভূতি হারানো
(B) গন্ধের  অনুভূতি হারানো
(C) স্পর্শের অনুভূতি হারানো
(D) তাপের অনুভূতি হারানো

উত্তর :
(B) গন্ধের  অনুভূতি হারানো

১৭. ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠনের দাবিগুলি অধ্যয়ন করার জন্য, ১৯৪৮ সালে ভারত সরকার (GoI ) একটি কমিটি গঠন করেছিল। কমিটির নেতৃত্বে ছিলেন

(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) জওহরলাল নেহরু
(C) পট্টভি সীতারামাইয়া
(D) এস.কে. ধর

উত্তর :
(D) এস.কে. ধর

১৮. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

(A) ১৭৭৬
(B) ১৫৭৬
(C) ১৫৬১
(D) ১৫২৬

উত্তর :
(B) ১৫৭৬

১৯. জাহাজ জলে ভেসে থাকে নীচের কোন নীতির উপর ভিত্তি করে ?

(A) বার্নোলির নীতি
(B) আর্কিমিডিস নীতি
(C) নিউটনের দ্বিতীয়  গতিসূত্র
(D) শক্তি সংরক্ষণ আইন

উত্তর :
(B) আর্কিমিডিস নীতি

একটি জাহাজ / নৌকা আর্কিমিডিস নীতিমালার ভিত্তিতে ভেসে থাকে ।


২০. হাইড্রোজেনের নীচের কোন আইসোটোপটি তেজস্ক্রিয় ?

(A) প্রোটিয়াম
(B) ডউটিরিয়ামে
(C) ট্রিটিয়াম
(D) সবগুলো

উত্তর :
(C) ট্রিটিয়াম

হাইড্রোজেনের তিনটি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় –

প্রোটিয়ামের কোনও নিউট্রন নেই।

ডউটিরিয়ামে 1 টি নিউট্রন রয়েছে।

ট্রিটিয়ামে 2 টি নিউট্রন রয়েছে।


২১. নিচের কোনটি মানব দেহের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে ?

(A) লোহিত রক্তকণিকা
(B) স্নায়ু
(C) প্লাজমা
(D) শ্বেত রক্ত ​​কণিকা

উত্তর :
(A) লোহিত রক্তকণিকা

হিমোগ্লোবিন হ’ল অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকার ভিতরে থাকা প্রোটিন। লোহিত রক্তকণিকা শরীর থেকে কার্বন ডাই অক্সাইডকেও  সরাতে সাহায্য করে ।


২২. সমুদ্র জলতলের সাপেক্ষে ভূমির সম উচ্চতার সাধারণতল গঠনের প্রক্রিয়াকে বলে 

(A) অবরোহন
(B) আরোহন
(C) জৈবিক আবহবিকার
(D) পর্যায়ন 

উত্তর :
(D) পর্যায়ন 

২৩. নিচের যৌগগুলির মধ্যে কোনটি ব্যাথা-বেদনার উপশমকারী মলম হিসেবে ব্যবহৃত হয় ?

(A) বেঞ্জয়িক অ্যাসিড
(B) মিথাইল স্যালিসাইলেট্
(C) বেঞ্জিন
(D) ফেনল 

উত্তর :
(B) মিথাইল স্যালিসাইলেট্ 

২৪. ব্রিটিশ শাসনের সময় কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করার ঘোষণা পঞ্চম কিং জর্জ কবে করেছিলেন ?

(A) ১৯১০ খ্রিস্টাব্দে
(B) ১৯১১ খ্রিস্টাব্দে
(C) ১৯১২ খ্রিস্টাব্দে
(D) ১৯১৫ খ্রিস্টাব্দে 

উত্তর :
(B) ১৯১১ খ্রিস্টাব্দে 

২৫. কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

(A) ছত্তিশগড়
(B) মধ্যপ্রদেশ
(C) আসাম
(D) রাজস্থান

উত্তর :
(A) ছত্তিশগড়

২৬. স্প্যালেরাইট (Sphalerite ) কোন মৌলের আকরিক ?

(A) পারদ
(B) তামা
(C) সীসা
(D) দস্তা

উত্তর :
(D) দস্তা

স্প্যালেরাইট হলো জিঙ্কের প্রধান আকরিক ।


২৭. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বংশগত রোগ নয় ? 

(A) থ্যালাসেমিয়া
(B) বর্ণান্ধতা
(C) হিমোফিলিয়া
(D) লিউকেমিয়া 

উত্তর :
(D) লিউকেমিয়া

থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া বংশগত রোগ । লিউকেমিয়া এক ধরণের ক্যান্সার যা রক্ত ​​এবং অস্থি মজ্জাকে প্রভাবিত করে।


২৮. স্পাইনাল কর্ড ও ব্রেন-এর ঝিল্লির ফুলে যাওয়ার রোগটি হলো 

(A) লিউকোমিয়া
(B) প্যারালাইসিস
(C) স্ক্লেরোসিস
(D) মেনিনজাইটিস 

উত্তর :
(D) মেনিনজাইটিস 

২৯. “গোত্র” শব্দটি প্রথম পাওয়া যায় কোন বেদে ?

(A) ঋগবেদ
(B) সামবেদ
(C) যজুরবেদ
(D) অথর্ববেদ

উত্তর :
(A) ঋগবেদ

৩০. কারনোটাইট কার একটি গুরুত্বপূর্ণ আকরিক ?

(A) বেরিলিয়াম
(B) ক্রোমিয়াম
(C) ইউরেনিয়াম
(D) কপার

উত্তর :
(C) ইউরেনিয়াম

৩১. ভারতের উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে 

(A) SOI
(B) NATMO
(C) ISRO
(D) DRDO

উত্তর :
(C) ISRO

৩২. [PSC Misc Preli 10] কপার ১:১ নাইট্রিক এসিডকে বিজারিত করে যে যৌগে  – 

(A) NO
(B) NO2
(C) N2O4
(D) N2O5

উত্তর :
(A) NO

৩৩. নীচের কোন আর্টিকেলে “আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রচার” সম্পর্কে বলা হয়েছে ?

(A) আর্টিকেল ৪৮A
(B) আর্টিকেল ৪৯
(C) আর্টিকেল ৫০
(D) আর্টিকেল ৫১

উত্তর :
(D) আর্টিকেল ৫১

৩৪. ভারতের কোন রাজ্য “The Land of Dawnlit Mountains” নামে পরিচিত ?

(A) অন্ধ্র প্রদেশ
(B) অরুণাচল প্রদেশ
(C) রাজস্থান
(D) জম্মু ও কাশ্মীর 

উত্তর :
(B) অরুণাচল প্রদেশ 

৩৫. কালীঘাটের কালীমন্দির কে প্রতিষ্ঠা করেন ?

(A) রানী রাসমণি
(B) সন্তোষ রায়
(C) রামকৃষ্ণ পরমহংস
(D) বামাখ্যাপা 

উত্তর :
(B) সন্তোষ রায়

৩৬. মানুষের ব্রেনের ওজন প্রায় 

(A) ১.৬৪ kg
(B) ১.৩৬ kg
(C) ১.৪৬ kg
(D) ১.৬৩ kg 

উত্তর :
(C) ১.৪৬ kg 

৩৭. কোসোভোর রাজধানী কোনটি ?

(A) আদ্দিস আবাবা
(B) সোফিয়া
(C) প্রিস্টিনা
(D) কায়রো 

উত্তর :
(C) প্রিস্টিনা 

৩৮. নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চ স্তরের প্রোটোকল আড্রেসগুলিকে ফিজিকাল নেটওয়ার্ক আড্রেসগুলিতে রূপান্তর করার জন্য দায়ী?

(A) অ্যাড্রেস রেসোলিউশান প্রটোকল (ARP)
(B) বুটস্ট্র্যাপ প্রটোকল (BOOTP)
(C) রিভার্স অ্যাড্রেস রেসোলিউশান প্রটোকল (RARP)
(D) ইন্টারনেট কনট্রোল মেসেজ প্রটোকল (ICMP)

উত্তর :
(A) অ্যাড্রেস রেসোলিউশান প্রটোকল (ARP)

৩৯. মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল ?

(A) হিন্দি
(B) উর্দু
(C) আরবি
(D) ফারসি

উত্তর :
(D) ফারসি

মুঘল আমলে ফারসি প্রধান এবং সরকারি ভাষা হলেও পরবর্তী সময়ে উর্দু অভিজাত শ্রেণীর ভাষা হয়ে উঠে


৪০. গাজর কোন ভিটামিনের একটি উৎকৃষ্ট উৎস ?

(A) ভিটামিন A
(B) ভিটামিন B
(C) ভিটামিন C
(D) ভিটামিন D 

উত্তর :
(A) ভিটামিন A 

[ আরো দেখে নাওভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না 

[ আরো দেখে নাওপ্রশ্নোত্তরে ভারতীয় রেল 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button