
বাংলা কুইজ – সেট ১৪৭- খেলাধুলা
১. ২০১৯ সালে অনুষ্ঠিত মহিলাদের আইপিএলে জয় লাভ করে IPL Supernova. এই দলের ক্যাপ্টেন কে ছিলেন?
উত্তর
২. শচিন টেন্ডুলকার তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের ১০০ তম তথা শেষ শত রান কোন দেশের বিরুদ্ধে করেছিলেন?
উত্তর
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৩৭ – খেলাধুলা | Sports Quiz ]
৩. ২০১৮ সালে পুরুষদের ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ান হয় ফ্রান্স। ফাইনালে ম্যান অফ্ দা ম্যাচ হয়েছিলেন কোন প্লেয়ার?
উত্তর
৪. Westchester Cup কোন খেলার সাথে যুক্ত?
উত্তর
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৪৫ – ক্রিকেট বিশ্বকাপ কুইজ ]
৫. কোন দল সর্বাধিক বার ইংলিশ প্রিময়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তর
৬. ভারতের জাতীয় ফুটবলদলের (পুরুষদের) কোচ হলেন – ইগোর ষ্টিম্যাক। তিনি কোন দেশের প্রাক্তন ফুটবলার?
উত্তর
[ আরো দেখে নাও – বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস ]
৭. পুরুষদের শেষ আইসিসি টি-২০ বিশ্বকাপ হয়েছিল ২০১৬ সালে। কোন দল এই বিশ্বকাপে চ্যাম্পিয়েন হয়?
উত্তর
৮. ইন্দোনেশিয়ার জাতীয় খেলা কী?
উত্তর
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৪৩ – সৌরভ গাঙ্গুলি স্পেশাল ]
৯. উইজডেনের বিচারে একবিংশ শতাব্দীর ভারতের সবচেয়ে ভ্যালুয়েবেল টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন কোন খেলোয়াড়?
উত্তর
১০. কেবলমাত্র ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। স্বর্ণ পদক লাভ করে ইংল্যান্ড,কাদের কে হারিয়ে তারা এই পদক লাভ করে?
উত্তর
[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১২১ – শচীন টেন্ডুলকার স্পেশাল ]