Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৬৯ – রসায়ন । অ্যাসিড

Chemistry MCQ Set – 69

বিজ্ঞান MCQ – সেট ৬৯ – রসায়ন । অ্যাসিড

বন্ধুরা দেওয়া রইলো অ্যাসিড সম্পর্কিত ১০টি প্রশ্ন ও উত্তর

১. পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে লঘু HCl সাধারনত ব্যবহৃত হয় না , কারন –

(A) HCl জারক দ্রব্য
(B) HCl বিজারক দ্রব্য
(C) HCl খুব ধীরে বিক্রিয়া করে
(D) HCl উদ্বায়ী 

উত্তর :
(D) HCl উদ্বায়ী 

২. ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় –

(A) অ্যামোনিয়া
(B) নাইট্রিক অ্যাসিড
(C) হাইড্রোজেন সালফাইড
(D) ইউরিয়া

উত্তর :
(D) ইউরিয়া

৩. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় N2 ও  H2 গ্যাসকে যে আয়তন অনুপাতে মেশানো হয়, তা হল –

(A) 2:3
(B) 3:1
(C) 1:3
(D) 3:2

উত্তর :
(C) 1:3

৪. চোখের কর্নিয়া সংরক্ষনে ব্যবহৃত হয় –

(A) SO2
(B) O2
(C) N2
(D) NO2

উত্তর :
(C) N2

৫. লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব –

(A) 88.0800
(B) 80.8080
(C) 0.88000
(D) 0.8280

উত্তর :
(C) 0.88000 

৬. নীচের কোন অ্যাসিডটির অর্থ সামুদ্রিক অ্যাসিড?

(A) HCl
(B) H2SO4
(C) NOCl
(D) NH4Cl

উত্তর :
(A) HCl

৭. TNT প্রস্তুত করতে ব্যবহার করা হয় –

(A) HCl
(B) HNO3
(C) NH4Cl
(D) NOCl

উত্তর :
(B) HNO3

৮. ত্বকে উপস্থিত প্রোটিননের সাথে বিক্রিয়ায় হলুদ রঙের যৌগ উৎপন্ন করে –

(A) HCl
(B) H2SO4
(C) NaCl
(D) HNO3

উত্তর :
(D) HNO3

৯. ওলিয়ামকে সংগ্রহ করা হয়

(A) কাচের পাত্রে
(B) মার্কারির প্রলেপ দেওয়া আধারে
(C) ঢাকনাযুক্ত প্লাস্টিকের পাত্রে
(D) লেডের আস্তরণযুক্ত ট্যাংকে

উত্তর :
(D) লেডের আস্তরণযুক্ত ট্যাংকে

১০. ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক নাম –

(A) পাইরোসালফিউরিক অ্যাসিড
(B) ওলিয়াম
(C) হেক্সা ওলিয়াম
(D) S-2-ওলিয়াম

উত্তর :
(A) পাইরোসালফিউরিক অ্যাসিড

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button