Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪১ । Daily General Awareness | Bengali

Daily General Awareness Practice Set - 241

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪১

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৯০১. শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি?

(A) পাম্বান নদী
(B) মহাভেলি নদী
(C) মহা ওয়া নদী
(D) কালী গঙ্গা নদী

উত্তর :
(B) মহাভেলি নদী

শ্রীলঙ্কার দীর্ঘতম নদী মহাভেলি নদী (Mahaweli River ) বা মহাবলী গঙ্গা । এটি প্রায় ৩৩৫ কিলোমিটার লম্বা ।


৩৯০২. ব্ল্যাক, ব্লু এবং গ্রিন হিল নামে পাহাড়গুলি কোন দেশে অবস্থিত?

(A) অস্ট্রেলিয়া
(B) জার্মানি
(C) আমেরিকা
(D) রাশিয়া

উত্তর :
(C) আমেরিকা

ব্ল্যাক, ব্লু এবং গ্রিন হিল নামে পাহাড়গুলি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।

Name of the HillLocation
Green HillsMassachusetts
Black HillsNorth America, South Dakota
Blue HillWashington

৩৯০৩. পেশোয়ারে প্রাপ্ত অশোকের শিলালিপিগুলি ছিল ___ লিপি।

(A) খরোষ্ঠী
(B) দেবনাগরী
(C) পারসিক
(D) ভাট্টেলাট্টু 

উত্তর :
(A) খরোষ্ঠী

পেশোয়ারে প্রাপ্ত অশোকের শিলালিপি – খরোষ্ঠী লিপি

আধুনিক কান্দাহারে প্রাপ্ত অশোকের শিলালিপি – গ্রিক এবং আরামাইক লিপি

ভারতের বাকি অঞ্চলে প্রাপ্ত শিলালিপি  – ব্রাম্হি লিপি


৩৯০৪. গ্লাইকোলাইসিসের পক্রিয়ার শেষ পর্যন্ত উৎপন্ন হয় 

(A) ইথাইল অ্যালকোহল
(B) কার্বন – ডাই – অক্সাইড
(C) পাইরুভিক এসিড
(D) গ্লুকোজ

উত্তর :
(C) পাইরুভিক এসিড

গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গ্লুকোজ পাইরেভেট বা পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া চলাকালীন ATP বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটও গঠিত হয় যা কোষের এনার্জি কারেন্সী নামে পরিচিত।


৩৯০৫. গ্রাফাইটের গঠন হলো – 

(A) রিজিড  থ্রী ডাইমেনশনাল
(B) হেক্সাগোনাল
(C) ফুটবলের মতো
(D) কোনোটিই নয় 

উত্তর :
(B) হেক্সাগোনাল

গ্রাফাইট একটি স্তরযুক্ত কাঠামো নিয়ে গঠিত যা কার্বনের ষড়ভুজীয় বা হেক্সাগোনাল রিং দিয়ে তৈরি (বেঞ্জিনের মতো)।


৩৯০৬. অশোক চক্র পুরষ্কার প্রাপ্ত প্রথম মহিলা কে?

(A) নীরজা ভানোট
(B) সাক্ষী মালিক
(C) সঞ্জনা ঠাকুর
(D) এম বিজয়লক্ষ্মী

উত্তর :
(A) নীরজা ভানোট

নীরজা ভানোট ১৯৮৬ সালে প্যান এম ফ্লাইট ৭৩ বিমানটি ছিনতাই হওয়া বিমানের যাত্রীদের বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হন। নীরজা ৩৬০ জন মানুষের প্রাণ বাঁচিয়ে তাঁর ২৩তম জন্মদিনের ঠিক ২ দিন আগে নিহত হন। নীরজা ভানোট কে ভারত, পাকিস্তান (Tagme-e-Insaniyat) ও মার্কিন যুক্তরাষ্ট্র (Medal of Heroism of the National Society of the Sons of the American Revolution) এর সর্বোচ্চ অসামরি কসম্মানে ভূষিত করা হয়েছে।


৩৯০৭. ভূপৃষ্ঠের কোন অঞ্চলকে  ‘ডোলড্রামস’ বলা হয়?

(A) পোলার নিম্নচাপ বেল্ট
(B) উপ-ক্রান্তীয় উচ্চ চাপ বেল্ট
(C) নিরক্ষীয় নিম্নচাপ বেল্ট
(D) উপরের কোনোটিই নয় 

উত্তর :
(C) নিরক্ষীয় নিম্নচাপ বেল্ট

ডোলড্রামস কথাটির অর্থ হলো শান্তাবস্থা । এটি নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে অবস্থিত । এটিকে Intertropical Convergence Zone ও বলা হয় । ডোলড্রামস কথাটি প্রথমদিকে নাবিকরা ব্যবহার করতো কারণ এই অঞ্চল খুব শান্ত থাকতো এবং সাধারণত কোন ঝড়-ঝঞ্ঝা হতো না ।


৩৯০৮. নিচের কোনটি বৃহস্পতির বৃহত্তম চাঁদ?

(A) টাইটান
(B) গ্যানিমেড
(C) ক্যালিস্টো
(D) শ্যারন

উত্তর :
(B) গ্যানিমেড

গ্যানিমেড হলো বৃহস্পতি তথা সৌরজগতের বৃহত্তম চাঁদ তথা উপগ্রহ ।

টাইটান হলো শনির বৃহত্তম উপগ্রহ ।

ক্যালিস্টো হলো বৃহস্পতির দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ ।

শ্যারন বা চ্যারণ হলো প্লুটোর বৃহত্তম উপগ্রহ ।


৩৯০৯. পৃথিবীর ইতিহাসে কোন যুগ ‘সরীসৃপের যুগ’ নামে পরিচিত?

(A) প্যালিওজোইক  যুগ
(B) প্রিক্যাম্ব্রিয়ান যুগ
(C) সেনোজোইক যুগ
(D) মেসোজোইক যুগ 

উত্তর :
(D) মেসোজোইক যুগ

মেসোজোইক যুগ  ‘সরীসৃপের যুগ’ নামে পরিচিত কারণ ডাইনোসররা সেই যুগে পৃথিবীর খাদ্য শৃঙ্খলা শাসন করত।      এই যুগটি ২৫১ মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং ১৮৬ মিলিয়ন বছর ধরে ছিল।

EraDescription
PaleozoicSea life was born and some reptiles on land
PrecambrianFirst life was formed after oceans were formed
CenozoicPresent era, The age of mammals

৩৯১০. BRICS -এ S  দ্বারা চিহ্নিত কোন দেশ?

(A) দক্ষিন আফ্রিকা
(B) দক্ষিণ কোরিয়া
(C) দক্ষিণ সুদান
(D) শ্রীলংকা

উত্তর :
(A) দক্ষিন আফ্রিকা

BRICS  হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ।মূলত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অর্ন্তভূক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি “ব্রিক” নামে পরিচিত ছিল।


আরো দেখুন : 

সাধারণ জ্ঞান MCQ – সেট ২৪০ । Daily General Awareness | Bengali

ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

লিভার ( Lever )

বাগধারা ( PDF )

Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button