বাংলা কুইজ -সেট -১৩৩
১. স্বাধীন ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে অতিথি কে ছিলেন ?
উত্তর :
ইসরায়েলের রাষ্ট্রপতি
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২৬ ]
২. হিমাচলপ্রদেশের শীতকালীন রাজধানী কোনটি?
উত্তর :
ধর্মশালা
৩. কলকাতা বিশ্ববিদ্যালয়- এর প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উত্তর :
গুরুদাস বন্দ্যোপাধ্যায়
৪. বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়?
উত্তর :
২ ডিসেম্বর
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১৩২ ]
৫. বিহার রাজ্যের বাসিন্দারা কবে বিহার দিবস পালন করেন ?
উত্তর :
২২ এ মার্চ
৬. “The Insider” কার আত্মজীবনী?
উত্তর :
পিভি নাসরিমা রাও
৭. পতঙ্গের রক্ত কোন রঙের হয়?
উত্তর :
হলুদ অথবা সবুজ
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২৩ ]
৮. সম্প্রতি কে বোম্বাই হাইকোর্টের প্রধান বিচারক হিসাবে নিযুক্ত হলেন?
উত্তর :
দীপঙ্কর দত্ত
৯. ফিফা ওয়ার্ল্ড কাপে দ্রুততম গোল করার রেকর্ড কার?
উত্তর :
হাঁকান সুকুর
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১৩১ – বিশ্বকবি স্পেশাল ]
১০. স্নুকারে খেলা শুরুর সময় মোট কতগুলি রঙিন বল থাকে?
উত্তর :
২২ টি
To check our latest Posts - Click Here