সাধারণ জ্ঞান MCQ – সেট ২৩১
সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :
৩৮০১. বিশ্বের প্রথম হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন
(A) দিমিত্রি মেন্ডেলিভ
(B) এডওয়ার্ড টেলার
(C) বারুচ ব্লুমবার্গ
(D) উপরের কেউ নয়
এডওয়ার্ড টেলার হাঙ্গেরীতে জন্মগ্রহণকারী বিশিষ্ট আমেরিকান পরমাণু পদার্থবিদ। সরচরাচর তাকে হাইড্রোজেন বোমার জনক হিসেবে আখ্যায়িত করা হয়; যদিও তিনি দাবী করেছিলেন যে, এ পদবী ধারণের জন্যে তিনি উপযুক্ত নন।
[/spoiler]৩৮০২. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(A) বি আর আম্বেদকর
(B) রাজেন্দ্র প্রসাদ
(C) জিভি মাভলঙ্কার
(D) এইচ সি মুখোপাধ্যায়
ভারত স্বাধীন হওয়ার আগেই ক্যাবিনেট কমিশনের সুপারিশ অনুযায়ী ১৯৪৬ খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়েছিল। ডঃ রাজেন্দ্রপ্রসাদ ছিলেন এই গণপরিষদের সভাপতি। ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ই ডিসেম্বর থেকে ২৩ শে ডিসেম্বর পর্যন্ত ডঃ রাজেন্দ্রপ্রসাদের সভাপতিত্বে এই গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ব্রিটিশ শাসনের অধীনে এই গণপরিষদের কোনো সার্বভৌম ক্ষমতা ছিল না। ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৮ ই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতের স্বাধীনতা আইন’ বিধিবদ্ধ হলে ভারতীয় গণপরিষদ সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় এবং সংবিধান রচনার কাজ শুরু করে। ভারতীয় গণপরিষদে প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলির মোট ৩০৭ জন জনপ্রতিনিধি ছিলেন। এই গণপরিষদ ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে স্বাধীন ভারতের সংবিধান রচনা করে। এই সময় গণপরিষদের মোট ১১ টি অধিবেশন বসেছিল। ডঃ ভীমরাও রামজি আম্বেদকর -এর নেতৃত্বে সংবিধানের একটি খসড়া কমিটি (Draft Committee) গঠিত হয়।
[/spoiler]৩৮০৩. তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে নিচের কোন নদীর উৎপত্তি?
(A) রবি
(B) চেনাব
(C) শতদ্রু
(D) সিন্ধু
শতদ্রুর উৎস তিব্বতের রাক্ষসতাল হ্রদের নিকট। সেখান থেকে লাংকেন জাংবো (এলিফ্যান্ট নদী) তিব্বতি নামে, এটি প্রথমে পশ্চিম-উত্তরপশ্চিমে ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) প্রবাহিত হয়ে সীমান্তের শিপকী লা পাস পার করে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করেছে|
[/spoiler]৩৮০৪. নিম্নলিখিত কোন শহরটি নিপার (Dneiper ) নদীর পাশে অবস্থিত?
(A) মস্কো
(B) হামবুর্গ
(C) কিয়েভ
(D) ভিয়েনা
Name of the river | Country name | Riverside cities |
Moskva | Russia | Moscow |
Dneiper | Ukraine | Kiev |
Elbe | Germany | Hamburg |
Danube | Austria | Vienna |
৩৮০৫. কোন শ্রমিকের যখন বর্তমান চাকরি হারিয়ে কোনও নতুন চাকরির সন্ধানের প্রক্রিয়াধীন অবস্থায় থাকে তখন সেটিকে কোন ধরণের বেকারত্ব বলে ?
(A) চক্রাকার
(B) সংঘর্ষজনিত
(C) মৌসুমি
(D) উপরের সবগুলি
দেখে নাও বেকারত্ব সম্পর্কিত আমাদের সম্পূর্ণ নোটটি
[/spoiler]৩৮০৬. ________ হাঁড়কে পেশীর সাথে সংযুক্ত করে।
(A) লিগামেন্ট
(B) টেন্ডন
(C) সাইন্যাপসিস
(D) উপরের কোনোটিই নয়
হাঁড়কে পেশীর সাথে সংযুক্ত করে টেন্ডন । আর হাঁড়কে হাঁড়ের সাথে যুক্ত করে লিগামেন্ট ।
[/spoiler]৩৮০৭. ভিটামিন-ডি এর রাসায়নিক নাম কী?
(A) রেটিনল
(B) রাইবোফ্লাবিন
(C) থিয়ামিন
(D) ক্যালসিফেরল
ভিটামিন D
- রাসায়নিক নাম : ক্যালসিফেরল (Calciferol)।
- অভাবজনিত ফল :
- এই ভিটামিনের অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রােগ হয়।
- দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় ও দাঁতের ক্ষয় হতে দেখা যায়।
- রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং ক্যালসিয়াম-বিপাক ব্যাহত হয়।
দেখে নাও ভিটামিন সম্পর্কিত আমাদের সম্পূর্ণ নোটটি , PDF ও ভিডিও সহ ।
[/spoiler]৩৮০৮. রেয়ন পাওয়া যায়
(A) সেলুলোজ থেকে
(B) ভেড়ার লোম থেকে
(C) তুঁত গাছ থেকে
(D) রেশম পোকা থেকে
রেয়ন সেলুলোজ থেকে তৈরি হয় ।
[/spoiler]৩৮০৯. নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা?
(A) HTML
(B) PHP
(C) Python
(D) Java
মার্কআপ ল্যাংগুয়েজ এই শব্দ দুইটি বর্তমানে ওয়েব পেইজ তৈরি করার ভাষা HTML এর জন্য ব্যবহার করা হয়। এর দ্বারা HTML এর মূল নীতিমালা নির্ধারণ করা হয়। প্রকাশিত বিষয়ের অন্তরালে HTML এর লেখক এবং HTML প্রকাশক অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার এই “‘মার্কআপ ল্যাংগুয়েজ”‘ অনুসরণ করে। Mark-Up Language এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা
[/spoiler]৩৮১০. নিম্নলিখিতদের মধ্যে কে ১৬৫৬ সালে পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেছিলেন?
(A) জোহানেস কেপলার
(B) অ্যান্টন হার্ডার
(C) গ্যালিলিও গ্যালিলি
(D) ক্রিস্টিয়ান হিউজেন্স
ক্রিস্টিয়ান হুইজেনসকে তার সেরা আবিষ্কার পেন্ডুলাম ঘড়ি, হিউজেন্স পদার্থবিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ডরোলজি ক্ষেত্রের বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারের জন্য মনে রাখা হয়। প্রভাবশালী টাইম টাইমিং ডিভাইস তৈরির পাশাপাশি, হুইজেন শনি এর রিং , চাঁদ টাইটান, হালকা তরঙ্গ তত্ত্ব এবং কেন্দ্রীয় শক্তি বাহিনীর সূত্র আবিষ্কার করেন ।
[/spoiler]আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ২৩০
সাধারণ জ্ঞান MCQ – সেট ৫৭
ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )
প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান
ভারতের ইতিহাস বই ( PDF )
৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
To check our latest Posts - Click Here