Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৯

Daily General Knowledge Practice Set

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৯

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৭৮১. কোন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ হলো 

(A) ৩ বছর
(B) ৪ বছর
(C) ৫ বছর
(D) ৬ বছর 

উত্তর :
(C) ৫ বছর 

৩৭৮২. প্রশান্ত মহাসাগরটি নীচের কোন মহাদেশ দ্বারা বেষ্টিত নয়?

(A) এশিয়া
(B) ইউরোপ
(C) উত্তর আমেরিকা
(D) দক্ষিণ আমেরিকা

উত্তর :
(B) ইউরোপ

  • প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা।  প্রশান্ত মহাসাগর আকারে প্রায় বৃত্তাকার।
  • প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর যা উত্তরের আর্কটিক থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত।  এটি পৃথিবীর এক তৃতীয়াংশে ছড়িয়ে আছে।  পৃথিবীর গভীরতম অঞ্চল মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

৩৭৮৩. বাবর ও রানা সঙ্গের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল?

(A) হলদিঘাট
(B) ঘর্ঘরা
(C) খানুয়া
(D) চান্দেরী

উত্তর :
(C) খানুয়া

খানুয়ার যুদ্ধ ১৬ই মার্চ ১৫২৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর ও মেবারের রাণা সঙ্গের বা সংগ্রাম সিংহের মধ্যে সংঘটিত হয়েছিল।


৩৭৮৪. ভারতে ১৯৭৩ সালের প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল ?

(A) জিম করবেট
(B) ভিতরকণিকা
(C) সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান
(D) সুন্দরবন 

উত্তর :
(A) জিম করবেট

প্রজেক্ট টাইগার ১৯৭৩ সালের ১লা এপ্রিল উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে শুরু হয়েছিল।

দেখে নাও ভারতের বিভিন্ন ব্যাঘ্র প্রকল্প।  


৩৭৮৫. নিচের কোনটির রচয়িতা দানদিন ?

(A) মৃচ্ছকটিকম
(B) মিতাক্ষরা
(C) দশকুমারচরিত
(D) কাদম্বরী 

উত্তর :
(C) দশকুমারচরিত

দশকুমারচরিত হল দানদিন রচিতএকটি সংস্কৃত গদ্য।


৩৭৮৬. আলোর বিক্ষেপণ (scattering) -এর  ওপর তাঁর কাজের জন্য পদার্থবিদ্যায় এশিয়া মহাদেশ থেকে প্রথম নোবেল পান 

(A) চন্দ্রশেখর ভেঙ্কট রামন
(B) শ্রীনিবাস রামানুজন
(C) শ্রীনিবাস কল্যাণম
(D) সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর

উত্তর :
(A) চন্দ্রশেখর ভেঙ্কট রামন

স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন ভারতীয় বিজ্ঞানী যিনি রামন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কারের বিষয় ছিল আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে তাঁর মৌলিক আবিষ্কার। তাঁর ভ্রাতুষ্পুত্র সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরও ১৯৮১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

দেখে নাও নোবেল  সম্পর্কিত আমাদের সম্পূর্ণ  নোটটি । 


৩৭৮৭. দক্ষিণ ভারতের ফসল উৎসবটি হল 

(A) দিওয়ালি
(B) ত্রিশুর পুরম
(C) পোঙ্গাল
(D) নবান্ন 

উত্তর :
(C) পোঙ্গাল

পোঙ্গাল হলো একটি লোকজ উৎসব, যা ভারতের তামিল জাতিগোষ্ঠী উদযাপন করে থাকে। “পোঙ্গল” শব্দের বাংলা অর্থ ‘বিপ্লব’, যা তামিল জাতির পরম্পরাগত ও ঐতিহ্যবাহী উত্সব। পোঙ্গাল উত্সব প্রতি বছর ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পালন করা হয়। তামিলনাড়ুতে নতুন ফসল কাটার পর এই উৎসব পালন করা হয়, যা অনেকটা বাংলা অঞ্চলে পালিত নবান্ন উৎসবের মত। তামিলদের এই উৎসব অন্তত ১০০০ বছরের পুরনো।


৩৭৮৮. ভিটামিন K এর রাসায়নিক নাম কী?

(A) ফাইলোকুইনন
(B) অ্যাসকরবিক অ্যাসিড
(C) ক্যালসিফেরল
(D) টোকোফেরল


৩৭৮৯. নিম্নলিখিত কোনটির কম্পাঙ্ক ( ফ্রিকোয়েন্সি )  সর্বাধিক ?

(A) গামারশ্মি
(B) রেডিও তরঙ্গ
(C) অতিবেগুনি রশ্মি
(D) ইনফ্রারেড রশ্মি 

উত্তর :
(A) গামারশ্মি

তড়িৎচৌম্বক বর্ণালীতরঙ্গদৈর্ঘ্যের গড় বিস্তারকম্পাঙ্কের গড় বিস্তার
গামা রশ্মি< ১ ন্যানোমিটার> ৩ x ১০১৯ হার্জ
রঞ্জন রশ্মি১ – ১০ ন্যানোমিটার৩ x ১০১৬  – ৩ x ১০১৯   হার্জ –
অতিবেগুনী রশ্মি১০ – ৪০০ ন্যানোমিটার৭ x ১০১৪  – ৩ x ১০১৬   হার্জ
দৃশ্যমান আলো তরঙ্গ৪০০ – ৭০০ ন্যানোমিটার৪ x ১০১৪  – ৭ x ১০১৪   হার্জ
সন্নিকট অবলোহিত৭০০ ন্যানোমিটার – ২.৫ মাইক্রোমিটার১০১৪  – ৪ x ১০১৪   হার্জ
মধ্য অবলোহিত২.৫ মাইক্রোমিটার – ১০ মাইক্রোমিটার১০১৩  – ১০১৪   হার্জ
দূরবর্তী অবলোহিত১০ মাইক্রোমিটার – ১ মিলিমিটার৩ x ১০১১  – ১০১৩  হার্জ
অণুতরঙ্গ (মাইক্রোওয়েভ)১ মিলিমিটার – ১০ সেন্টিমিটার৩ x ১০৯  -৩ x ১০১১  হার্জ
ক্ষুদ্র বেতার তরঙ্গ  (রেডিও তরঙ্গ)১০ সেন্টিমিটার – ১০ মিটার৩ x ১০৭  – ৩ x ১০৯   হার্জ
দীর্ঘ বেতার তরঙ্গ> ১০ মিটার< ৩ x ১০৭  হার্জ

৩৭৯০. ব্রেন্ট ইনডেক্স নিচের কোনটির সাথে জড়িত?

(A) অপরিশোধিত তেলের দাম ( crude oil prices  )
(B) তামার ভবিষ্যতের দাম  (copper future prices )
(C) সোনার ভবিষ্যতের দাম  (gold future prices )
(D) শিপিং রেট সূচক (shipping rate index )

উত্তর :
(A) অপরিশোধিত তেলের দাম ( crude oil prices  )

ব্রেন্ট ইনডেক্স  অপরিশোধিত তেলের দামের সাথে সম্পর্কিত।


আরো দেখুন : 

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৮

ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )

প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান

ভারতের ইতিহাস বই ( PDF )

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

  1. Sir, bolchi সাধারণ জ্ঞান MCQ set gulo 1St theke dekhte parbo ki kore? Jodi ektu bole den.

দেখে নাও
Close
Back to top button