Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৮

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৮

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।
এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করোBangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৭৭১. “মৃত্যুর মরুভূমি (Desert of Death)” বা “Dasht-e-Margo” কোন দেশে অবস্থিত ?

(A) সৌদি আরব
(B) পাকিস্তান
(C) ইরাক
(D) আফগানিস্তান

[spoiler title=”উত্তর : “] (D) আফগানিস্তান

“মৃত্যুর মরুভূমি (Desert of Death)” আফগানিস্তানে অবস্থিত ।

[/spoiler]

৩৭৭২. সিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

(A) মহারাষ্ট্র
(B) কেরল
(C) সিকিম
(D) ওড়িশা

[spoiler title=”উত্তর : “] (D) ওড়িশা

ওড়িশা সরকার ১৯৭৯ সালে এটাকে প্রথম ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি হিসেবে ঘোষণা করে। ১৯৮০ তে এটি ন্যাশানাল পার্কের মর্যাদা পায়। এরিয়া বাড়তে থাকে এবং ১৯৯৪ এ ভারত সরকার একে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করার পর উইনেস্কো ২০০৯ সালে তাদের বায়োস্ফিয়ার রিজার্ভ- এর তালিকায় এর নাম তোলে।

[/spoiler]

৩৭৭৩. “বিজক” নামক বিখ্যাত কবিতাটি কে রচনা করেছেন?

(A) সুরদাস
(B) আবুল ফজল
(C) কবির দাস
(D) তুলসী দাস

[spoiler title=”উত্তর : “] (C) কবির দাস

কবির দাস লিখেছিলেন বিখ্যাত কবিতা বিজক।  কবিরপন্থী  ধর্মের অনুসারীদের জন্য এটি পবিত্র ধর্মগ্রন্থ।

[/spoiler]

[ আরো দেখুন : সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৪ ] 

৩৭৭৪. ফোটো ইলেক্ট্রিক প্রভাবটি কে আবিষ্কার করেছিলেন ?

(A) জেসি ম্যাক্সওয়েল
(B) অ্যান্ড্রু ফিঞ্চ
(C) এই  আর হার্টজ
(D) অ্যালবার্ট আইনস্টাইন

[spoiler title=”উত্তর : “] (C) এই  আর হার্টজ

ফোটো ইলেক্ট্রিক প্রভাব ১৮৮৭ সালে জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিচ রুডল্ফ হার্টজ আবিষ্কার করেছিলেন। রেডিও তরঙ্গ নিয়ে কাজ করার সময় তিনি এই আবিষ্কার করেছিলেন।

[/spoiler]

৩৭৭৫. পশুদের শিঙ দিয়ে তৈরী পেপা বাদ্যযন্ত্রটি বিহু উৎসবের সময় আসামের ঐতিহ্যবাহী সংগীতে ব্যবহার করা হয়।  এই বাদ্যযন্ত্রটি কোন পশুর শিঙ দিয়ে তৈরী করা হয় ?

(A) হরিণ
(B) একশৃঙ্গ গন্ডার
(C) মহিষ
(D) ব্ল্যাকবাক হরিণ 

[spoiler title=”উত্তর : “] (C) মহিষ

পেপা মহিষের শিং দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র। এটি আসামের বিহু গানের একটি প্রয়োজনীয় অংশ।

তিব্বতি ও প্রাচীন চীনারাও ধর্মীয় আচারের জন্য রওয়া-দুন নামে একই রকম যন্ত্র ব্যবহার করে ।

[/spoiler]

[ আরো দেখুনসাধারণ জ্ঞান MCQ – সেট ২২৫

৩৭৭৬. বিখ্যাত কান্ডারিয়া মন্দিরটি কোথায় অবস্থিত ?

(A) বিদিশা
(B) হাম্পি
(C) গঙ্গায় কোন্ড চোলাপুরম
(D) খাজুরাহো 

[spoiler title=”উত্তর : “] (D) খাজুরাহো

খাজুরাহোর লক্ষণ মন্দিরের কাছে একই প্রাঙ্গনের মধ্যেই আছে কান্ডারিয়া মহাদেবের ১০০ ফুট উঁচু মন্দির। উচ্চতায় যা খাজুরাহের অন্যান্য মন্দিরকে ছাপিয়ে গেছে।

[/spoiler]

৩৭৭৭. কোষ বিভাজনের পর্যায়ে নিচের কোন কোষ অঙ্গাণুটি দৃশ্যমান হয় ?

(A) লাইসোজোম
(B) সেন্ট্রিওল
(C) সাইটোপ্লাজম
(D) রাইবোজোম 

[spoiler title=”উত্তর : “] (B) সেন্ট্রিওল

সেন্ট্রিওলগুলি এমন কোষ উপাদান যা কোষ বিভাজনের পর্যায়ে দৃশ্যমান হয়। এগুলি সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে অবস্থিত।

[/spoiler]


৩৭৭৮. সাদা আলোর সাতটি আলাদা আলাদা বর্ণের আলোতে ভেঙে যাওয়ার কারণ হলো 

(A) Diffraction
(B) Dispersion
(C) Interference
(D) Reflection

[spoiler title=”উত্তর : “] (B) Dispersion [/spoiler]

[ আরো দেখুনসাধারণ জ্ঞান MCQ – সেট ২২৬

৩৭৭৯. একটি সঞ্চয় তহবিল যাতে কর্মচারীর স্বার্থে নিয়োগকারী এবং কর্মচারী উভয়ই নিয়মিত অবদান রাখে – 

(A) ব্যালান্সড ফান্ড
(B) প্রভিডেন্ট ফান্ড
(C) ইনডেক্স ফান্ড
(D) মিউচুয়াল ফান্ড 

[spoiler title=”উত্তর : “] (B) প্রভিডেন্ট ফান্ড

প্রভিডেন্ট ফান্ডে কর্মচারী এবং নিয়োগকারী দুজনেই কান্ট্রিবিউট করে।  রিটায়ারমেন্ট-এর সময় কর্মচারী সমস্ত টাকাটি পায়।

[/spoiler]

৩৭৮০. “সংসদে বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট” সম্পর্কে নিচের কোন আর্টিকেলে বলা রয়েছে ? 

(A) ১০৯
(B) ১১০
(C) ১১১
(D) ১১২

[spoiler title=”উত্তর : “] (D) ১১২

১১২ নম্বর আর্টিকেলে  সংসদে বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট সম্পর্কে বলা রয়েছে ।

মনে রেখো যে   ‘বাজেট’ শব্দটি কিন্তু আমাদের সংবিধানে উল্লেখ করা হয়নি বরং এটিকে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’ বা  “Annual financial statement ” হিসাবে উল্লেখ করা হয়।

[/spoiler]

আরো দেখুন : 

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২৭

ভারতের ইতিহাস – ৩০০টি MCQ ( PDF )

প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান

ভারতের ইতিহাস বই ( PDF )

৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button