QuizQuiz

বাংলা কুইজ – সেট ১২৭

বাংলা কুইজ – সেট ১২৭

১. গুগল সার্চ ইঞ্জিনে সর্বাধিক কতগুলি শব্দ ব্যাবহার করে সার্চ করা সম্ভব?

উত্তর :
৩২ টি

২. মহিলাদের ভোটাধিকার প্রথম কোন দেশে দেওয়া হয়?

উত্তর :
নিউজিল্যান্ড

আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২৩ ] 

৩. সোহরাই খোয়ার চিত্রাঙ্কন নামক কোন রাজ্যের চিত্রকর্ম ভৌগলিক সূচক রেজিস্ট্রি থেকে ভৌগলিক সূচক (জিআই) তকমা পেল?

উত্তর :
ঝাড়খন্ড

৪. ফিফার প্রধান কার্যলয় কোথায় অবস্থিত?

উত্তর :
জুরিখ, সুইজারল্যান্ড

আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৪

৫. McDonald- এর M কী রঙের হয়?

উত্তর :
হলুদ

৬. মহারাষ্ট্রের শীতকালীন রাজধানী কোনটি?

উত্তর :
নাগপুর

৭. “ইন্ডিয়ান রিপাবলিক আর্মি” কে প্রতিষ্ঠা করেন?

উত্তর :
সূর্য সেন

আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৫

৮. World Home Economics Day – কবে পালন করা হয়?

উত্তর :
২১শে মার্চ

৯. কোন ভারতীয় বোলার ২০১৯ আইসিসি বিশ্বকাপে (পুরুষ বিভাগ) হ্যাটট্রিক উইকেট নিয়ে নজির গড়লেন?

উত্তর :
মহাম্মদ সামি

১০. Solanum tuberosum – কার বিজ্ঞানসম্মত নাম?

উত্তর :
আলু

আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৬

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button