Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২১৯

General Awareness MCQ - Set 219

সাধারণ জ্ঞান MCQ – সেট ২১৯

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৬৮১. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালনবিশ প্ল্যান নামে পরিচিত?

(A) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(C) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(D) কোনোটিই নয় 

উত্তর :
(B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিস্তারিত নোটটি দেখতে হলে এখানে ক্লিক করুন


৩৬৮২. নিচের কোন পাসটি তাওয়াংকে লাসার সাথে সংযুক্ত করে?

(A) বোম লা পাস
(B) চানকান পাস
(C) কুমজাওং পাস
(D) পুঙ্গান পাস

উত্তর :
(A) বোম লা পাস

লাসা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধান শহর। এটি বোম লা পাসের সাহায্যে অরুণাচল প্রদেশের তাওয়াং-এর সাথে যুক্ত।


[ আরো দেখুনসাধারণ জ্ঞান MCQ – সেট ২১৮

৩৬৮৩. কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত আলমাট্টি বাঁধ প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে একটি বিবাদের বিষয় ছিল?

(A) কর্ণাটক ও গোয়া
(B) কর্ণাটক ও অন্ধ্র প্রদেশ
(C) কর্ণাটক ও তামিলনাড়ু
(D) অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ু

উত্তর :
(B) কর্ণাটক ও অন্ধ্র প্রদেশ

কৃষ্ণা নদীর আলমাট্টি বাঁধ প্রকল্পটি কর্ণাটক, অন্ধ্র প্রদেশ এবং মহারাষ্ট্রের মধ্যে একটি বিবাদের বিষয় ছিল।  এটি উত্তর কর্ণাটকের বাঘালকোট জেলায় অবস্থিত একটি জলবিদ্যুৎ প্রকল্প।


৩৬৮৪. ভারতীয় সংবিধানের অধীনে জারি করা রিট (লেখ ) সম্পর্কিত কিছু তথ্য নীচে দেওয়া হল। হ্যাবিয়াস কর্পাস সম্পর্কে সঠিক বক্তব্যটি  শনাক্ত করুন।

(A) ভারতের রাষ্ট্রপতি  বা কোনো রাজ্যের রাজ্যপালের  বিরুদ্ধে হ্যাবিয়াস কর্পাস জারী করা যায় না ।
(B) হ্যাবিয়াস কর্পাস হ’ল একটি রিট যা বিচার বিভাগীয় বিচারকে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দেয়।
(C) হ্যাবিয়াস কর্পাস রিটটি কোনও ব্যক্তি বা পাবলিক অফিসের তদন্ত করার জন্য জারি করা হয়।
(D) হ্যাবিয়াস কর্পাস রিট অনুসারে আদালত যে কোনো বন্দি ব্যক্তিকে আদালতে আসার নির্দেশ দিতে পারে ।

উত্তর :
(D) হ্যাবিয়াস কর্পাস রিট অনুসারে আদালত যে কোনো বন্দি ব্যক্তিকে আদালতে আসার নির্দেশ দিতে পারে ।

দেখে নিন্জ ৫ টি রিট ( লেখ ) সম্পর্কিত বাংলা কুইজের নোটটি 


৩৬৮৫. নালন্দা তাম্র লিপি নিচের কোন গুপ্ত সম্রাট সম্পর্কিত ?

(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(B) প্রথম চন্দ্রগুপ্ত
(C) স্কন্দগুপ্ত
(D) সমুদ্রগুপ্ত

উত্তর :
(D) সমুদ্রগুপ্ত

এলাহাবাদ প্রশস্তি , এরান পাথর স্তম্ভ, নালন্দা তাম্র লিপি , গয়া তাম্র লিপি – সমুদ্রগুপ্ত সম্পর্কিত


[ আরো দেখুন : সাধারণ জ্ঞান MCQ – সেট ২১৭ ] 

৩৬৮৬. মহাত্মা গান্ধী  কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ?

(A) ১৯২৪
(B) ১৯২৫
(C) ১৯২৬
(D) ১৯২৭

উত্তর :
(A) ১৯২৪

মহাত্মা গান্ধী ১৯২৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন।  অধিবেশনটি কর্ণাটকের বেলগামে হয়েছিল।


৩৬৮৭. পরমাণুর নিউক্লিয়াস, প্রোটন, আলফা কণা এবং বিটা কণা আবিষ্কার করেছিলেন 

(A) আর্নেস্ট রাদারফোর্ড
(B) ইউজেন গোল্ডস্টেইন
(C) ওয়ার্নার হাইজেনবার্গ
(D) চার্লস ডারউইন

উত্তর :
(A) আর্নেস্ট রাদারফোর্ড

আর্নেস্ট রাদারফোর্ড একজন নিউজিল্যান্ডীয় নিউক্লীয় পদার্থবিজ্ঞানী। তিনি নিউক্লীয় পদার্থবিজ্ঞানের “জনক” হিসেবে খ্যাত। তিনি তার বিখ্যাত স্বর্ণপাত পরীক্ষার মাধ্যমে তিনি পরমাণুর নিউক্লিয়াস, প্রোটন, আলফা কণা এবং বিটা কণা আবিষ্কার করেছিলেন ।



৩৬৮৮. জেমস ওয়াটসন কি আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন ?

(A) ভ্যাকুয়াম ক্লিনার
(B) ঘর্ষণ
(C) DNA স্ট্রাকচার
(D) অর্থনৈতিক বৈষম্য তত্ত্ব

উত্তর :
(C) DNA স্ট্রাকচার

জেমস ওয়াটসনকে ডিএনএর কাঠামোটি আবিষ্কার করার জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন ।  জেমস ওয়াটসন একজন বিখ্যাত আমেরিকান জীববিজ্ঞানী এবং জিনতত্ত্ববিদ ছিলেন।

তিনি ১৯৬২ সালে ফ্রান্সিস ক্রিকের সাথে এই পুরষ্কার জিতেছিলেন।


[ আরো দেখুন : সাধারণ জ্ঞান MCQ – সেট ২১৬ ] 

৩৬৮৯. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী?

(A) নাইট্রাস অক্সাইড
(B) সোডিয়াম নাইট্রেট
(C) নাইট্রাস ডাই অক্সাইড
(D) সোডিয়াম কার্বোনেট

উত্তর :
(A) নাইট্রাস অক্সাইড

লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড (N2O) । এর অ্যানেশথেটিক  এবং ব্যথা-উপশমকারী প্রভাবগুলির কারণে, এটি  দন্ত চিকিৎসা এবং অস্ত্রোপচারে ব্যবহৃত হয়।


৩৬৯০. নিচের কোনটি সঠিকভাবে মেলে না?

(A) ভিটামিন A – রেটিনল
(B) ভিটামিন  B2 – থিয়ামিন
(C) ভিটামিন C – অ্যাসকরবিক অ্যাসিড
(D) ভিটামিন  B9– ফোলিক অ্যাসিড 

উত্তর :
(B) ভিটামিন  B2 – থিয়ামিন

ভিটামিন  B2 এর প্রকৃত রাসায়নিক নাম হলো রাইবোফ্লাবিন ।


[ আরো দেখুনসাধারণ জ্ঞান MCQ – সেট ২১৮

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button
error: Alert: Content is protected !!