QuizQuiz

সত্যজিৎ রায় স্পেশাল কুইজ -বাংলা কুইজ সেট-১০৮

Satyajit Ray Special Quiz

সত্যজিৎ রায় স্পেশাল কুইজ

আজ ২রা মে। আজ সর্বশ্রেষ্ঠ বাঙালি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। ১৯২১ সালে আজকের দিনটিতেই এই মহান আত্মার জন্ম। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিত্রপরিচালক।  ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারের সামনে পরিবেশিত করেছিলেন তিনি। তাঁর বর্ণময় জীবনে তিনি ৬টি সেরা পরিচালকের পুরস্কার সহ ৩২টি জাতীয় পুরস্কার জিতেছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিয়েছিলো । এই এই মহান আত্মার জন্মদিনে দেওয়া রইলো তাঁর সম্পর্কে একটি ছোট্ট কুইজ সেট। সত্যজিৎ রায় স্পেশাল কুইজSatyajit Ray Special Quiz  ।  সাথে দেওয়া রইলো সত্যজিৎ রায় প্রাপ্ত পুরস্কার তালিকা

১. সত্যজিৎ রায় রচিত প্রথম লেখার নাম কি ?

[spoiler title=”উত্তর : “]Abstruction নামে একটি ইংরেজি গল্প (১৯৪১)[/spoiler]

২. সিনেমা জগতে সত্যজিৎ রায় প্রথমে কি হিসেবে আত্মপ্রকাশ করেন?
[spoiler title=”উত্তর : “]গ্রাফিক্স ডিজাইনার[/spoiler]


৩. সত্যজিৎ রায় পরিচালিত কোন ডকুমেন্টরি সরকার কর্তৃক ব্যান করা হয়?
[spoiler title=”উত্তর : “]সিকিম (১৯৬২)[/spoiler]


৪. সত্যজিৎ রায়কে আমরা অপর কোন নামে চিনি?
[spoiler title=”উত্তর : “]মানিক দা[/spoiler]


৫. সত্যজিৎ রায় কত সালে ফ্রান্সের Lgion D’Honneur সন্মান পান?
[spoiler title=”উত্তর : “]১৯৮৭[/spoiler]


৬. সত্যজিৎ রায় কত সালে ক্যালকাটা ফিল্ম সোস্যাইটি প্রতিষ্ঠা করেন?
[spoiler title=”উত্তর : “]১৯৪৭[/spoiler]


৭. সত্যজিৎ রায় কাকে কেন্দ্র করে “Inner Eye” নামক ডকুমেন্টরি তৈরি করেন?
[spoiler title=”উত্তর : “]বিশিষ্ট অন্ধ চিত্র শিল্পী বিনোদ বিহারী মুখার্জি[/spoiler]


৮. সত্যজিৎ রায় চার্লি চ্যাপলিনের পর দ্বিতীয় ফিল্ম পার্সোনালিটি হিসেবে সাম্মানিক ডক্টরেট উপাধি কোথা থেকে পান ?
[spoiler title=”উত্তর : “]অক্সফোর্ড ইউনিভার্সিটি[/spoiler]


৯. সত্যজিৎ রায় পরিচালিত ভারতের প্রথম Collection বা সংহিতা কেন্দ্রিক সিনেমার নাম কি?
[spoiler title=”উত্তর : “]কাঞ্চনজঙ্ঘা (১৯৬২)[/spoiler]


১০. সত্যজিৎ রায় পরিচালিত একমাত্র হিন্দি সিনেমার নাম কি?
[spoiler title=”উত্তর : “]শতরঞ্জ কে খিলাড়ি (১৯৭৭)[/spoiler]


সত্যজিৎ রায় প্রাপ্ত পুরস্কার তালিকা

সত্যজিৎ রায় কোন বছর কোন পুরস্কার বা সম্মাননা পেয়েছেন তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো।

বছরপুরস্কার ও সম্মাননাপুরস্কারদাতা সংস্থা
১৯৫৮পদ্মশ্রীভারত সরকার
১৯৬৫পদ্ম ভূষণভারত সরকার
১৯৬৭রামন ম্যাগসাসে পুরস্কাররামন ম্যাগসাসে পুরস্কার ফাউন্ডেশন
১৯৭১যুগোস্লাভিয়ার তারকাযুগোস্লাভিয়া সরকার
১৯৭৩ডি লিটদিল্লি বিশ্ববিদ্যালয়
১৯৭৪ডি লিটরয়েল কলেজ অফ আর্ট, লন্ডন
১৯৭৬পদ্ম ভূষণভারত সরকার
১৯৭৮ডি লিটঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
১৯৭৮বিশেষ পুরস্কারবার্লিন চলচ্চিত্র উৎসব
১৯৭৮দেশিকোত্তমবিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৭৯বিশেষ পুরস্কারমস্কো চলচ্চিত্র উৎসব
১৯৮০ডি লিটবর্ধমান বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮০ডি লিটযাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮১ডক্টরেটবানারস হিন্দু বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮১ডি লিটউত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮২Hommage à Satyajit Rayকান চলচ্চিত্র উৎসব
১৯৮২সেন্ট মার্কের বিশেষ গোল্ডেন লায়নভেনিস চলচ্চিত্র উৎসব
১৯৮২বিদ্যাসাগর পুরস্কারপশ্চিমবঙ্গ সরকার
১৯৮৩ফেলোশিপব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট
১৯৮৫ডি লিটকলকাতা বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৮৫দাদাসাহেব ফালকে পুরস্কারভারত সরকার
১৯৮৫সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার
১৯৮৬ফেলোশিপসঙ্গীত নাটক একাডেমি, ভারত
১৯৮৭লেজিওঁ দনর (Légion d’Honneur)ফরাসি সরকার
১৯৮৭ডি লিটরবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত
১৯৯২একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার)একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস
১৯৯২ভারত রত্নভারত সরকার

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল

বাংলা কুইজ – সেট ৯২ – জওহরলাল নেহেরু স্পেশাল

বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল

To check our latest Posts - Click Here

Telegram

Abhijit Karmakar

Volunteering at "The Art of Living", Quiz Enthusiast, Jeet Kune Do Principles, Karate instructor

Related Articles

Back to top button