ভূগোল MCQ – সেট ৪৮
Geography MCQ – Set 48
BanglaQuiz Question ID : 1684
১. ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত ?
(A) বাস্রা
(B) কিরকুক
(C) বাগদাদ
(D) কোনোটিই নয়
BanglaQuiz Question ID : 1686
২. ইজরায়েলের রাজধানী হল
(A) বাগদাদ
(B) আস্তানা
(C) কাবুল
(D) জেরুজালেম
BanglaQuiz Question ID : 1688
৩. রিহান্দ কোন নদীর একটি শাখানদী ?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) শোন্
(D) কৃষ্ণা
BanglaQuiz Question ID : 1691
৪. মরুভূমি ছাড়া বায়ুর কাজের প্রাধান্য দেখা যায়
(A) ব-দ্বীপ অঞ্চলে
(B) উপকূলে
(C) পর্বতের পাদদেশে
(D) মেরু অঞ্চলে
BanglaQuiz Question ID : 1692
৫. প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত হল
(A) ল্যাব্রাডর স্রোত
(B) ক্যানারি স্রোত
(C) পেরু স্রোত
(D) গ্রীনল্যান্ড স্রোত
BanglaQuiz Question ID : 1693
৬. রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে শুস্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তার নাম হলো
(A) চিনুক
(B) ফন
(C) সিরোক্কো
(D) মিস্ট্রাল
BanglaQuiz Question ID : 1694
৭. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো
(A) ১ ঘন্টা ১৩ মিনিট
(B) ১২ ঘন্টা ২৬ মিনিট
(C) ২৪ ঘন্টা ৫২ মিনিট
(D) ২৪ ঘন্টা
BanglaQuiz Question ID : 1695
৮. জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে বলে
(A) কম্পাউন্ডিং
(B) ল্যান্ডফিল
(C) কম্পোস্টিং
(D) ওভারসিলিং
BanglaQuiz Question ID : 1696
৯. অরুণাচল প্রদেশ রাজ্যটি গঠিত হয়
(A) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(B) ১৯৯৩ খ্রিস্টাব্দে
(C) ২০০০ খ্রিস্টাব্দে
(D) ১৯৮৭ খ্রিস্টাব্দে
BanglaQuiz Question ID : 1697
১০. ভারতের দীর্ঘতম গিরিপথটি হল
(A) জোজিলা
(B) বুন্দিলপীর
(C) বানিহাল
(D) খারদুংলা
এটি জওহর টানেল নামেও পরিচিত ।
আরো দেখুন :
ভূগোল MCQ – সেট ৪৭
ভূগোল MCQ – সেট ৪৬
ভূগোল MCQ – সেট ৪৫
To check our latest Posts - Click Here
question id 1697 …
India’s longest tunnel is not khardungla ( highest) .. it will be banihal