Polity MCQ

রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২৭

Indian Polity MCQ – Set 27

BanglaQuiz Question ID : 2096

১. ভারতীয় সংবিধানের সপ্তম তফসিল ( Schedule ) অনুযায়ী, জমি ও বাড়ির ওপর কর কোন লিস্টে রয়েছে ?

(A) স্টেট লিস্ট
(B) ইউনিয়ন লিস্ট
(C) কংকার্রেন্ট লিস্ট
(D) রেসিডুয়াল লিস্ট 

উত্তর :
(A) স্টেট লিস্ট 


BanglaQuiz Question ID : 2098

২. লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন ?

(A) রাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) লোকসভার ডেপুটি স্পিকার
(D) সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি 

উত্তর :
(C) লোকসভার ডেপুটি স্পিকার 


BanglaQuiz Question ID : 2099

৩. কম্পট্রোলার ও অডিটর জেনারেল ( CAG ) সংসদের কোন কমিটির সাথে যুক্ত থাকেন ?

(A) এস্টিমেট কমিটি
(B) পাবলিক আন্ডার টেকিং কমিটি
(C) পাবলিক একাউন্টস কমিটি
(D) সবগুলির সাথে 

উত্তর :
(C) পাবলিক একাউন্টস কমিটি 


BanglaQuiz Question ID : 2110

৪. [WBP Constable Preli 19] ভারতীয় সংবিধানের কোন ধারাকে ড: বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা ( Heart and Soul )’ বলেছেন ? 

(A) ৩৫৬ ধারা
(B) ৩২ ধারা
(C) ১৯ ধারা
(D) ১৪ ধারা 

উত্তর :
(B) ৩২ ধারা 


BanglaQuiz Question ID : 2112

৫. ভারতের সংবিধানের ৫ থেকে ১১ নম্বর ধারা কি সম্পর্কিত ?

(A) কেন্দ্র ও রাজ্যের সীমানা সম্পর্কিত
(B) নাগরিকতা
(C) মৌলিক কর্তব্য
(D) কেন্দ্রের কার্যকারিতা 

উত্তর :
(B) নাগরিকতা 


BanglaQuiz Question ID : 2116

৬. বর্তমান লোকসভায় সিটের বন্টন কোন আদমশুমারির ওপরে আধারিত ?

(A) ১৯৭১
(B) ১৯৮১
(C) ১৯৯১
(D) ২০০১

উত্তর :
(A) ১৯৭১


BanglaQuiz Question ID : 2117

৭. লোকসভায় এংলো-ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি মনোনীত করতে পারেন 

(A) সংখ্যালঘু কমিশন
(B) রাষ্ট্রপতি
(C) প্রধানমন্ত্রী
(D) উপ-রাষ্ট্রপতি 

উত্তর :
(B) রাষ্ট্রপতি 



BanglaQuiz Question ID : 2179

৮. রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন ?

(A)
(B)
(C) ১০
(D) ১২

উত্তর :
(D) ১২


BanglaQuiz Question ID : 2236

৯. ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত ?

(A) পার্ট VII
(B) পার্ট VIII
(C) পার্ট XI
(D) পার্ট IX A

উত্তর :
(D) পার্ট IX A

১৯৯২ খ্রিস্টাব্দে ৭৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একটি নতুন পার্ট IX A সংযোজন করা হয়েছিল যার ২৪৩P থেকে ২৪৩ZG আর্টিকেল গুলি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত ।



BanglaQuiz Question ID : 2260

১০. যুগ্ম তালিকা বা কংকার্রেন্ট লিস্ট -এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ? 

(A) দক্ষিণ আফ্রিকা
(B) অস্ট্রেলিয়া
(C) কানাডা
(D) জার্মানি 

উত্তর :
(B) অস্ট্রেলিয়া

ভারতীয় সংবিধানে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিম্নলিখিত ধারণাগুলি নেওয়া হয়েছে

  1. কংকার্রেন্ট লিস্ট
  2. ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা
  3. কমার্স এন্ড ইন্টারকোর্স
  4. পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশন

আরো দেখুন :

রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২৬

রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২৫

রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ২৪

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button