Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 6th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মূর্তি স্থাপনের দ্বারা প্রথম সম্মানিত মহিলা ক্রিকেটার হলেন কে?

(A) বেলিন্ডা ক্লার্ক
(B) অ্যামেলিয়া কের
(C) মিতালি রাজ
(D) লিসা স্থালেকার

উত্তর
(A) বেলিন্ডা ক্লার্ক

  • অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক প্রথম মহিলা ক্রিকেটার হয়ে উঠলেন যার সম্মানে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একটি মূর্তি স্থাপন করা হয়েছে।
  • তিনি ১৯৯৭ সালে ডেনমার্কের বিরুদ্ধে ODI তে ডাবল সেঞ্চুরি করা প্রথম মহিলা ক্রিকেটার হয়েছিলেন।
  • তার ব্রোঞ্জ কাস্টটি এখন প্রাক্তন অধিনায়ক রিচার্ড বেনাড এবং স্টিভ ওয়াহের পাশে স্থান পেয়েছে।

২. সম্প্রতি কে ভারতের ৭৯তম গ্র্যান্ডমাস্টার হয়ে উঠলেন?

(A) আদিত্য মিত্তল
(B) ভি প্রণব
(C) কৌস্তভ চ্যাটার্জি
(D) প্রাণেশ এম

উত্তর
(D) প্রাণেশ এম

  • তামিলনাড়ুর প্রাণেশ এম ৬ই জানুয়ারী ২০২৩-এ ভারতের ৭৯তম গ্র্যান্ডমাস্টার হয়ে উঠেছেন।
  • নরওয়ের GM ফ্রোড ওলাভ ওলসেন উরকেডালকে পরাজিত করার পর, প্রাণেশ রিল্টন কাপ জিতে নিয়েছে।
  • এর সাথে, তিনি ২০২৩ সালের ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টারও হয়েছেন।
  • ২০২২ সালের ডিসেম্বরে, কৌস্তভ চ্যাটার্জি ভারতের ৭৮তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন।

৩. ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (FIH) ওড়িশা হকি মেনস ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর জন্য নিচের কোনটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) GMR Group
(B) Essar Group
(C) JSW Group
(D) Aditya Birla Group

উত্তর
(C) JSW Group

  • আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) FIH ওডিশা হকি পুরুষদের বিশ্বকাপ ২০২৩-এর জন্য JSW গ্রুপের সাথে একটি অংশীদারিত্ব স্বাক্ষর করেছে।
  • পুরুষদের জন্য ফিল বিশ্বকাপের ১৫তম সংস্করণ ভারতের ওড়িশায় ১৩ই জানুয়ারি থেকে ২৯শে জানুয়ারি পর্যন্ত হবে।

৪. ‘Ambedkar: A Life’ ​​বইটির লেখক কে?

(A) বিক্রম সম্পাথ
(B) শশী থারুর
(C) আরাধনা জোহরি
(D) পবন সি. লাল

উত্তর
(B) শশী থারুর

  • সংসদ সদস্য এবং লেখক, শশী থারুরের সর্বশেষ বই ‘আম্বেদকর: এ লাইফ’ সম্প্রতি কিতাব কলকাতা ইভেন্টে লঞ্চ করা হয়েছে।
  • ডক্টর বি আর আম্বেদকর ১৪ই এপ্রিল ১৮৯১ সালে বোম্বে প্রেসিডেন্সিতে মহারদের একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ৬ই ডিসেম্বর ১৯৫৬-এ দিল্লিতে মৃত্যুবরণ করেছিলেন।

৫. অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল (GJC) এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

(A) ডক্টর বিনয় প্রকাশ সিং
(B) সুজয় লাল থাওসেন
(C) অজয় কুমার শ্রীবাস্তব
(D) সায়াম মেহরা

উত্তর
(D) সায়াম মেহরা

  • অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল (GJC) এর সদস্যরা ৫ই জানুয়ারী ২০২৩-এ সায়াম মেহরাকে দুই বছরের মেয়াদের জন্য এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে।
  • রাজেশ রোকাদ সংগঠনের ভাইস-চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন।
  • অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিল হল ভারতের রত্ন ও গহনা ব্যবসার প্রচার ও উন্নয়নের জন্য একটি জাতীয় বাণিজ্য সমিতি।

৬. কেন্দ্র নিম্নোক্তগুলির মধ্যে কোনটিকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, UAPA এর আওতায় সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে?

(A) The Resistance Front
(B) Hizbul Mujahideen
(C) Jamaat-ul-Mujahideen
(D) Deendar Anjuman

উত্তর
(A) The Resistance Front
ul>

  • কেন্দ্র বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, UAPA-এর অধীনে রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) কে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে।
  • TRF 2019 সালে লস্কর-ই-তৈবা নামক একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের প্রক্সি সংগঠন হিসাবে অস্তিত্ব লাভ করেছিল।
  • সংগঠনটি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রচার চালানোর সাথে জড়িত ছিল।

৭. ‘বেইলি সাসপেনশন ব্রিজ’ কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?

(A) অরুণাচল প্রদেশ
(B) কর্ণাটক
(C) আসাম
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর
(D) জম্মু ও কাশ্মীর

  • জম্মু ও কাশ্মীরে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চেনাব নদীর উপর বেইলি সাসপেনশন ব্রিজের উদ্বোধন করেছেন।
  • বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) নির্ধারিত সময়ের এক মাস আগে ২৪০ ফুট উঁচু বেইলি সাসপেনশন ব্রিজটি নির্মাণ করেছে।

৮. কোন শহর/অঞ্চলে ভারত জাতিসংঘ মিশনে নারী শান্তিরক্ষীদের বৃহত্তম প্লাটুন মোতায়েন করবে?

(A) মোগাদিশু
(B) আবেই
(C) তেহরান
(D) কিইভ

উত্তর
(B) আবেই

  • ভারত আবেইতে জাতিসংঘ মিশনে নারী শান্তিরক্ষীদের একটি প্লাটুন মোতায়েন করবে। জাতিসংঘে ২০০৭ সালে লাইবেরিয়ায় সর্বপ্রথম ভারতের মহিলা বাহিনী মোতায়েন করার পর থেকে জাতিসংঘ মিশনে এটিই হবে ভারতের বৃহত্তম একক নারী শান্তিরক্ষী।
  • জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে ভারতীয় নারীদের সংখ্যা বৃদ্ধি করার একটি চেষ্টা এটি।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button