Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫২

General Awareness MCQ – Set 152

৩০১১. কোনো একটি পণ্যের ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়ে যাবে যদি পণ্যটির

(A) চাহিদা বেড়ে কিন্তু সরবরাহ কমে যায়
(B) চাহিদা ও সরবরাহ দুটিই বেড়ে যায়
(C) চাহিদা ও সরবরাহ দুটিই কমে যায়
(D) চাহিদা কমে যায় কিন্তু সরবরাহ বেড়ে যায় 

উত্তর :
(A) চাহিদা বেড়ে কিন্তু সরবরাহ কমে যায় 

৩০১২. মাজুলি দেশের প্রথম দ্বীপ জেলা। এটি ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত?

(A) আসাম
(B) ত্রিপুরা
(C) অরুণাচল প্রদেশ
(D) মেঘালয়

উত্তর :
(A) আসাম

মাজুলি দ্বীপটি ব্রহ্মপুত্র নদীতে আসামে অবস্থিত। ২০১৬ সালে জেলা হিসাবে ঘোষিত, এটি ভারতের প্রথম দ্বীপ জেলা।


৩০১৩. ফ্লাই অ্যাশ (Fly ash ) একটি পরিবেশ দূষক যেটি উৎপাদিত হয় 

(A) সার শিল্পে
(B) সিমেন্ট শিল্প
(C) তাপবিদ্যুৎ কেন্দ্রে
(D) আটা কলকারখানা

উত্তর :
(C) তাপবিদ্যুৎ কেন্দ্রে 

৩০১৪. ইন্দেরকিলা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

(A) হিমাচল প্রদেশ
(B) উত্তরাখন্ড
(C) ছত্তিশগড়
(D) ঝাড়খণ্ড

উত্তর :
(A) হিমাচল প্রদেশ

৩০১৫. পেপসিন এনজাইম ______ পরিপাকে সাহায্য করে । 

(A) প্রোটিন
(B) স্টার্চ
(C) কার্বোহাইড্রেট
(D) ফ্যাট 

উত্তর :
(A) প্রোটিন

পেপসিন হ’ল গ্যাস্ট্রিক রস যা প্রোটিন পরিপাকে সাহায্য করে ।  পেপসিন আবিষ্কার করেছিলেন থিওডর শোয়ান।


৩০১৬. অরণ্য গবেষণাকেন্দ্র ভারতের কোথায় অবস্থিত ?

(A) গুয়াহাটি
(B) নাগপুর
(C) দেরাদুন
(D) মুম্বাই 

উত্তর :
(C) দেরাদুন 

৩০১৭. লোকেরা যখন পণ্য ও পরিষেবাদি তৈরিতে নিযুক্ত থাকে তখন বলা হয় তারা _______ এ নিযুক্ত আছেন ।

(A) শ্রম (Labour )
(B) অর্থনৈতিক ক্রিয়াকলাপ (Economic activities )
(C) কাজ (Work )
(D) উৎপাদন (Manufacturing )

উত্তর :
(B) অর্থনৈতিক ক্রিয়াকলাপ (Economic activities )



৩০১৮. ভারত ছাড়ো আন্দোলনের সময় নিচের কোন জায়গায় সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয়নি ?

(A) সাতারা
(B) বাল্লিয়া
(C) তমলুক
(D) ধুলে

উত্তর :
(D) ধুলে

Parallel government

Duration

Leader/Organisation

Ballia

In August 1942 for a week

Up

Chittu Pandey

Tamluk

December 1942 to September 1944

Bengal

Bidyut Bahinis

Satara

Mid-1943 to 1945

Maharashtra

Y.B Chavan and Nana Patil

TalcherOrissaLakshman Nayak

৩০১৯. ভারতের বেশিরভাগ ক্রান্তীয় ঘূর্ণিঝড় ________ থেকে উদ্ভূত হয়।

(A) বঙ্গোপসাগর
(B) আরব সাগর
(C) দক্ষিণ ভারতীয় সাগর
(D) ভারত মহাসাগর

উত্তর :
(A) বঙ্গোপসাগর

ভারতের বেশিরভাগ ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলি বঙ্গোপসাগর থেকে উদ্ভূত এবং বাকিগুলি আরব সাগর থেকে উদ্ভূত হয় ।


৩০২০. নিম্নলিখিত কোন ক্ষেত্রে পণ্ডিত যশরাজ তার খ্যাতি প্রতিষ্ঠা করেছেন?

(A) সাহিত্য রচনা
(B) বান্দ্যযন্ত্র
(C) শাস্ত্রীয় সংগীত
(D) ক্লাসিকাল নৃত্য

উত্তর :
(C) শাস্ত্রীয় সংগীত

সংগীত শিল্পী  পণ্ডিত যশরাজ পদ্মভূষণ, পদ্ম বিভূষণ, লতা মঙ্গেশকর পুরস্কার, সংগীত নাটক আকাদেমি পুরস্কার সহ একাধিক পুরষ্কার জিতেছেন ।


আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫১

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫০

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৪৯

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button