Daily Current Affairs in BengaliCurrent Affairs

26th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৬শে অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 24th & 25th October Current Affairs Quiz 2023 – Bengali


১. ভারতীয় বিমান বাহিনী তার Su-30 MKI বিমানকে কোন দেশীয় পদ্ধতিতে তৈরী উন্নত রাডার দিয়ে সজ্জিত করতে চলেছে ?

(A) বিরূপাক্ষ
(B) মহাদেব
(C) সুচক
(D) কার্তিক

উত্তর
(A) বিরূপাক্ষ

  • রাশিয়ান-অরিজিন Su-30 MKI যুদ্ধ বিমানের ফ্লিটকে আপগ্রেড করার জন্য ভারতীয় বিমান বাহিনী তাদের ‘Virupaaksha’ নামক একটি দেশীয় উন্নত রাডার দিয়ে সজ্জিত করার পরিকল্পনা করছে।
  • বিরূপাক্ষ হল ভগবান মহাদেবের একটি নাম।

২. ৪৩তম প্রগতি মিটিংয়ের সভাপতিত্ব কে করেছেন ?

(A) নরেন্দ্র মোদি
(B) নির্মলা সীতারমন
(C) অমিত শাহ
(D) রাজনাথ সিং

উত্তর
(A) নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি প্রগতির ৪৩তম সংস্করণের সভায় সভাপতিত্ব করেন।

৩. কোন জায়গায়, প্রধানমন্ত্রী মোদী ‘নমো শেতকারী মহাসম্মান নিধি যোজনা (Namo Shetkari Mahasanman Nidhi Yojana)’ চালু করবেন?

(A) মহারাষ্ট্র
(B) উত্তর প্রদেশ
(C) গোয়া
(D) মধ্য প্রদেশ

উত্তর
(A) মহারাষ্ট্র
মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদী ‘নমো শেতকারী মহাসম্মান নিধি যোজনা (Namo Shetkari Mahasanman Nidhi Yojana)’ চালু করবেন ।

৪. নিচের কোন সংস্থা অপারেশন চক্র-২ চালু করেছে?

(A) CBI
(B) NIA
(C) RBI
(D) IB

উত্তর
(A) CBI
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) সাইবার অপরাধীদের বিরুদ্ধে সম্প্রতি ‘অপারেশন চক্র-২’ চালু করেছে।

৫. সম্প্রতি মার্কিন হাউসের স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) টম ইমার
(B) ডোনাল্ড ট্রাম্প
(C) মাইক জনসন
(D) কেভিন ম্যাকার্থি

উত্তর
(C) মাইক জনসন
লুইসিয়ানা থেকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক জনসন মার্কিন হাউসের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।

৬. BCCI ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করেছে?

(A) রমেশ পাওয়ার
(B) অমল মজুমদার
(C) অঞ্জু জৈন
(D) ডব্লিউ ভি রমন

উত্তর
(B) অমল মজুমদার

  • নতুন দায়িত্ব পেলেন অমল মজুমদার (Amol Muzumdar)। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটারকে জাতীয় মহিলা দলের (Indian Womens Cricket Team) কোচ নির্বাচিত করা হয়েছে ।
  •  বিসিআইয়ের (BCCI) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এমনটা।
  • রমেশ পাওয়ারকে সরিয়ে দেওয়ার পর থেকে প্রায় ১০ মাস এই পদ খালি ছিল।
  • অবশেষে সেই পদের জন্য কোচ নির্বাচিত করা হল প্রাক্তন ওপেনার অমল মজুমদারকে।

৭. ভারতের প্রথম মহিলা পুলিশ স্টেশন কোথায় অবস্থিত?

(A) কোঝিকোড়, কেরালা
(B) মাইসুরু, কর্ণাটক
(C) কোরবা, ছত্তিশগড়
(D) খোর্ধা, ওড়িশা

উত্তর
(A) কোঝিকোড়, কেরালা

  • দেশে প্রথম মহিলা থানা তৈরি হয়েছিল ১৯৭৩ সালে কেরালার কোঝিকোড়ে।
  • ইন্দিরা গান্ধী সেই থানার উদ্বোধন করেন।
  • সম্প্রতি এই থানার ৫০ বছর পূর্তি হয়েছে।

৮. সম্প্রতি কোন নর্ডিক দেশে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে ?

(A) নরওয়ে
(B) আইসল্যান্ড
(C) সুইডেন
(D) ডেনমার্ক

উত্তর
(B) আইসল্যান্ড
আইসল্যান্ডে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক দিনের ধর্মঘটে কয়েক হাজার নারী সম্প্রতি বিক্ষোভে অংশগ্রহণ করেছে। স্ট্রাইকিং নারীদের সাথে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন জ্যাকবসদোত্তিরও যোগ দেন।

নর্ডিক দেশ 

নর্ডিক দেশ গুলি হল-

  • ডেনমার্ক
  • ফিনল্যান্ড
  • আইসল্যান্ড
  • নরওয়ে
  • সুইডেন
  • অ্যাল্যান্ড (ফিনল্যান্ডের অঞ্চল)
  • ফ্যারো দ্বীপপুঞ্জ (ডেনমার্কের অঞ্চল)
  • গ্রিনল্যান্ড (ডেনমার্কের অঞ্চল)।

৯. কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর সম্প্রতি তার কততম অন্তর্ভুক্তি দিবস উদযাপন করেছে?

(A) ৭৫তম
(B) ৭৬তম
(C) ৭৭তম
(D) ৭৮তম

উত্তর
(B) ৭৬তম

    • কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে প্রতি বছর ২৬শে অক্টোবর অন্তর্ভুক্তি দিবস পালন করা হয়।
    • ১৯৪৭ খ্রিষ্টাব্দের এই দিনে কাশ্মীর ও জম্মু রাজ্যের শাসক মহারাজা হরি সিং ভারতীয় প্রজাতন্ত্রে যোগদানের জন্য সংযুক্তি চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button