Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩০

General Awareness MCQ – Set 130

২৭২১. সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ (Central Institute for Cotton Research ) এর সদর দফতর _________ এ অবস্থিত।

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) নতুন দিল্লি 

উত্তর :
(C) মহারাষ্ট্র

মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত


২৭২২. ওয়াটার পোলো – তে  একটি দলের খেলোয়াড় সংখ্যা 

(A)
(B)
(C)
(D) ১৫

উত্তর :
(C)

৬ টা ফিল্ড প্লেয়ার + ১ টি গোলটেন্ডার = মোট ৭ জন একটি দলে


২৭২৩. উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ জলের খননের ফলাফল হতে পারে

(A) ভূগর্ভস্থ জলের লবণাক্ততা বৃদ্ধি
(B) ভূগর্ভস্থ জলের বিষাক্ততা হ্রাস
(C) ভূগর্ভস্থ জলের লবণাক্ততা হ্রাস
(D) জলস্তর বৃদ্ধি 

উত্তর :
(A) ভূগর্ভস্থ জলের লবণাক্ততা বৃদ্ধি

২৭২৪. সমান্তরাল অর্থনীতি _________ এর ফলে উত্থিত হয়।

(A) করের অনুমান (Tax Estimation )
(B) কর সম্মতি (Tax Compliance )
(C) কর এড়ানো (Tax Avoidance )
(D) কর ফাঁকি (Tax Evasion )

উত্তর :
(D) কর ফাঁকি (Tax Evasion )

২৭২৫. ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে কোন কোষগুলি সহায়তা করে ?

(A) জিনফোর
(B) ক্রোমাটোফোর
(C) মেসোজোম
(D) কোনটিই নয় 

উত্তর :
(B) ক্রোমাটোফোর 

২৭২৬. চন্দ্রগুপ্ত মৌর্য নিচের কোন জায়গাতে মারা গিয়েছিলেন ?

(A) কলিঙ্গ, ওড়িশা
(B) শ্রবনগোলা, কর্ণাটক
(C) পাটলিপুত্র, বিহার
(D) রাজগৃহ , বিহার

উত্তর :
(B) শ্রবনগোলা, কর্ণাটক




২৭২৭. খরিফ শস্য চাষের সময় হলো 

(A) অক্টোবর-জানুয়ারি
(B) ফেব্রুয়ারি-মে
(C) জুন-সেপ্টেম্বর
(D) নভেম্বর-ফেব্রুয়ারী

উত্তর :
(C) জুন-সেপ্টেম্বর

  • খারিফ – জুন থেকে সেপ্টেম্বর, বোনা হয় জুন – জুলাই মাসে আর তোলা হয় সেপ্টেম্বর- অক্টোবর
  • রবি – নভেম্বর থেকে মার্চ , বোনা হয় নভেম্বরে আর তোলা হয় এপ্রিল – মে তে

২৭২৮. সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত ?

(A) চানহুদরো
(B) কালিবঙ্গান
(C) ধোলাভিরা
(D) বানওয়ালি 

উত্তর :
(A) চানহুদরো

  • চানহুদরো – সিন্ধ ( পাকিস্তান )
  • ধোলাভিরা – গুজরাট ( ভারত )
  • বানওয়ালি – হরিয়ানা ( ভারত )
  • কালিবঙ্গান – রাজস্থান ( ভারত )

২৭২৯. বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ________।

(A) মদাকারী নায়ক
(B) হায়দার আলী
(C) ইব্রাহিম জুবায়েরী
(D) ইউসুফ আদিল শাহ

উত্তর :
(D) ইউসুফ আদিল শাহ

২৭৩০. নিম্নলিখিত কোন গাছটি ‘সবুজ সোনা ( Green Gold )’ নামে পরিচিত হলেও আসলে এটি একটি পরিবেশগত বিপর্যয় ?

(A) ইউক্যালিপ্টাস
(B) অশ্বত্থ
(C) বট
(D) সেগুন 

উত্তর :
(A) ইউক্যালিপ্টাস

ইউক্যালিপ্টাস গাছ যেখানে বেশি হয় সেখানকার জলস্তর কমিয়ে দেয় ।


আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৯

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৮

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৭

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button