সাধারণ জ্ঞান MCQ – সেট ১৩০
General Awareness MCQ – Set 130
২৭২১. সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ (Central Institute for Cotton Research ) এর সদর দফতর _________ এ অবস্থিত।
(A) রাজস্থান
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) নতুন দিল্লি
মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত
২৭২২. ওয়াটার পোলো – তে একটি দলের খেলোয়াড় সংখ্যা
(A) ৬
(B) ৫
(C) ৭
(D) ১৫
৬ টা ফিল্ড প্লেয়ার + ১ টি গোলটেন্ডার = মোট ৭ জন একটি দলে
২৭২৩. উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ জলের খননের ফলাফল হতে পারে
(A) ভূগর্ভস্থ জলের লবণাক্ততা বৃদ্ধি
(B) ভূগর্ভস্থ জলের বিষাক্ততা হ্রাস
(C) ভূগর্ভস্থ জলের লবণাক্ততা হ্রাস
(D) জলস্তর বৃদ্ধি
২৭২৪. সমান্তরাল অর্থনীতি _________ এর ফলে উত্থিত হয়।
(A) করের অনুমান (Tax Estimation )
(B) কর সম্মতি (Tax Compliance )
(C) কর এড়ানো (Tax Avoidance )
(D) কর ফাঁকি (Tax Evasion )
২৭২৫. ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে কোন কোষগুলি সহায়তা করে ?
(A) জিনফোর
(B) ক্রোমাটোফোর
(C) মেসোজোম
(D) কোনটিই নয়
২৭২৬. চন্দ্রগুপ্ত মৌর্য নিচের কোন জায়গাতে মারা গিয়েছিলেন ?
(A) কলিঙ্গ, ওড়িশা
(B) শ্রবনগোলা, কর্ণাটক
(C) পাটলিপুত্র, বিহার
(D) রাজগৃহ , বিহার
২৭২৭. খরিফ শস্য চাষের সময় হলো
(A) অক্টোবর-জানুয়ারি
(B) ফেব্রুয়ারি-মে
(C) জুন-সেপ্টেম্বর
(D) নভেম্বর-ফেব্রুয়ারী
- খারিফ – জুন থেকে সেপ্টেম্বর, বোনা হয় জুন – জুলাই মাসে আর তোলা হয় সেপ্টেম্বর- অক্টোবর
- রবি – নভেম্বর থেকে মার্চ , বোনা হয় নভেম্বরে আর তোলা হয় এপ্রিল – মে তে
২৭২৮. সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত ?
(A) চানহুদরো
(B) কালিবঙ্গান
(C) ধোলাভিরা
(D) বানওয়ালি
- চানহুদরো – সিন্ধ ( পাকিস্তান )
- ধোলাভিরা – গুজরাট ( ভারত )
- বানওয়ালি – হরিয়ানা ( ভারত )
- কালিবঙ্গান – রাজস্থান ( ভারত )
২৭২৯. বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ________।
(A) মদাকারী নায়ক
(B) হায়দার আলী
(C) ইব্রাহিম জুবায়েরী
(D) ইউসুফ আদিল শাহ
২৭৩০. নিম্নলিখিত কোন গাছটি ‘সবুজ সোনা ( Green Gold )’ নামে পরিচিত হলেও আসলে এটি একটি পরিবেশগত বিপর্যয় ?
(A) ইউক্যালিপ্টাস
(B) অশ্বত্থ
(C) বট
(D) সেগুন
ইউক্যালিপ্টাস গাছ যেখানে বেশি হয় সেখানকার জলস্তর কমিয়ে দেয় ।
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৯
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৮
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৭
To check our latest Posts - Click Here