সাধারণ জ্ঞান MCQ – সেট ১২২
General Awareness MCQ – Set 122
২৬৩১. লন্ডনে ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(A) লালা হরদয়াল
(B) তারক নাথ দাস
(C) শ্যামজী কৃষ্ণ ভার্মা
(D) দয়ানন্দ সরস্বতী
২৬৩২. কোন একটি বস্তুর বেগ দ্বিগুন করা হলে বস্তুটির ভরবেগের কি পরিবর্তন হবে ?
(A) একই থাকবে
(B) কমে অর্ধেক হয়ে যাবে
(C) বেড়ে দ্বিগুন হয়ে যাবে
(D) ৪ গুন্ বেড়ে যাবে
২৬৩৩. উদ্ভিদ যাদের একই গাছে স্ত্রী ও পুরুষ ফুল দুটোই হয় তাদের বলে
(A) Bisexual
(B) Dioecious
(C) Monoecious
(D) Monogamous
২৬৩৪. পোস্টেজ স্ট্যাম্প ভারতে কত খ্রিস্টাব্দে শুরু হয় ?
(A) ১৮৫৪
(B) ১৮৫৮
(C) ১৮৫০
(D) ১৮৫৬
ভারতে প্রথম পোস্টেজ স্ট্যাম্প শুরু হয়েছিল ১৮৫৪ খ্রিস্টাব্দের ১লা অক্টোবর । স্ট্যাম্পটির নাম ছিল “হাফ আনা স্ট্যাম্প” এবং এটিতে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার ছবি ছিল ।
২৬৩৫. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবসটি কোন দিনে পালিত হয় ?
(A) ২৪শে এপ্রিল
(B) ২৩শে এপ্রিল
(C) ১৯শে এপ্রিল
(D) ২৬শে এপ্রিল
২০১০ সাল থেকে প্রতিবছর ভারতে ২৪শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয়ে থাকে ।
২৬৩৬. যশপাল রানা নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ?
(A) শুটিং
(B) তীরন্দাজি
(C) টেবিল টেনিস
(D) দাবা
২৬৩৭. ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত ?
(A) ৮৭৬
(B) ৯৮৭
(C) ৯৪০
(D) ৮৪৩
২৬৩৮. কোন সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল ?
(A) ৪১ তম সংবিধান সংশোধন আইন
(B) ৪৬ তম সংবিধান সংশোধন আইন
(C) ৪৮ তম সংবিধান সংশোধন আইন
(D) ৫২ তম সংবিধান সংশোধন আইন
দলত্যাগ বিরোধী আইন এনেছিলেন রাজীব গান্ধী ৫২তম সংবিধান সংশোধনী ( ১৯৮৫ খ্রিস্টাব্দ ) -এর মাধ্যমে ।
২৬৩৯. ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?
(A) মৌলিক অধিকার
(B) মৌলিক কর্তব্য
(C) নাগরিকত্ব
(D) সরকারী ভাষা
২৬৪০. ‘Isoneph’ শব্দটি সমান ________ রেখাকে বোঝায় ।
(A) চাপ
(B) লবণতা
(C) মেঘছন্নতা
(D) বৃষ্টি
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২১
সাধারণ জ্ঞান MCQ – সেট ১২০
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৯
To check our latest Posts - Click Here