সাধারণ জ্ঞান MCQ – সেট ১২০
General Awareness MCQ – Set 120
২৬১১. ফুসফুসের আবরণীকে কি বলে ?
(A) মাথার খুলি
(B) প্লিওরাল ঝিল্লি
(C) পেরীকন্দ্রিয়াম
(D) পেরিটোনিয়াম
২৬১২. “Speaking Truth to Power” – বইটির লেখক হলেন
(A) মনমোহন সিং
(B) অরুণ জেটলি
(C) শশী থারুর
(D) পি চিদাম্বরম
২৬১৩. টারটারিক অ্যাসিড __________ এ উপস্থিত থাকে।
(A) টমেটো
(B) তেঁতুল
(C) আপেল
(D) দুধ
২৬১৪. কিং জেমস প্রথম কাকে জাহাঙ্গীরের দরবারে প্রেরণ করেছিলেন ?
(A) স্যার টমাস রো
(B) ফ্রান্সিস ডে
(C) উইলিয়াম হকিন্স
(D) জন ফ্রায়ার
২৬১৫. ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী
(A) প্রটোজোয়া
(B) ভাইরাস
(C) ব্যাকটেরিয়া
(D) ছত্রাক
২৬১৬. অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি – এর SI একক হলো
(A) Hz
(B) rad/s
(C) rad
(D) Hz-1
২৬১৭. মানুষের চুল এবং নখে পাওয়া প্রোটিনটি হলো
(A) কেরাটিন
(B) মেসোলিন
(C) হেরোটিন
(D) অ্যাকটিন
২৬১৮. হর্ষবর্ধনের জীবনী “হর্ষচরিত” -এর রচয়িতা হলেন
(A) হরিসেন
(B) বাণভট্ট
(C) ভবভূতি
(D) চাঁদ বরদই
২৬১৯. “অলিভার টুইস্ট” বইটির রচয়িতা
(A) বেনজির হাবিব
(B) চার্লস ডিকেন্স
(C) পল কেনেডি
(D) এরিক সেগাল
২৬২০. বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) মার্চ ৩
(B) মার্চ ২১
(C) মার্চ ২২
(D) মার্চ ২৩
আরো দেখুন :
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৯
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৮
সাধারণ জ্ঞান MCQ – সেট ১১৭
To check our latest Posts - Click Here