Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

12th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কে সম্প্রতি RailTel Corporation of India Limited (RCIL)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন?

(A) সতীশ গুপ্ত
(B) অরুণা সিং
(C) রবি বাজাজ
(D) নবীন জৈন

উত্তর :
(B) অরুণা সিং

  • ১১ই মে ২০২২-এ, অরুণা সিং RailTel Corporation of India Limited (RCIL)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি বর্তমানে রেলওয়ে বোর্ডে অতিরিক্ত সদস্য (টেলিকম) হিসেবে কর্মরত।

২. ভারত থেকে কে ১২ই মে ২০২২-এ দ্বিতীয় গ্লোবাল কোভিড সামিট-এ অংশগ্রহণ করলেন?

(A) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
(B) স্মৃতি ইরানি
(C) অমিত শাহ
(D) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

উত্তর :
(A) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ই মে ২০২২-এ দ্বিতীয় বিশ্বব্যাপী কোভিড সামিট-এ অংশগ্রহণ করবেন।
  • এটি একটি ভার্চুয়াল সামিট।

৩. সম্প্রতি প্রকাশিত ‘The Struggle for Police Reforms in India’ বইটির লেখক কে?

(A) রাকেশ আস্থানা
(B) প্রকাশ সিং
(C) সত্য নারায়ণ প্রধান
(D) কিঞ্জল সিং

উত্তর :
(B) প্রকাশ সিং

  • উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এই বইটি প্রকাশ করেছেন।
  • তিনি একজন প্রাক্তন IPS অফিসার।

৪. স্থানীয় সাহিত্যকে সমর্থন ও উৎসাহিত করার জন্য কে সম্প্রতি ‘কালাম’-নামে একটি ওয়েবসাইট লঞ্চ করেছে?

(A) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
(B) এম ভেঙ্কাইয়া নাইডু
(C) ওম বিড়লা
(D) রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ

উত্তর :
(C) ওম বিড়লা

  • লোকসভার স্পিকার ওম বিড়লা আনুষ্ঠানিকভাবে কালাম ওয়েবসাইট চালু করেছেন।
  • ওয়েবসাইট-টির লক্ষ্য হল হিন্দি সাহিত্যকে জনপ্রিয় করা এবং প্রবীণ এবং তরুণ লেখক এবং কবিদের তাদের লেখা এবং স্থানীয় সাহিত্যের প্রতি ভালবাসা সম্পর্কে ভাবনা প্রকাশের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।

৫. ইউন সুক ইওল সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন?

(A) দক্ষিণ কোরিয়া
(B) মালয়েশিয়া
(C) উত্তর কোরিয়া
(D) জাপান

উত্তর :
(A) দক্ষিণ কোরিয়া

  • ইউন সুক ইওল ১০ই মে ২০২২ এ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন।

দক্ষিণ কোরিয়া:

  • রাজধানী : সিউল।
  • মুদ্রা : সোউ

৬. ১১ই মে ২০২২ এ নয়া দিল্লিতে ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?

(A) নরওয়ে
(B) থাইল্যান্ড
(C) ওমান
(D) ইন্দোনেশিয়া

উত্তর :
(C) ওমান

  • বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল এবং ওমানের সালতানাতের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রী কায়েস বিন মোহাম্মদ আল ইউসেফ সহ-সভাপতি ছিলেন।
  • এটি ছিল ভারত-ওমান যৌথ কমিশন বৈঠকের ১০তম সংস্করণ।

ওমান:

  • রাজধানী: মাস্কাট।
  • মুদ্রা: ওমানি রিয়াল।
  • সীমান্তবর্তী দেশ : ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব।

৭. ২০২২-২০২৪ সালের জন্য ‘অ্যাসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন অথরিটিস’ (AAEA) এর নতুন সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে কোন দেশকে নির্বাচিত করা হয়েছে?

(A) দক্ষিণ কোরিয়া
(B) রাশিয়া
(C) পাকিস্তান
(D) ভারত

উত্তর :
(D) ভারত

  • এতো দিন AAEA এর সভাপতি ছিল ফিলিপিন্স।
  • AAEA এর বর্তমান সদস্য দেশগুলি হল – আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কোরিয়া, কিরগিজস্তান, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, পাকিস্তান, পুয়া নিউ গিনি, ফিলিপাইন, রাশিয়া, শ্রীলংকা, তাইওয়ান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।

৮. কোন দিনটিতে প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়?

(A) ১২ই মে
(B) ১৪ই মে
(C) ১২ই এপ্রিল
(D) ১১ই মে

উত্তর :
(A) ১২ই মে

  • নার্সদের ত্যাগ এবং রোগীদের সুস্থ করে তোলার পেছনে তাদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি পালিত হয়।
  • আধুনিক নার্সিং-এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে ১২ই মে ১৯৭৪ সাল থেকে গোটা বিশ্বে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নার্স দিবস।
  • ২০২২ সালের আন্তর্জাতিক নার্স দিবসের থিম : “Nurses: a voice of lead- invest in nursing and respect rights to secure global health”।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button