QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৭০ – কুইজ প্রতিযোগিতার প্রশ্ন

Bangla Quiz - Set 170

কুইজ প্রতিযোগিতার প্রশ্ন

বন্ধুরা তোমাদের জন্য দেওয়া রইলো বাছাই করা  ১০ টি কুইজ প্রতিযোগিতার প্রশ্ন |

১. পৃথিবীতে কেবল দুটি দেশের সরকারি ভাবে কোনো রাজধানী নেই, একটি হল সুইজারল্যান্ড অন্যটি কী?

উত্তর :
নাউরু।

২. Aeroponics পদ্ধতিতে কীসের ছাড়া চাষ/বৃক্ষ উৎপাদন করা হয়-

উত্তর :
মাটি বা একটি সামগ্রিক মাধ্যম ।

৩. বাদ্যযন্ত্র বেহালা তে সাধারণত কতগুলি পঙক্তি/স্ট্রিং থাকে?

উত্তর

৪ টি (চার)[/spoiler]

৪. ইনকিলাব শ্রীবাস্তব কে আমরা কী নামে চিনি?

উত্তর :
অমিতাভ বচ্চন।

৫. Alethophobia হল-

উত্তর :
সত্যের ভয়।

৬. ভারতের প্রথম অর্থনৈতিক শুমারি কোন সালে হয়েছিল?

উত্তর :
১৯৭৭।

৭. “The Problem of the Rupee: Its Origin and Its Solution”
বইটির লেখক কে?

উত্তর :
ডঃ বি আর আম্বেদকার।

৮. হিবাকুশা (Hibakusha) বলতে কী বোঝায় ?

উত্তর :
হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

৯. ভারতের যোগ – এর রাজধানী(Yoga Capital) কোন শহর কে বলা হয়?

উত্তর :
হৃষীকেশ।

১০. কে সম্প্রতি ইউপিএসসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন?

উত্তর :
প্রদীপ কুমার যোশী।

আরো দেখে নাও :

বাংলা কুইজ – সেট ১৬৮ – ক্যুইজের প্রশ্ন ও উত্তর

বাংলা কুইজ – সেট ১৬৭ – ক্যুইজের প্রশ্ন ও উত্তর

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

Googly Quiz Set 2 । গুগলি ধাঁধা । গুগলি প্রশ্ন ও উত্তর

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button