Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৮৭

General Awareness MCQ – Set 87

২২৩১. CN–  আয়নটির সাথে নিম্নের কোনটি আইসো-ইলেক্ট্রনিক (isoelectronic ) ?

(A) N2
(B) CO
(C) A এবং B দুটোই
(D) কোনোটিই নয় 

উত্তর :
(B) CO

২২৩২. একটি আয়নকে কখন ঋনাত্বক (নেগেটিভ ) আয়ন বলা হয় ?

(A) মোট ইলেক্ট্রনের সংখ্যা প্রোটনের থেকে বেশি
(B) মোট ইলেক্ট্রনের সংখ্যা নিউট্রনের থেকে বেশি
(C) মোট প্রোটনের সংখ্যা ইলেক্ট্রনের থেকে বেশি
(D) মোট প্রোটনের সংখ্যানিউট্রনের থেকে বেশি 

উত্তর :
(A) মোট ইলেক্ট্রনের সংখ্যা প্রোটনের থেকে বেশি 

২২৩৩. ক্যাথোড রশ্মি হলো 

(A) α কণার প্রবাহ
(B) ইলেক্ট্রনের প্রবাহ
(C) ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ
(D) বিকিরিত রশ্মি 

উত্তর :
(B) ইলেক্ট্রনের প্রবাহ 

২২৩৪. Rings Of Cartilage – কোথায় দেখা যায় ?

(A) গ্রাসনালী
(B) পিত্ত থলি
(C) গলা
(D) ক্ষুদ্রান্ত্র 

উত্তর :
(C) গলা 

২২৩৫. চোখ পরীক্ষা করিয়ে একটি রোগী দেখলো যে ডাক্তার যে চশমা ধারণ করতে বলেছে তার কাঁচের পাওয়ার -3.5D । রোগীটির কোন রোগ রয়েছে ?

(A) মায়োপিয়া
(B) হাইপারমেট্রোপিয়া
(C) অস্টিগমাটিসম
(D) প্রেসবায়োপিয়া 

উত্তর :
(A) মায়োপিয়া

চশমার পাওয়ার নেগেটিভ এর অর্থ হলো সেই চোখে নিকটদৃষ্টি বা মায়োপিয়া রোগ রয়েছে । পসিটিভ পাওয়ার থাকলে দূরদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া রোগ থাকে ।




২২৩৬. ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত ?

(A) পার্ট VII
(B) পার্ট VIII
(C) পার্ট XI
(D) পার্ট IX A

উত্তর :
(D) পার্ট IX A

১৯৯২ খ্রিস্টাব্দে ৭৪ টম সংবিধান সংশোধনীর মাধ্যমে একটি নতুন পার্ট IX A সংযোজন করা হয়েছিল যার ২৪৩P থেকে ২৪৩ZG আর্টিকেল গুলি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত ।


২২৩৭. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে বলে 

(A) Perihelion
(B) Aphelion
(C) Apogee
(D) Perigee

উত্তর :
(B) Aphelion

২২৩৮. নিম্নের কে গদর পার্টির সাথে সম্পর্কিত ছিলেন না ?

(A) লালা হরদয়াল
(B) বাবা গুরদিত সিং
(C) মোহাম্মাদ বরকাতুল্লাহ
(D) সোহান সিং ভাকনা 

উত্তর :
(B) বাবা গুরদিত সিং

১৯১৩ খ্রিস্টাব্দে সান ফ্রান্সিস্কোতে গদর পার্টি প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন – লালা হরদয়াল, মোহাম্মাদ বরকাতুল্লাহ  এবং সোহান সিং ভাকনা । প্রতিষ্ঠার সময় প্রেসিডেন্ট ছিলেন সোহান সিং ভাকনা


২২৩৯. গুরু গোবিন্দ সিং – এর সমাধি কোথায় রয়েছে ?

(A) আনন্দপুর সাহিব
(B) অমৃতসর
(C) নানদেদ
(D) লুধিয়ানা 

উত্তর :
(C) নানদেদ

গুরু গোবিন্দ সিং জন্মেছিলেন পাটনাতে এবং গোবিন্দ সিং -এর সমাধি রয়েছে হুজুর সাহিব নানদেদ -এ


২২৪০. গঙ্গা সাগর মেলা কোন রাজ্যে আয়োজিত হয় ?

(A) উত্তরাখন্ড
(B) পশ্চিমবঙ্গ
(C) উত্তরপ্রদেশ
(D) মহারাষ্ট্র 

উত্তর :
(B) পশ্চিমবঙ্গ 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button