সাধারণ জ্ঞান MCQ – সেট ৮৬
General Awareness MCQ – 86 – Environment Special
২২০১. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত গ্যাসটি ?
(A) মিথেন
(B) মিথাইল আইসোসায়ানেট
(C) মিথাইল আইসোসায়ানাইড
(D) সায়ানোজেন
ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিলো ১৯৮৪ সালের ২শরা ডিসেম্বর । এই দুর্ঘটনাটির জন্য দায়ী ছিল মিথাইল আইসোসায়ানেট গ্যাস । এই গ্যাসটি পোকামাকড় মারার বিষ তৈরির কাজে লাগতো ।
[/spoiler]২২০২. ১৯৫২ সালের গ্রেট স্মগ বায়ু দূষণের ফলে বিশ্বের কোন শহরে বহু মানুষ মারা গিয়েছিলো ?
(A) প্যারিস
(B) লন্ডন
(C) নিউ ইয়র্ক
(D) দিল্লি
Smoke + Fog = Smog
১৯৫২ সালের শীতকালে সকালে লন্ডনে বাতাসের সালফার-ডাই-অক্সাইড এবং আদ্রতা মিলে তৈরী করেছিল বিষাক্ত সালফিউরিক অ্যাসিড । এই প্রভাবে বহু লোকের মৃত্যু হয়েছিল
[/spoiler]২২০৩. ওজোনস্তরের ক্ষতির জন্য কোন ধরণের রাসায়নিক দায়ী ?
(A) নাইট্রোজেন অক্সাইড
(B) হাইড্রোজেন সাইফাইড
(C) কার্বন মনোক্সাইড
(D) ক্লোরোফ্লুরো কার্বন
ক্লোরোফ্লুরো কার্বন ও নাইট্রিক অক্সাইড প্রধানত ওজোনস্তরের ক্ষতির জন্য দায়ী ।
[/spoiler]২২০৪. জ্বালানির আংশিক দহনের ফলে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় ?
(A) কার্বন ডাই অক্সাইড
(B) কার্বন মনোক্সাইড
(C) মিথেন
(D) ইথেন
২২০৫. নিম্নের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?
(A) কার্বন ডাই অক্সাইড
(B) নাইট্রাস অক্সাইড
(C) কার্বন মনোক্সাইড
(D) জলীয় বাস্প
গ্রিনহাউস গ্যাসগুলি হলো – কার্বন ডাই অক্সাইড ( ৬০%), মিথেন (২০%), ক্লোরোফ্লুরো কার্বন (১৪%), নাইট্রাস অক্সাইড ( ৬%)
[/spoiler]
২২০৬. নিম্নের কোনটির সাথে হিমোগ্লোবিনের এফিনিটি ( Affinity ) সবথেকে বেশি ?
(A) সালফার ডাই অক্সাইড
(B) কার্বন ডাই অক্সাইড
(C) কার্বন মনোক্সাইড
(D) নাইট্রোজেন ডাই অক্সাইড
হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইড -এর সাথে বিক্রিয়া করে কার্বোক্সি-হিমোগ্লোবিন উৎপন্ন করে যেটি অক্সি-হিমোগ্লোবিনের থেকে প্রায় ৩০০ গুন্ বেশি স্টেবল ।
[/spoiler]২২০৭. নিম্নের কোন ধরণের জলটিকে সবথেকে বিশুদ্ধ ধরা হয় ?
(A) মিনারেল ওয়াটার
(B) ডিস্টিলড ওয়াটার
(C) স্প্রিং ওয়াটার
(D) ফোটানো জল
২২০৮. নিম্নের কোন রশ্মিটি ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে ?
(A) এক্স রশ্মি
(B) আলট্রা ভায়োলেট রশ্মি
(C) ইনফ্রারেড রশ্মি
(D) হলুদ রশ্মি
আলট্রা ভায়োলেট রশ্মি ত্বকের DNA কে ক্ষতিগ্রস্ত করে এবং ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে ।
[/spoiler]২২০৯. ওজোনস্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে ?
(A) লিথোস্পিয়ার
(B) মেসোস্পিয়ার
(C) স্ট্রাটোস্পিয়ার
(D) বায়োস্পিয়ার
২২১০. নিম্নের কোন গ্রিনহাউস গ্যাসটি সবথেকে বেশি পরিমানে রয়েছে ?
(A) মিথেন
(B) জলীয় বাস্প
(C) নাইট্রাস অক্সাইড
(D) কার্বন ডাই অক্সাইড
কার্বন ডাই অক্সাইড ( ৬০%), মিথেন (২০%), ক্লোরোফ্লুরো কার্বন (১৪%), নাইট্রাস অক্সাইড ( ৬%)
[/spoiler]To check our latest Posts - Click Here