ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাকেন্দ্র তালিকা – PDF
Important Research Institute of India
ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাকেন্দ্র তালিকা
প্রিয় পাঠকেরা, আজ তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের কিছু গুরুত্বপূর্ণ গবেষণাকেন্দ্রের তালিকা। মাঝে মধ্যেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর থেকে একটা প্রশ্ন এসেই থাকে। একসাথে লিস্ট করে দেওয়া রইলো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ভারতের কোন গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত তার একটি সুন্দর তালিকা দেওয়া রইলো।
ভারতের কিছু গুরুত্বপূর্ণ গবেষণাকেন্দ্রের নাম ও তাদের অবস্থান –
১. কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার ➟ যাদবপুর (পশ্চিমবঙ্গ )
২. কেন্দ্রীয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার ➟ দুর্গাপুর (পশ্চিমবঙ্গ )
৩. মৎস্য গবেষণাগার ➟ জুনপুট (পশ্চিমবঙ্গ )
৪. কেন্দ্রীয় পাট গবেষণাগার ➟ ব্যারাকপুর (পশ্চিমবঙ্গ )
৫. কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণাগার ➟ কোলকাতা (পশ্চিমবঙ্গ )
৬. সারা ভারত ম্যালেরিয়া ইন্সটিটিউট ➟ দিল্লি
৭. কেন্দ্রীয় রোড রিসার্চ ইন্সটিটিউট ➟ নিউ দিল্লি
৮. কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার ➟ দিল্লি
৯. কেন্দ্রীয় গম গবেষণাগার ➟ পুসা (দিল্লি )
১০. কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার ➟ দিল্লি
১১. ন্যাশানাল ফিজিকাল ল্যাবরেটরী ➟ নতুন দিল্লি
১২. সেন্ট্রাল পটেটো রিসার্চ ইন্সটিটিউট ➟ সিমলা (হিমাচল প্রদেশ )
১৩. কেন্দ্রীয় রাইস রিসার্চ ইন্সটিটিউট ➟ কটক (ওড়িশা )
১৪. চা গবেষণাকেন্দ্র ➟ জোরহাট (আসাম )
১৫. কফি গবেষণাকেন্দ্র ➟ চিকমাগালুর ( কর্ণাটক )
১৬. লিচু গবেষণাকেন্দ্র ➟ মুজফফরপুর (উত্তরপ্রদেশ )
১৭. বার্লি গবেষণাকেন্দ্র ➟ কার্নাল (হরিয়ানা )
১৮. মশলা গবেষণাকেন্দ্র ➟ কালিকট (কেরালা )
১৯. দুগ্ধ গবেষণাকেন্দ্র ➟ কার্নাল (হরিয়ানা )
২০. কলা গবেষণাকেন্দ্র ➟ ত্রিচি (তামিলনাডু )
২১. আঙ্গুর ➟ পুণে (মহারাষ্ট্র )
২২. লেবু গবেষণাকেন্দ্র ➟ নাগপুর (মহারাষ্ট্র )
২৩. উট গবেষনাকেন্দ্র ➟ বিকানের (রাজস্থান )
২৪. ছাগল গবেষণাকেন্দ্র ➟ মকদম (উত্তরপ্রদেশ )
২৫. অর্কিড গবেষণাকেন্দ্র ➟ পাকয়ুং (সিকিম )
২৬. ন্যাশানাল বোটানিকেল ইন্সটিটিউট ➟ লক্ষ্নৌ (উত্তরপ্রদেশ)
২৭. কেন্দ্রীয় নারকেল গবেষণা কেন্দ্র ➟ কায়ামকুলাম (কেরালা )
২৮. কেন্দ্রীয় চর্ম গবেষণা কেন্দ্র ➟ চেন্নাই (তামিলনাড়ু )
২৯. কেন্দ্রীয় খনি গবেষণা কেন্দ্র ➟ ধানবাদ (রাঁচী )
৩০. শুকর গবেষণাকেন্দ্র ➟ গুয়াহাটি (আসাম )
৩১. ডাল জাতীয় শস্য গবেষণাকেন্দ্র ➟ কানপুর (উত্তরপ্রদেশ )
৩২. মিলেট গবেষণাকেন্দ্র ➟ হায়দ্রাবাদ (তেলেঙ্গানা )
৩৩. যক্ষা গবেষণাকেন্দ্র ➟ বেঙ্গালুরু (কর্ণাটক )
৩৪. ম্যালেরিয়া গবেষণাকেন্দ্র ➟ নতুন দিল্লী
৩৫. ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইন্সটিটিউট ➟ বেঙ্গালুরু (কর্ণাটক )
৩৬. সেন্ট্রাল ফিসারি রিসার্চ ইন্সটিটিউট ➟ ব্যারাকপুর (পশ্চিমবঙ্গ )
৩৭. ন্যাশানাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট ➟ নাগপুর (মহারাষ্ট্র )
৩৮. ড্রাগ গবেষণাকেন্দ্র ➟ লক্ষ্নৌ (উত্তরপ্রদেশ )
৩৯. সমুদ্র গবেষণাকেন্দ্র ➟ পানাজী (গোয়া )
৪০. জাহাজ গবেষণাকেন্দ্র ➟ চেন্নাই (তামিলনাড়ু )
৪১. হাই অল্টিচিউড রিসার্চ ল্যাবেরটরী ➟ গুলবার্গ (জম্মু ও কাশ্মীর )
৪২. জাতীয় অরণ্য গবেষণাগার ➟ দেরাদুন (উত্তরাখন্ড )
এই পোস্টটির PDF ডাউনলোড করতে নিচের Download লিংকে ক্লিক করুন
- File Name: Important Research Institute of India
- File Size: 100 KB
- No. of Pages: 01
- Format: PDF
Download
গবেষণা কেন্দ্র সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর :
১. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : উত্তরাখন্ড (দেরাদুন )
২. ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর : উত্তরাখন্ড (দেরাদুন )
৩. আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর : শিমলা, হিমাচল প্রদেশ।
৪. আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : ভারতে আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র পুসাতে অবস্থিত।
৫. ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর : ভারতের চা গবেষণা কেন্দ্র অবস্থিত ?
আরো দেখে নাও :
ভারতের কিছু গুরুত্বপূর্ণ শহর ও তাদের শিল্প
To check our latest Posts - Click Here