সাধারণ জ্ঞান MCQ – সেট ৮২
General Awareness MCQ – Set 82
২১৩১. ফুড চেইনে বাঘ হল
(A) প্রাথমিক গ্রাহক ( primary consumer )
(B) প্রাথমিক উৎপাদক ( primary producer)
(C) গৌণ গ্রাহক ( secondary consumer)
(D) তৃতীয় গ্রাহক ( tertiary consumer)
২১৩২. [KPS 2016] পাওয়ার এলকোহল হলো
(A) ৯৫% এলকোহল
(B) ১০০% এলকোহল
(C) ইথানল ও মিথানলের মিশ্রণ
(D) ইথানল, পেট্রল ও বেঞ্জিনের মিশ্রণ
২১৩৩. জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল / রাজ্যে অবস্থিত ?
(A) উত্তরাখন্ড
(B) জম্মু ও কাশ্মীর
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
ভারতের প্রথম জাতীয় উদ্যান হল ১৯৩৫ সালে স্থাপিত হেইলি জাতীয় উদ্যান, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে অভিহিত হয় । এটি উত্তরাখণ্ডে অবস্থিত ।
২১৩৪. ‘সাহেব-বিবি-গোলাম’ বইটির লেখক হলেন
(A) আশাপূর্ণা দেবী
(B) বিমল মিত্র
(C) বিমল কর
(D) সমরেশ বসু
২১৩৫. সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক ওপরে থাকে
(A) ২১শে মার্চ
(B) ২১শে জুন
(C) ২৩শে সেপ্টেম্বর
(D) ২২শে ডিসেম্বর
২১৩৬. “The Last Supper” কার একটি বিখ্যাত সৃষ্টি ?
(A) লিওনার্দো-ডা-ভিঞ্চি
(B) মাইকেল এঞ্জেলো
(C) পাবলো পিকাসো
(D) রাফায়েল
২১৩৭. [KPS 2016] “Terracing” – কোনটির সাথে সম্পর্কিত একটি পক্রিয়া ?
(A) বন সংরক্ষণ
(B) মাটি সংরক্ষণ
(C) জল সংরক্ষণ
(D) বন্যজীবন সংরক্ষণ
২১৩৮. I.S.T. এবং G.M.T. এর মধ্যে সময়ের পার্থক্য হলো
(A) ৫ ঘন্টা ৩০ মিনিট
(B) ৫ ঘন্টা
(C) ৫ ঘন্টা ৪৫ মিনিট
(D) ৬ ঘন্টা
২১৩৯. “পান” কোন জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উৎপাদন ?
(A) উত্তর ২৪ পরগনা
(B) হাওড়া
(C) পুরুলিয়া
(D) মেদিনীপুর
২১৪০. মুর্শিদকুলি খান ঢাকা থেকে তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?
(A) মুঙ্গের
(B) পান্ডুয়া
(C) গৌড়
(D) মুর্শিদাবাদ
To check our latest Posts - Click Here