Daily Current Affairs in BengaliCurrent Affairs

31st October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩১শে অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 31st October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 30th October Current Affairs Quiz 2023 –  Bengali


১. বিশ্ব স্ট্রোক দিবস ২০২৩ নিম্নলিখিত কোন দিনে পালিত হয়েছে ?

(A) অক্টোবর ২৯
(B) অক্টোবর ৩০
(C) অক্টোবর ৩১
(D) অক্টোবর ২৮

উত্তর
(A) অক্টোবর ২৯

  • বিশ্ব স্ট্রোক দিবস প্রতিবছর ২৯ অক্টোবর উদযাপিত হয়।
  • মস্তিষ্কে রক্ত সরবরাহ কোনো কারণে বিঘ্নিত হলে স্ট্রোক সংঘটিত হয়।
  • বিশেষ করে রক্তনালী বন্ধ হয়ে কিংবা রক্তনালী ছিঁড়ে মস্তিষ্কে এই রক্ত সরবরাহ বিঘ্নিত হয়। রক্তে থাকে অক্সিজেন আর পুষ্টিগুণ। ফলে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের টিস্যুগুলো মারা যায়।
  • স্ট্রোকের সবচেয়ে বড় কারণ হলো উচ্চরক্তচাপ। সারাবিশ্বে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ স্ট্রোক।

২. নিচের কোন মহিলা ৩৭তম জাতীয় গেমসে ১০০মিটার হার্ডলসে সোনা জিতেছেন?

(A) জ্যোতি ইয়ারাজি
(B) আভা খাটুয়া
(C) মুনিতা প্রজাপতি
(D) প্রিয়াঙ্কা গোস্বামী

উত্তর
(A) জ্যোতি ইয়ারাজি
হ্যাংজু এশিয়ান গেমসের রৌপ্য পদক জয়ী জ্যোতি ইয়ারাজি এবং তেজস শিরসে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় যথাক্রমে ১০০ মিটার এবং ১১০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছেন।

৩. কে আকাশবাণীর মর্যাদাপূর্ণ বার্ষিক সর্দার প্যাটেল মেমোরিয়াল বক্তৃতা দিয়েছেন?

(A) অমিত শাহ
(B) দ্রৌপদী মুর্মু
(C) নরেন্দ্র মোদি
(D) রাম নাথ কোবিন্দ

উত্তর
(D) রাম নাথ কোবিন্দ
আকাশবাণী সর্দার প্যাটেল মেমোরিয়াল লেকচারের বার্ষিক মর্যাদাপূর্ণ সংস্করণ সম্প্রচার করবে।
এবারের ভাষণ দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

৪. মালয়ালম অভিনেত্রী রেঞ্জুশা মেনন সম্প্রতি মাত্র ৩৫ বছর বয়সে আত্মহত্যা করেছেন। তিনি কোন শহরের বাসিন্দা ছিলেন ?

(A) চেন্নাই
(B) কোচি
(C) বেঙ্গালুরু
(D) হায়দ্রাবাদ

উত্তর
(B) কোচি

  • মালয়ালম অভিনেত্রী রেঞ্জুশা মেনন -এর মৃত্যুতে শোকস্তব্ধ হল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি।
  • মাত্র ৩৫ বছর বয়সেই জীবন বিমুখ হলেন অভিনেত্রী, নৃত্যশিল্পী মেনন।
  • মুম্বই সংবাদসূত্রের খবর অনুসারে, অভিনেত্রী তাঁর কেরালার তিরুবনন্তপুরমের বাসভবনে আত্মহত্যা করেন।
  • অভিনেত্রী গত কয়েক মাস ধরে নাকি আর্থিক সমস্যায় ভুগছিলেন।
  • শ্রীকরিয়াম পুলিশ তাঁর মৃত্যুর তদন্ত শুরু করেছে।

৫. লরেইনোসরাসের জীবাশ্ম সম্প্রতি কোথায় পাওয়া গেছে?

(A) পশ্চিম ফ্রান্স
(B) উত্তর ফ্রান্স
(C) উত্তর-পূর্ব ফ্রান্স
(D) দক্ষিণ ফ্রান্স

উত্তর
(C) উত্তর-পূর্ব ফ্রান্স
লররাইনোসরাস নামের এই প্লিওসর প্রজাতিটি উত্তর-পূর্ব ফ্রান্সে পাওয়া গেছে।

৬. কোন জায়গায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দক্ষিণ-পশ্চিম এশিয়ার বৃহত্তম পানীয় প্ল্যান্টের উদ্বোধন করেছেন ?

(A) কানপুর
(B) আমেঠি
(C) লখনউ
(D) ঝাঁসি

উত্তর
(B) আমেঠি

  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আমেঠিতে দক্ষিণ-পশ্চিম এশিয়ার বৃহত্তম পানীয় কারখানার উদ্বোধন করলেন।
  • প্ল্যান্টটি লাধানি গ্রুপের বিবেক লাধানি দ্বারা স্থাপন করা হয়েছে।

৭. সম্প্রতি তাঁর অষ্টম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন কোন ফুটবলার ?

(A) এরলিং হ্যাল্যান্ড
(B) লিওনেল মেসি
(C) ক্রিস্টিয়ানো রোনালদো
(D) নেইমার

উত্তর
(B) লিওনেল মেসি

  • রেকর্ড অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি!
  • মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।
  • এবারে আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি।

৮. কোন কোম্পানি ২০২৪ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (DPIFF) পরিচালনা করতে চলেছে ?

(A) Apple
(B) Lenovo
(C) Dell
(D) Acer

উত্তর
(D) Acer
মর্যাদাপূর্ণ, দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২৪-এর জন্য Acer মাস্টারকার্ডকে অফিসিয়াল ‘পাওয়ারড বাই পার্টনার’ হিসেবে প্রতিস্থাপন করেছে।

৯. পার্সি অ্যাবেসেকেরা সম্প্রতি মারা গেছেন। তিনি কোন দেশের বাসিন্দা?

(A) শ্রীলংকা
(B) রাশিয়া
(C) পাকিস্তান
(D) ভারত

উত্তর
(A) শ্রীলংকা

  • ৮৭ বয়সে গতকাল(৩০ অক্টোবর,২০২৩) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট অনুগামী চাচা পার্সি।
  • কলম্বোর বাসিন্দা পার্সি আবেসেকেরা গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি বার্ধক্যজনিত জটিলতার কারণেই তাঁর মৃত্যু হয়।
  • শ্রীলঙ্কার সব ম্যাচেই তিনি ছায়ার মত উপস্থিত থাকতেন শ্রীলঙ্কান দলের পতাকা হাতে।
  • ওয়েস্ট ইন্ডিজ এ অনুষ্ঠিত ১৯৭৯ এর একদিনের বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা দলকে সমর্থন করে আসছিলেন তিনি।

১০. ৬৭তম জাতীয় স্কুল গেমস কোন কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে ?

(A) জম্মু
(B) নতুন দিল্লি
(C) লাদাখ
(D) শ্রীনগর

উত্তর
(D) শ্রীনগর
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শ্রীনগরে ৬৭তম জাতীয় স্কুল গেমসের উদ্বোধন করেছেন৷

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button