Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৪১

Science MCQ – Set 41

১৮২১. অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় 

(A) রেডগ্রন্থি
(B) অগ্র প্রকোষ্ঠ
(C) গ্যাস্ট্রিক গ্রন্থি
(D) রেটিয়া মিরাবিলিয়া 

[spoiler title=”উত্তর : “] (D) রেটিয়া মিরাবিলিয়া  [/spoiler]

১৮২২. সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত তা নির্ণয় করো 

(A) নাইট্রোজেন আবদ্ধকরন
(B) নাইট্রিফিকেশন
(C) ডিনাইট্রিফিকেশন
(D) এমোনিফিকেশন 

[spoiler title=”উত্তর : “] (C) ডিনাইট্রিফিকেশন  [/spoiler]

১৮২৩. “এলগাল ব্লুম” এর কারণ কি হতে পারে ?

(A) SPM বৃদ্ধি
(B) গ্রীনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি
(C) শব্দের প্রাবল্য বৃদ্ধি
(D) ইউট্রিফিকেশন 

[spoiler title=”উত্তর : “] (D) ইউট্রিফিকেশন  [/spoiler]

১৮২৪. পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ করা হয় ?

(A) সিংহলেজ বানর
(B) রেড পান্ডা
(C) নীলগাই
(D) ভারতীয় সিংহ 

[spoiler title=”উত্তর : “] (B) রেড পান্ডা  [/spoiler]

১৮২৫. উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো 

(A) ট্যাকটিক চলন
(B) ট্রপিক চলন
(C) কেমোন্যাস্টিক চলন
(D) থার্মোন্যাস্টিক চলন

[spoiler title=”উত্তর : “] (A) ট্যাকটিক চলন  [/spoiler]




১৮২৬. রাগ, ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমান রক্তে রক্তে বেড়ে যায় ?

(A) STH
(B) ADH
(C) এড্রিনালিন
(D) থাইরক্সিন 

[spoiler title=”উত্তর : “] (C) এড্রিনালিন  [/spoiler]

১৮২৭. নিচের কোন পিরিমিডিন বেসটি DNA  তে থাকলেও RNA তে থাকে না ?

(A) থায়ামিন
(B) সাইটোসিন
(C) ইউরাসিল
(D) গুয়ানিন 

[spoiler title=”উত্তর : “] (A) থায়ামিন  [/spoiler]

১৮২৮. গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হয় সেটি হলো 

(A) যৌন
(B) অযৌন
(C) অঙ্গজ
(D) অপুংজনি 

[spoiler title=”উত্তর : “] (A) যৌন  [/spoiler]

১৮২৯. কোনটি মেটাফেজ দশার বৈশিষ্ট ?

(A) নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়
(B) ক্রোমাটিডের মেরুবর্তী গমন ঘটে
(C) নিউক্লিয়াস পুনর্গঠিত হয়
(D) ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর একটি নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে 

[spoiler title=”উত্তর : “] (D) ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর একটি নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে  [/spoiler]

১৮৩০. Bbrr জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যাবে ?

(A)
(B)
(C)
(D)

[spoiler title=”উত্তর : “] (B) ২ [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

  1. 1827 নং প্রশ্নের উত্তর ভুল আছে।

দেখে নাও
Close
Back to top button