বিজ্ঞান MCQ – সেট ৩৫ – জীবনবিজ্ঞান
Science MCQ – Set 35 – Biology
১৬৩১. সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় সেটি হল
(A) অনুকূল জিওট্রপিক
(B) প্রতিকূল জিওট্রপিক
(C) অনুকূল হাইড্রোট্রপিক
(D) কেমোন্যাস্টি
১৬৩২. এড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে ক্ষরিত হরমোনটি হল
(A) থাইরক্সিন
(B) ইনসুলিন
(C) এড্রিনালিন
(D) টেস্টোস্টেরন
১৬৩৩. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি ?
(A) লঘুমস্তিষ্ক
(B) থ্যালামাস
(C) সুষুম্নাশীর্ষক
(D) গুরুমস্তিষ্ক
১৬৩৪. কোষের সঠিক পর্যায়ক্রমটি হল
(A) M → G1 → G2 → S
(B) M → G1 → S → G2
(C) S → G1 → G2 → M
(D) G1 → S → G2 → M
১৬৩৫. মানুষের জননকোষের ক্রোমোজোম সেটের সংখ্যা স্থির করো
(A) ডিপ্লয়েড
(B) হ্যাপ্লয়েড
(C) ট্রিপ্লয়েড
(D) টেট্রাপ্লয়েড
১৬৩৬. সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা কটি ?
(A) তিনটি
(B) চারটি
(C) ছয়টি
(D) আটটি
১৬৩৭. দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত কালো গিনিপিগের সংখ্যা হবে
(A) ২৫%
(B) ৫০%
(C) ৭৫%
(D) ১০০%
১৬৩৮. মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের উপর নির্ভর করে ?
(A) অটোজোমের ওপর
(B) X ও Y ক্রোমোজোমের ওপর
(C) Y ক্রোমোজোমের ওপর
(D) X ক্রোমোজোমের ওপর
১৬৩৯. থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো
(A) এটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত রোগ
(B) RBC গুলো অল্পসময়ে বিনষ্ট হয়ে যায়
(C) রোগের জিনগুলি X ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয়
(D) জেনেটিক কাউন্সিলিং -এর মাধ্যমে এটির প্রকাশ কমানো সম্ভব
১৬৪০. পৃথিবীতে জীবন সৃষ্টির সময়ে নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল ?
(A) মিথেন
(B) এমোনিয়া
(C) নাইট্রোজেন
(D) অক্সিজেন
To check our latest Posts - Click Here