Bengali Quiz – Set 84
১. হিন্দু পুরান অনুযায়ী “মারুতি” কার অপর নাম ?
উত্তর :
হনুমান
২. বাংলাদেশের পতাকায় কি রঙের সূর্য রয়েছে ?
উত্তর :
লাল
৩. শাহজাহান নির্মিত “তখত-ই-তস” এর নাম কোন পাখির নামানুসারে রাখা ?
উত্তর :
ময়ূর , তখত-ই-তস হল ময়ূর সিংহাসনের আসল নাম
৪. কোন বিখ্যাত ব্যক্তিত্ব তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছোট কাগজে মিরর ইমেজে লিখতেন ?
উত্তর :
লিওনার্দো-দা-ভিঞ্চি
৫. ভারতের কোন প্রতিবেশী দেশের রাজধানীর সড়কে কোনো ট্রাফিক লাইট নেই ?
উত্তর :
ভুটান
৬. কার মৃত্যুর পরে রবিশঙ্কর তাকে উৎসর্গ করে তৃতীয়, সপ্তম এবং অষ্টম নোডগুলি দিয়ে একটি থিম বানিয়েছিলেন ?
উত্তর :
গান্ধীজি ( তৃতীয় নোড হল – “গা”, অষ্টম “নি” এবং সপ্তম “ধা”, এই তিনটি নোড দিয়ে গান্ধী নামটি প্রকাশ করা যায় )
৭. পৃথিবীর কোন মহাদেশের গড় উচ্চতা সব থেকে বেশি ?
উত্তর :
আন্টার্কটিকা
৮. ভারতীয় আইন অনুযায়ী ভারতের কোনো মনুমেন্টকে “প্রাচীন” আখ্যা দেওয়ার জন্য সেটির বয়স কমপক্ষে কত বছর হতে হবে ?
উত্তর :
১০০
৯. কাঁকড়াবিছের কতগুলি পা থাকে ?
উত্তর :
৮
১০. ইংরেজি মাসের কতগুলি মাসের নামের মধ্যে মাত্র একটি “VOWEL ” আছে ?
উত্তর :
৩ ( মার্চ, মে, জুলাই )
To check our latest Posts - Click Here