সাধারণ জ্ঞান MCQ – সেট ৪০
General Awareness MCQ – Set 40
১২২১. নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ নিদর্শন ?
(A) চোল শিল্প
(B) গান্ধার শিল্প
(C) গুপ্ত শিল্প
(D) মৌর্য শিল্প
১২২২. “Follow On ” কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
(A) ব্যাডমিন্টন
(B) টেনিস
(C) ফুটবল
(D) ক্রিকেট
১২২৩. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় ?
(A) মুম্বাই
(B) নতুন দিল্লি
(C) কলকাতা
(D) চেন্নাই
১২২৪. “উত্তর রামচরিত” – এর লেখক হলেন –
(A) হর্ষ
(B) তুলসীদাস
(C) ভবভূতি
(D) শুদ্রক
১২২৫. কেনিয়ার মুদ্রা হল –
(A) রাউন্ড
(B) টাকা
(C) রুবল
(D) সিলিং
১২২৬. পেরিয়ার নদীর ওপরে ইডুক্কি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) কর্ণাটক
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) অন্ধ্রপ্রদেশ
১২২৭. রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কাদের করা হয়েছিল ?
(A) প্রত্যেক মহাদেশ থেকে একটি দেশকে
(B) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহযোগী দল ( Allied Force )-এর পাঁচ জন প্রধান শক্তিকে
(C) রাষ্ট্রপুঞ্জ তৈরির সময়ের প্রথম পাঁচ সদস্যকে
(D) রাষ্ট্রপুঞ্জকে আর্থিক সাহায্য প্রদানকারী প্রধান পাঁচ সদস্যকে
১২২৮. সিঙ্গুর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
(A) পশ্চিমবঙ্গ
(B) মধ্যপ্রদেশ
(C) বিহার
(D) তেলেঙ্গানা
তেলেঙ্গানার মঞ্জিরা নদীর ওপরে গঠিত সিঙ্গুর বাঁধটি হায়দ্রাবাদের পানীয় জলের প্রধান উৎস ।
[/spoiler]১২২৯. “রাসলীলা” কোন রাজ্যের লোকনৃত্য ?
(A) উত্তর প্রদেশ
(B) হরিয়ানা
(C) পশ্চিমবঙ্গ
(D) বিহার
উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনে রাসলীলা জন্মাষ্টমীর দিনে খুবই প্রচলিত ।
[/spoiler]১২৩০. DY Patil স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত ?
(A) মুম্বাই
(B) বিশাখাপত্তনম
(C) জয়পুর
(D) ব্যাঙ্গালুরু
To check our latest Posts - Click Here
স্যার যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ লিংক দিয়েছেন ঠিক তেমনি জিকে সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল পলিটি এইগুলোর পিডিএফ লিংক দিলে ভালো হয় আপনারা যেটা করছেন খুব ভালো করছেন অনেক অনেক ধন্যবাদ আর এটা একটু দেখবেন
আমরা চেষ্টা করবো ।