Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th November Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে নভেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (19th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  17th & 18th November Current Affairs Quiz 2023 – Bengali


১. ২০২৩ সালের হিসাবে, বিশ্বের বৃহত্তম দূষণকারী দেশ কোনটি?

(A) চীন
(B) রাশিয়া
(C) ভারত
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর
(A) চীন
বিশ্বের সবচেয়ে দূষণকারীর দেশ চীন। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৩৮% এর জন্য দায়ী চীন ।

২. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) আনুষ্ঠানিকভাবে কোন অবস্থাকে বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্বেগ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

(A) সামাজিক বর্জন (Social Exclusion )
(B) বর্ণবাদ (Racism )
(C) একাকীত্ব (Loneliness )
(D) জাতপাত (Casteism)

উত্তর
(C) একাকীত্ব (Loneliness )
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আনুষ্ঠানিকভাবে একাকীত্বকে একটি গুরুত্বপূর্ণ বিশ্ব স্বাস্থ্য উদ্বেগ হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এই ব্যাপক সমস্যাটির বিরুদ্ধে লড়াই করার জন্য একাধিক প্রচেষ্টা শুরু করেছে।

৩. জোরওয়ার লাইট ট্যাঙ্ক ( Zorawar light tank) প্রকল্পটি ডিআরডিও এবং কোন সংস্থার একটি সহযোগিতামূলক উদ্যোগ?

(A) Indian Army
(B) Larsen and Toubro
(C) ISRO
(D) BHEL

উত্তর
(B) Larsen and Toubro
জোরাওয়ার লাইট ট্যাঙ্ক হল ডিআরডিও এবং বাণিজ্যিক কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রোর মধ্যে একটি সহযোগিতামূলক উদ্যোগ।

৪. ফিফা বিশ্বকাপ 2026 AFC কোয়ালিফায়ারে, কে একক গোল করে ভারতকে কুয়েতের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয়ী করেছে ?

(A) সাহল আব্দুল সামাদ
(B) মনভীর সিং
(C) সন্দেশ ঝিংঘন
(D) লালিয়ানজুয়ালা ছাংতে

উত্তর
(B) মনভীর সিং
ফিফা বিশ্বকাপ ২০২৬ এএফসি কোয়ালিফায়ারে, মনভীর সিং এর গোলটি ভারতকে কুয়েতের বিরুদ্ধে ১-০ তে জিত এনে দিয়েছে।

৫. লন্ডন-ভিত্তিক বিলাসবহুল ভ্রমণ ম্যাগাজিন কন্ডে নাস্ট (Condé Nast) দ্বারা ২০২৪ সালে এশিয়াতে দেখার জন্য সেরা স্থানগুলির মধ্যে কোন স্থানটিকে তালিকাভুক্ত করা হয়েছে?

(A) কোচি
(B) মানালি
(C) গোয়া
(D) দার্জিলিং

উত্তর
(A) কোচি
লন্ডন-ভিত্তিক বিলাসবহুল ভ্রমণ ম্যাগাজিন কন্ডে নাস্ট ২০২৪ সালে এশিয়ার অন্যতম সেরা স্থান হিসেবে কোচিকে তালিকাভুক্ত করেছে।

৬. সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) উদয় কোটক
(B) রঘুরাম রাজা
(C) দীপক গুপ্ত
(D) অশোক ভাসওয়ানি

উত্তর
(D) অশোক ভাসওয়ানি
তিন বছরের জন্য ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে অশোক ভাসওয়ানির নিয়োগে অনুমোদন দিল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বোর্ড। ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।

৭. বিশ্ব টয়লেট দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) নভেম্বর ১৮
(B) নভেম্বর ১৯
(C) নভেম্বর ২০`
(D) নভেম্বর ২১

উত্তর
(B) নভেম্বর ১৯

  • প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়।
  • টয়লেট ও পরিচ্ছন্নতা নিয়ে মানুষকে সচেতন করতেই এমন দিন পালন করা শুরু।
  • ২০০১ সালে প্রথম টয়লেট দিবসের উদযাপন হয়।
  • এরপর ২০১২ সালে দিনটিকে অফিসিয়ালি ছুটির দিনও ঘোষণা করে জাতিসংঘ।
  • ২০২৩ সালে এই দিবসের থিম হল – ‘Accelerating Change’

৮. অযোধ্যার কোন নদীতে সৌরচালিত ‘রামায়ণ’ জাহাজ চলাচল করবে?

(A) গঙ্গা
(B) যমুনা
(C) সরযূ
(D) অলকানন্দা

উত্তর
(C) সরযূ
আগামী বছরের জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের আগে এই সৌরচালিত ‘রামায়ণ’ জাহাজ চলাচল শুরু হবে ।

৯. ২৩ শে নভেম্বর ২০২৩ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশে ব্রজ রাজ উৎসব উদযাপন করবেন কোন জায়গায়?

(A) মথুরা
(B) আগ্রা
(C) মিরাট
(D) লখনউ

উত্তর
(A) মথুরা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ নভেম্বর মথুরায় ‘ব্রজ রাজ উৎসব’-এ অংশগ্রহণ করবেন।

দেখে নাও : ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা

১০. কোন রাজ্য শিক্ষায় সমতার জন্য ‘এভরি রাইট ফর এভরি চাইল্ড’ (Every Right for Every Child) অভিযান শুরু করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) কর্ণাটক
(C) মধ্য প্রদেশ
(D) কেরালা

উত্তর
(A) উত্তর প্রদেশ
শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে উত্তরপ্রদেশ সরকার ‘এভরি রাইট ফর এভরি চাইল্ড’ ক্যাম্পেইন চালু করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button