Bengali Quiz – Set 80
১. ১০০ দ্বীপের শহর ভারতের কোন শহরকে বলা হয় ?
উত্তর :
বাঁশভারা, রাজস্থান
২. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন সিনেমাতে অত্যন্ত কম সময়ের জন্য অভিনয় করেছেন ?
উত্তর :
হোম অ্যালোন ২
৩. ভারতের ১০০তম এয়ারপোর্ট কোনটি ?
উত্তর :
পাক্যং এয়ারপোর্ট , সিকিম
৪. ব্রিটানিয়া কোম্পানির হেডকোয়ার্টার কোথায় ?
উত্তর :
কলকাতা
৫. শীতের আপেল ( Winter Apple ) কোন ফলকে বলা হয় ?
উত্তর :
কলা
৬. ভারতের কোন রেলস্টেশন ওপর থেকে দেখতে দাবা খেলার বোর্ডের মতন ?
উত্তর :
লখনৌ রেলস্টেশন
৭. iPhone XS কেনার জন্য সিঙ্গাপুরে লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের বিনামূল্যে পাওয়ার ব্যাঙ্ক উপহার করে কোন কোম্পানি ?
উত্তর :
Huawei ( উপহার করার সময় বলা হচ্চিলো iPhone কিনলে এটা আপনাদের প্রয়োজন )
৮. কোন দেশের রাজধানী কলকাতায় জন্ম এমন এক ব্যক্তির নামে রাখা হয়েছিল ?
উত্তর :
পাপুয়া নিউ গিনি ( Port Moresby – এর নাম রাখা হয়েছিল Fairfax Moresby এর নামে )
৯. প্রথম কোন খেলোয়াড়কে রাজ্য সভায় মনোনীত করা হয়েছিল ?
উত্তর :
দারা সিং
১০. শতাব্দী এক্সপ্রেস কার ১০০ বছর জন্মদিনে শুরু করা হয়েছিল ?
উত্তর :
জওহরলাল নেহেরু
To check our latest Posts - Click Here
১০ টার বেশি করে প্রশ্ন ভালো হয় ।
আসলে কুইজের প্রশ্ন বানানো একটু খাটনির । অনেক প্রশ্ন ঘেঁটে ভালো প্রশ্নগুলো খুঁজে বার করতে হয় । তাই একসাথে ১০ টার বেশি পোস্ট করা মুশকিল ।