Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ১২

Bengali Mythology – Set 12

১. শ্রীকৃষ্ণের বাঁশির নাম কি ?

উত্তর :
মুরলী

২. মুরলী নামক বাঁশিটি শ্রীকৃষ্ণ কার কাছ থেকে উপহার পেয়েছিলেন ?

উত্তর :
মা সরস্বতী

৩. শ্রীকৃষ্ণের প্রকৃত পিতা-মাতা কারা ছিলেন ?

উত্তর :
পিতা – বসুদেব, মাতা – দেবকী

৪. শ্রীকৃষ্ণের পালিত পিতা-মাতা কারা ছিলেন ?

উত্তর :
পিতা – নন্দরাজ, মাতা – যশোধা

৫. বলরামের পিতা-মাতার নাম কি ?

উত্তর :
পিতা – বসুদেব, মাতা – রোহিনী দেবী

৬. বলরামের স্ত্রী কে ছিলেন ?

উত্তর :
রেবতী

৭. শ্রীকৃষ্ণ তাঁর রাজধানী মথুরা থেকে কোথায় স্থানান্তরিত করেন ?

উত্তর :
দ্বারকা

৮. রাধার স্বামীর নাম কি ছিল ?

উত্তর :
আয়ান ঘোষ

৯. শ্রীকৃষ্ণ রাধার দুঃখ-কষ্ট ও দারিদ্রতা নিবারণের জন্য কি দিয়ে সাহায্য করেছিলেন ?

উত্তর :
সামান্তক মণি

১০. কোন নদী কালিয়া নাগের বাসস্থান ছিল ?

উত্তর :
যমুনা

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Karmakar

Quiz and GK enthusiast , Active author of the Mythological section of BangalQuiz.in

Related Articles

দেখে নাও
Close
Back to top button