QuizQuiz

বাংলা কুইজ – সেট ৭৭

Bengali Quiz – Set 77

১. আফ্রিকার সবচেয়ে বড়ো জলপ্রপাত ভিক্টোরিয়া জলপ্রপাত | এটি কোন নদীর উপরে অবস্থিত ?

উত্তর :
জাম্বেজি

২. এডওয়ার্ড জে স্মিথ ছিলেন একজন বিখ্যাত নাবিক | বলতে হবে তিনি কোন বিখ্যাত জাহাজের ক্যাপ্টেন ছিলেন ?

উত্তর :
টাইটানিক

৩. কোন মৌলের নামের আক্ষরিক অর্থ হল বেগুনিরঙা ?

উত্তর :
আয়োডিন

৪. মনে করা হয় বীরবল নিজের নাম গ্রহণ করেছিলেন একটি বই থেকে যেখানে বীরবল নামক এক প্রভুভক্ত রাজকর্মচারী ছিলেন | এটি কোন বই ?

উত্তর :
বেতাল পঞ্চবিংশতি

৫. কোন ফলের বিভিন্ন প্রজাতির নাম হল – রাম ফল, সীতা ফল, লক্ষ্মণ ফল, হনুমান ফল ?

উত্তর :
আতা

৬. একটি খরগোশ কে নিয়ে লেখা গল্প “The Rabbit” কোন বিখ্যাত সাহিত্যিকের প্রথম গল্প ?

উত্তর :
জে কে রাউলিং

৭. আমাদের রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM এর পুরো নামটি কি ?

উত্তর :
শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল

৮. বিখ্যাত ব্যবসায়ী হাভেলি রামগুপ্তের নাম থেকে কোন কোম্পানির নাম হয়েছে ?

উত্তর :
হাভেলস

৯. সম্প্রতি মুক্তি পেতে চলেছে একটি সিনেমা “The Accidental Prime Minister ” | এটি কার জীবন অবলম্বনে তৈরী ?

উত্তর :
ড: মনমোহন সিং

১০. মহাভারতে শকুনি ভীমকে মারার জন্য কোন বিষ প্রয়োগ করেছিলেন ?

উত্তর :
কালকূট

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button